: ফীলিং সামথিং সামথিং, হেলৌ হানি বানি…
: মন কি যে চায় বলো…
: তুমি যে আমার, ওগো তুমি যে আমার…
: …হৃদ মাজারে রাখিবো, যেতে দেবো না…
সুধীজন,
গীত কলিতে করিয়াছি বর্ণন-চিত্তে লাগিয়াছে ফাগুনের উচাটন, কোকিল কুহু ডাকিয়া কহিতেছে-
: কুহু কুহু, কুউউউউ…কুউউউউউ-প্রিয়ে, চন্দ্রিমা জাগিয়াছে তোমারো নয়নে…জোছনা বিহারে চলিতেছি তোমারো মুখশ্রী পানে।
: বাঁশুরিয়া শুধাইলো- করিতেছ কি! বংশীতে চুম্বন বিনা সুর বাজিবে কি?
: কুহুহ কুহুহ, কুহুহ কুহুহ…কুউউউউউ…প্রিয়ে, চিত্ত মম তুহু বংশী। সুর ব্যঞ্জন চুমিবে কি?
: বাঁশুরিয়া হাসিয়া কহিলো- তুহু মম চিত্তে, বংশীতে নাচিবে নৃত্যে, জোছনা তব সঙ্গীতে!
: কুউউ, কুউউ কুউউ-প্রিয়ে, চন্দ্রিমা ফুটিয়াছে মম চিত্তে, তুহু মম বংশী, তুহু নম গীতে।
সুধীজন,
চিরযৌবনা চিত্ত জাগিয়াছে কুহু রবে, বাঁশুরিয়ার বংশীতে চন্দ্রিমা গাহিছে কোকিল কন্ঠে।
সুধীজন,
চিত্তে প্রেম সবে শুরু, আসনে উপবিষ্ট থাকুন-কহিয়াছে গুরু…
সুধীজন,
করিয়াছি আজি যাহা বর্ণন, করিয়াছেন যাহা কর্ণে শ্রবন, বুঝিবে সকলে-প্রেম চিত্তে-থাকিবে ইহা-তুহু মম চিত্তে আমরণ।
(ৎ)
২৭টি মন্তব্য
শুন্য শুন্যালয়
চিত্তে প্রেম সবে শুরু…হা হা হা বুঝিলাম তব লেখায় প্রেমগুরু… শুধু বুঝিলাম না ইহার মর্ম(ৎ), হইলো কুঞ্চিত মম ভুরু… 🙂
ভোরের শিশির নীতেশ
‘খন্ড ত’ পূর্ণ ত হইতে হইবে। তাই, রুপক অর্থে লিখিয়াছি ‘ৎ’। অর্থাৎ চলিবে 😉 এখনো সম্পূর্ণ হয় নি।
জানতে চাওয়ার জন্যে অনেক ধন্যবাদ 😀 -{@
রিমি রুম্মান
চিত্তে প্রেম সবে শুরু… কি শরমের কথা, প্রেমগুরু!
ভোরের শিশির নীতেশ
শিল্পমন বরাবরই উচাটন, ঘাস হতে অশ্রুজল-সর্বক্ষেত্রেই প্রেমে টলমল 😀 -{@ (3
মা মাটি দেশ
অনেক কঠিন কথা মাথায় ধরে না (y)
ভোরের শিশির নীতেশ
অনেক ভুল আছে মনে হয় তবে 🙁
ছাইরাছ হেলাল
কোকিলের টাইম তো হয়নি ,
এখনই কুহু ডাক !
ভোরের শিশির নীতেশ
প্রেম মানে না সময়ের বাঁধা 😀
মোঃ মজিবর রহমান
কঠিন শব্দবানে জর্জরিত নিকুঞ্জ বনে পাঠিয়ে দাও হে লেখক।
মআথায় গবর ঘেলু নায় ।
ভোরের শিশির নীতেশ
নিকুঞ্জে তো রাধা কুঠির বানিয়েছে। 😉
জিসান শা ইকরাম
বসন্ত আসার পূর্বেই কুহু কুহু 🙂
ভোরের শিশির নীতেশ
জিসান ভাইয়া, শব্দে বা বাক্য গঠনে ভুল থাকলে ধরিয়ে দিন প্লিজ ^_^
মোঃ মজিবর রহমান
সরি আমার মআথায় গবর ঘেলু নায় বুঝতে পারিনা সহজ ভাষা চাই।
ভোরের শিশির নীতেশ
আমি নিজেই তো ঘেলু ছাড়া 😀
হলুদ পরী সাদা নাকফুল
🙂 -{@
ভোরের শিশির নীতেশ
:T (y) 😀
খসড়া
তুমি রবে নিরবে হৃদয়ে মম।
ভোরের শিশির নীতেশ
(y) -{@ 🙂
নীলকন্ঠ জয়
এখনো শীতকাল আছে, বসন্ত আসতে দেন। তারপর কুহু কুহু রব তুলেন -{@
ভোরের শিশির নীতেশ
মনের প্রেম হৃতু মানেনা, প্রেয়সী কোকিল কন্ঠি হয়ে গান গাইতেও ছাড়ে না 😉 😀
ভোরের শিশির নীতেশ
মনের প্রেম ঋতু মানেনা, প্রেয়সী কোকিল কন্ঠি হয়ে গান গাইতেও ছাড়ে না 😉 😀
নিশিথের নিশাচর
অনেক কঠিন ভাষা বুঝিতে গিয়া দাঁতের ১২ টা…… বাসুরী !!!! আমার নাম ধরিয়া ডাকিলেন কেন হে গুরু ???
বাসুরী এখন আর বাঁশি বাজায় না।
ভোরের শিশির নীতেশ
:পি আপনার প্রেয়সী যে এখনো বাঁশুরির প্রেমেই মত্ত?? প্রেয়সি ডাকিয়াছে। বাঁশিতে ফু দিয়ে দিন 😉
কঠিন!!! 🙁 🙁 ;(
স্বপ্ন নীলা
কোকিল কি এখনই কুহ কুহ কুহ বলে ডাকা শুরু করে দিয়েছে,,,,,,,,
ভোরের শিশির নীতেশ
মনে প্রেম এলে প্রেয়সীর কন্ঠ কুহু ধ্বনি শোনায় বৈকি 😉
ড্রথি চৌধুরী
হাহাহাহা…… পাগল (y)
নীতেশ বড়ুয়া
ইয়ে মানে বুঝতে হবে এককালে পাগলের প্রলাপ কেমনতরো সরস ছিল :p