তোমার ঐ দুটি চোখ
বিধাতার লেখা এক কাব্য;
হাতছানি নয় ইশারায় ডাকে,
জাগিয়ে তোলে তারুণ্য।
নীল চোখে স্বপ্ন দেখাও-
নীলিমায় দিবানিশি;
দৃষ্টিজুড়ে গোধুলীর আভায়,
একে দিলে কোন ছবি !
চঞ্চল চোখে ওগো মায়াময়ী,
বাঁধিলে দৃষ্টি, জানো কি তুমি?;
ও চোখে কেনো দূর্বার নেশা-
জানে কি তোমার আমি?
~ নীলকন্ঠ জয়(০২/০৯/২০১৩ ইং)।
২৫টি মন্তব্য
প্রিন্স মাহমুদ
আমার খুব ভাল লেগেছে ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ প্রিন্স ভাই।
শুভ কামনা। -{@
জিসান শা ইকরাম
চোখের জয়গান হচ্ছে নাকি ?
চোখ দেখেই প্রেমে পতিত ?
ভালো লেগেছে ।
নীলকন্ঠ জয়
জিসান ভাইয়া,
প্রেমে পতিত না। সম্ভবত প্রতারিতই হয়েছি। তবে সুন্দরের জয়গান না করে কি উপায় আছে। জয়তু সৌন্দর্য্য।
ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভেচ্ছা। -{@
আমার মন
শান্তি শান্তিময় কথা 🙂
নীলকন্ঠ জয়
শান্তি ধারা বর্ষিত হোক সকলের মনেই।
ধন্যবাদ আমার মন। 🙂
বনলতা সেন
চেষ্টা করে যান ধৈর্য্য নিয়ে । কিছু একটা হবেই ।
চলুক ।
নীলকন্ঠ জয়
চেষ্টা করে লাভ নাই। যেদিকে হাত বাড়াই সেদিকেই দেখি ‘বুকিং’ দেওয়া। হা !! নিয়তি !!! এই কি ছিলো মম ললাটে !!!!
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
শুভ কামনা।
নীলকন্ঠ জয়
প্রকাশ্যে না করলেও নিশ্চয়ই কেউ না কেউ মনের ভিতরে প্রশংসার ফুলঝুরি করছে ।
বলে ফেলবে হয়তো সময়-সুযোগ বুঝে।
ধন্যবাদ।
@ শুভ কামনা।
শুন্য শুন্যালয়
বুকিং নেই এমন চোখ খুজে বের করা শিখুন :@
নীলকন্ঠ জয়
সেই শিক্ষাটারই মনে হয় অভাব আছে। অভিজ্ঞ কেউ শিখিয়ে দিলে বড়ই উপকৃত হতাম।
ছাইরাছ হেলাল
এই সব ভুয়া চোখ থেকে চোখ নামিয়ে ফেলুন দ্রুত ।
অনেক জরুরী কাজ কিন্তু পড়ে আছে ।
নীলকন্ঠ জয়
যে চোখ টানে না চাইলেও মন সেখানেই আটকে যায়। দোষোটা মনে হয় বয়সের।
হ্যাঁ অনেক কাজ বাকি।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
রকিব লিখন
ও চোখে কেনো দূর্বার নেশা-
জানে কি তোমার আমি?
—- জানুক বা নাজুক কবিতা হয়েছে অপূর্ব।।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ রকিব ভাই।
শুভেচ্ছা।
খসড়া
চোখ তার কবে কার অন্ধকার বিদিষার নেশা
মুখ তার শ্রাবস্তির কারুকার্য।
নীলকন্ঠ জয়
জীবনানন্দ দাস চোখ নয়, চুলের প্রশংসা করেছেন খসড়া সাহেব। তবে আপনি মিলিয়েছেন বেশ।
সাধু সাধু… -{@
আদিব আদ্নান
যাক এ যাত্রা চৌক্ষের উপ্রে দিয়াই গেছে ।
আহারে , জীবন দেখছি শুঁকনো পাতা হয়ে যাচ্ছে ।
নীলকন্ঠ জয়
জীবনটা ঝরা পাতা হয়ে যাচ্ছে আদিব ভাই । কেমন আছেন?
শুভেচ্ছা। -{@
আদিব আদ্নান
অবশ্যই ভাল আছি ,
সামান্য ব্যস্ত ।
নীলকন্ঠ জয়
ভালো আছেন জেনে ভালো লাগলো।
ব্যস্ততাকে পাশ কাটিয়ে সময় দিচ্ছেন এটাইতো বড় পাওয়া আমাদের।
শুভেচ্ছা। -{@
সঞ্জয় কুমার
চোখ যে মনের কথা বলে ।
চোখের ভাষায় বলা যায় মনের অনেক অব্যাক্ত কথা ।
সুন্দর কবিতা
মোঃ মজিবর রহমান
চোখ সকল কথা বলে শেখায় প্রেম, মায়ামমতা, করুন চাহনী।
সৈয়দ আলী উল আমিন
সুন্দর কবিতা.
সিকদার সাদ রহমান
দারুন!