তুহু মম তব

ভোরের শিশির ২৫ জানুয়ারি ২০১৪, শনিবার, ০২:০৫:৫১পূর্বাহ্ন বিবিধ ২৭ মন্তব্য

: ফীলিং সামথিং সামথিং, হেলৌ হানি বানি…

: মন কি যে চায় বলো…

: তুমি যে আমার, ওগো তুমি যে আমার…

: …হৃদ মাজারে রাখিবো, যেতে দেবো না…

 

সুধীজন,

গীত কলিতে করিয়াছি বর্ণন-চিত্তে লাগিয়াছে ফাগুনের উচাটন, কোকিল কুহু ডাকিয়া কহিতেছে-

: কুহু কুহু, কুউউউউ…কুউউউউউ-প্রিয়ে, চন্দ্রিমা জাগিয়াছে তোমারো নয়নে…জোছনা বিহারে চলিতেছি তোমারো মুখশ্রী পানে।

: বাঁশুরিয়া শুধাইলো- করিতেছ কি! বংশীতে চুম্বন বিনা সুর বাজিবে কি?

: কুহুহ কুহুহ, কুহুহ কুহুহ…কুউউউউউ…প্রিয়ে, চিত্ত মম তুহু বংশী। সুর ব্যঞ্জন চুমিবে কি?

: বাঁশুরিয়া হাসিয়া কহিলো- তুহু মম চিত্তে, বংশীতে নাচিবে নৃত্যে, জোছনা তব সঙ্গীতে!

: কুউউ, কুউউ কুউউ-প্রিয়ে, চন্দ্রিমা ফুটিয়াছে মম চিত্তে, তুহু মম বংশী, তুহু নম গীতে।

 

সুধীজন,

চিরযৌবনা চিত্ত জাগিয়াছে কুহু রবে, বাঁশুরিয়ার বংশীতে চন্দ্রিমা গাহিছে কোকিল কন্ঠে।

 

সুধীজন,

চিত্তে প্রেম সবে শুরু, আসনে উপবিষ্ট থাকুন-কহিয়াছে গুরু…

সুধীজন,

করিয়াছি আজি যাহা বর্ণন, করিয়াছেন যাহা কর্ণে শ্রবন, বুঝিবে সকলে-প্রেম চিত্তে-থাকিবে ইহা-তুহু মম চিত্তে আমরণ।

(ৎ)

৮২৯জন ৮২৯জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ