তোমার দেখা নেই; অনেক দিন
নিশথীর বুক চিরে আজো শুনতে পাই তোমার ডাক
বসন্ত ফুলের উন্মাদনা আজ আর নেই
তবু লেগে আছে সমস্ত মনে সুগদ্ধি
মাটির ঘর ধসে গেছে মহাপ্লাবণে
বেত-খড় আর কিছু বাঁশ এখনো আছে আগের মত
শুধু তুমি নাই পাশে; রূপ মৃতিকার সাজে
মন গলে না; পঁচে না; বেঁচে থাকে অনেক বছর
এখনো আমার নিঃসঙ্গ বিকেল খেলা করে স্বপ্ন স্বপ্ন
এখনো আমার প্রতিটি যাত্রার প্রেরণা তুমি
এখনো আমার প্রতিটি সন্ধার প্রার্থনা তোমার তরে
এখনো আমার আত্মার প্রতিটি স্পন্দনে তোমার অনুভুূতি
একই পৃথিবীর তরঙ্গে দু’জনার বসবাস
একই পৃথিবীর আহার দু’জনার নিত্যসঙ্গী
একই পৃথিবীর স্বপ্ন দু’জনার চোখে আজ ভিন্ন
একই পৃথিবীর রং বদলের খেলায় তুমি পূর্ণ; আমি নিঃস্ব
১৪টি মন্তব্য
খসড়া
ভাল লাগল।
রকিব লিখন
ধন্যবাদ।।
শুন্য শুন্যালয়
সুন্দর …
রকিব লিখন
ধন্যবাদ।। -{@ -{@
নীহারিকা
ভালো লেগেছে।
রকিব লিখন
ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।।
লীলাবতী
ভালো হয়েছে আপনি আমি নিঃস্ব । সব নিংড়ে নিয়েছে সে। আপনি পূর্ণ থাকলেই সমস্যা , অন্যকে দেয়ার চিন্তা মাথায় আসার সম্ভাবনা থাকতো :p , সুন্দর কবিতা (y)
রকিব লিখন
কী দিব আমি
আছে কী আমার
হৃদয় জুড়ে শুধু হাহাকার।।
-{@ (y)
বনলতা সেন
শুধু নেই নেই করে ও লেখেন কিন্তু ভালই ।
এবারে আছে আছে লিখতে শুরু করুন ।
রকিব লিখন
আমার কিছু নাই লিখি তাই
আপনাকে ধন্যবাদ জানাই।। -{@
ছাইরাছ হেলাল
এ দেখছি এক ঝুড়ি না পাওয়া মাঝে নিঃস্ব হওয়া ।
এত সহজে ছাড়া ঠিক না ।
রকিব লিখন
কী করবো ভাই
ভয় হয় যদি মামলা খাই
তাই তাকে বিদায় জানাই।। (3
জিসান শা ইকরাম
কিরামাছেন স্যার ?
লেখা কিন্তু মিস করি ।
রকিব লিখন
অন্তর থেকে বলছি, আমিও আপনাকে মিস করি।।