তোমাকে…

তেলাপোকা রোমেন ২৮ মার্চ ২০১৭, মঙ্গলবার, ০১:১৬:২৪পূর্বাহ্ন বিবিধ ৮ মন্তব্য

একটা একান্ত ব্যক্তিগত মৃত্যুর অপেক্ষা করতে করতে আমি ক্রমশ ঘুমিয়ে পড়ছি। এটা ঠিক আত্বহত্যা না। আমি আমার শরীরকে খুন করতে চাই। আমার আত্বাকে না। এই পথটা ঠিক ঠাউরে পাইনা। আমি তাই ব্যতিক্রমী কোন গল্প শুরু করি সিজোফ্রেনিয়াতে ভোগা কোন মাতাল মেঘের সাথে। সে আমাকে গতরাতে শুনিয়েছে বুনো কোন নক্ষত্রের প্রেমে পড়ে যাবার গল্প। আকাশগঙ্গার কোন প্রাচীন মানচিত্রে তাদের সংসারের গল্প। আমি তাকে কি শোনাবো?
আমার তো কিছুই নেই। না আমাকে দেওয়ার। না তোমাকে। আমার শুধুমাত্র কয়েকটা নার্সিসাসে ভোগা আমি আছে। আমার একটা ছাদ আছে। একটা একলা চিলেকোঠা। দূর কোন মফস্বলে যখন দুর্বিনীত কার্পাস ফেটে যায়, একটা ঝাউয়ের পাতা অন্য কোন পাতায় আছড়ে পড়ে তখনো আমি আমার ছাঁদে জেগে থাকি বিশুদ্ধতম আবেগ, শাদা সিগ্রেটের প্যাকেট আর এক ফ্লাক্স কফি নিয়ে। বরাবরের মত। এই গল্পটা ভীষণ একঘেয়ে!

৭৬৪জন ৭৬৩জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ