10438307_10206143676687294_2740816327129679006_n
তোমাকে বড়ো দরকার আমার।
ভীষণভাবে দরকার।
ঝকঝকে দিনের আলোয় যতো স্পষ্ট দৃশ্য চোখে পড়ে,
আবার সেই দিনের আলোকে যখন রাহু গ্রাস করে
গ্রহণ হয়,
অন্ধকারে ঢেকে যায় চারিদিক—
আর রাত তার নিকষ কালো শরীর নিয়ে এসে
ছিনিয়ে নিয়ে যায় ঘুম আমার,
অথবা শুক্লপক্ষ যখন কৃষ্ণপক্ষকে ধাক্কা দিয়ে সরিয়ে
জ্যোৎস্নায় ভিঁজিয়ে দেয় চারিদিক—-
এমন সময়গুলোতে তোমাকে বড়ো দরকার।

আসবে?
ঝড়ের মতো এসে আমায় নাড়া দিয়ে যাবে?
হাওয়ার মতো নেবে উড়িয়ে?
তোমার কাঁধে মাথা দেবে রাখতে?
রাত থেকে গোধূলি সারাটি সময়ে তোমায় যে দরকার আমার।
বড্ড পিপাসার্ত আছি,
জল হয়ে তৃষ্ণা মেটাও, মেটাবে?
অহংকারী মেঘের মতো থমকে থেকোনা।
বিদ্যুতের মতো চমক দিয়ে নেমে এসো,
এই যে দেখো এখানে শীতল পাটি আঁচল পেতে রেখেছি।
নিঃশব্দ অন্ধকারের অতলে পড়ে আছি আমি,
আমাকে তাই উঠিয়ে নিতে চলে এসো।
তোমাকে যে এখন বড্ড প্রয়োজন আমার।

হ্যামিল্টন, কানাডা
৩০ মে, ২০১৫ ইং।

আটলান্টিক এর পাড়ে যেখানে টাইটানিক ডুবেছিল সেখানে বসে আমি
ছবিটি তুলেছে আমার ছেলে নভোনীল তীর্থ ২০১১ সনে।

৮৫৯জন ৮৫৯জন

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ