তুমি যা চাও তাই হবে

মোকসেদুল ইসলাম ২৫ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ১১:৪২:৩৮পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

তবে তাই হোক
তুমি যেমন চাও সেভাবেই হোক জীবনে শুরু
তোমার মনের আঙিনা জুড়ে উড়ুক লাল-নীল প্রজাপতি
ফুলের গন্ধে ভরে থাকা সকাল দিয়েই হোক দিনের শুরু।

ক্লান্ত পথিকের মতো চোখ বুজে থাকা অবারিত তপ্ত দুপুরে একপশলা সুখের বৃষ্টি ঝরুক শুষ্ক হৃদয়ে
প্রিয়জনের খোঁজে নীড়ে ফেরা অস্থির মনা পাখির মতোই মন হোক তোমার
বিকেলের ছায়ার মতোই দীর্ঘ হোক প্রতিক্ষার প্রহর।

অপেক্ষার প্রহর শেষে সন্ধ্যা রাতে তোমার কাছে ফিরবো শ্রান্ত পথিকের মতো করে
ঝুল বারান্দায় বসে অবাক করা চাঁদের আলো গায়ে মেখে গল্প করবো রূপকথার
জিয়নকাঠির ছোঁয়ায় যেমন করে ঘুম ভাঙ্গে ঘুমন্তপুরীর রাজকন্যার তেমনি করেই
তোমার নরম হাতের ছোঁয়ায় আদিম একটি বীজ বপন করবো ধরায়।

১১৪৯জন ১১৪৯জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ