ব্যবহারকারী নাম
পাসওয়ার্ড
মনে রেখো
কেউ অনলাইনে নেই!
তুমি যখন আড় চোখেতে >তাকাও আমার পানে >তোমার ভালোবাসা , তখন আমায় >তোমার দিকেই টানে ।
>তুমি যখন লাল টুক টুক >স্বপ্ন পরী সাজো >তখন থেকেই তোমার ছবি >আমার চোখে আজো ।
>শাহ আজিজুর রহমান….. ০৯-০৯-২০১২….১১ এম
বাহ! সহজ সরল ছন্দ দিয়ে আবেগের প্রকাশ ভালো লেগেছে ।
-{@
খুব ভালো লেগেছে ।
সুন্দর হয়েছে ।
চোখের ডাক্তার দেখিয়ে নিয়েছেন তো ?
ছোট সুন্দর পদ্য ভালো লেগেছে
ভালো লিখেছেন (y)
(y) -{@
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাহ!
সহজ সরল ছন্দ দিয়ে আবেগের প্রকাশ
ভালো লেগেছে ।
তুমি আমি এক
-{@
মিসু
খুব ভালো লেগেছে ।
আদিব আদ্নান
সুন্দর হয়েছে ।
ছাইরাছ হেলাল
চোখের ডাক্তার দেখিয়ে নিয়েছেন তো ?
শিশির কনা
ছোট সুন্দর পদ্য ভালো লেগেছে
ব্লগার সজীব
ভালো লিখেছেন (y)
প্রজন্ম ৭১
(y) -{@