তুমি নও আমার ভালবাসা।
তুমি নও আমার বেঁচে থাকার আশা।
তুমি নও আমার অনুপ্রেরণা।
তুমি নও আমার একান্ত-ভাবনা।
তুমি নও আমার হাসিকান্না।
তুমি নও আমার বিরহ-বেদনা।
তুমি নও আমার প্রাণের অনুভব।
তুমি নও আমার অন্তরের সৌরভ।
তুমি নও আমার অপেক্ষার প্রহর।
তুমি নও আমার সুখের নহর।
তুমি নও আমার আনন্দ উচ্ছ্বাস।
তুমি নও আমার একরাশ বিশ্বাস।
তুমি নও আমার লাল গোলাপ।
তুমি নও আমার কাঁটার আঘাতের প্রলেপ।
তুমি নও আমার সুখের ক্ষণ।
তুমি নও আমার আশার কিরণ।
তুমি নও আমার হৃদয়ের অনুরণন।
তুমি নও আমার ভালোবাসার আলোড়ন।
তুমি নও আমার মনের আকুলতা।
তুমি নও আমার হৃদয়ের ব্যাকুলতা।
তুমি নও আমার ভোরের আলো।
তুমি নও আমার জ্যোৎস্নার আলো।
তুমি নও আমার বর্তমান ভবিষ্যৎ।
তুমি কেবলই আমার অতীত।
আমার জীবনের কোথাও নেই তোমার উপস্থিতি।
কথার সাথে উপলব্ধির মিল পাচ্ছি না।
যে কিছুই নয় সে থাকে না অতীত, বর্তমান, ভবিষ্যতে।
থাকে না মনে, মননে, স্মৃতিতে, অক্ষরে।
তুমি নও কবিতায় তুমি ময় প্রকাশ হয়ে গেলো 🙂 🙂
শুভ কামনা 🌹🌹
* হৃদয় মন ভালবাসা ঠের পায়না তোমার অনুপস্থিতি *
এই লাইনে সম্ভবত *টের* লিখতে চেয়েছিলেন।
লেখক লেখেন নিজের অনুভব দিয়ে। পাঠক পড়েন নিজস্ব অনুভূতি দিয়ে। পাঠকের পাঠ-প্রতিক্রিয়ায় লেখকের বিনয়ী মনোভাব লেখাকে সার্থক করে তোলে। সমালোচনা সাদরে গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে।
৩০টি মন্তব্য
এস.জেড বাবু
বাহ্
নিদারুন মনোবল নিয়ে দুর্দান্ত কবিতা
মুগ্ধ আর মুগ্ধতা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর মন্তব্যের খুব অনুপ্রাণিত হয়েছি। ভালো থাকবেন। শুভ কামনা রইল।
তৌহিদ
কারো জন্য জীবন থেমে থাকেনা। যে ভালোবাসবে আমাকে বুঝেই বাসবে।
ভালো থাকুন ভাইয়া।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হ্যাঁ ভাইয়া সঠিক বলেছেন কারো জন্য জীবন থেমে থাকেনা। শুভ কামনা। ভালো থাকবেন ভাইয়া।
সাবিনা ইয়াসমিন
কথার সাথে উপলব্ধির মিল পাচ্ছি না।
যে কিছুই নয় সে থাকে না অতীত, বর্তমান, ভবিষ্যতে।
থাকে না মনে, মননে, স্মৃতিতে, অক্ষরে।
তুমি নও কবিতায় তুমি ময় প্রকাশ হয়ে গেলো 🙂 🙂
শুভ কামনা 🌹🌹
* হৃদয় মন ভালবাসা ঠের পায়না তোমার অনুপস্থিতি *
এই লাইনে সম্ভবত *টের* লিখতে চেয়েছিলেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর সমালোচনার জন্য ধন্যবাদ। আমার ব্যার্থতা আমার অনুভূতি সঠকভাবে উপস্থাপন করতে পারিনি মনে হচ্ছে আপনার। ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
লেখক লেখেন নিজের অনুভব দিয়ে। পাঠক পড়েন নিজস্ব অনুভূতি দিয়ে। পাঠকের পাঠ-প্রতিক্রিয়ায় লেখকের বিনয়ী মনোভাব লেখাকে সার্থক করে তোলে। সমালোচনা সাদরে গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
থেমে না থাকা জীবনে চলমানতায় একমাত্র সত্য যা আমাদের মানতে ই হয় ,
আর আমরা তা মানিও।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জীবন থেমে থাকেনি থাকবেও না । আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
তুমি নও আমার। শিরোনাম টা দারুন ছিল। এগিয়ে যান। সাথেই আছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সাথে আছেন আনন্দতি হয়েছি। হয়েছি উৎসাহিত। শুভ কামনা অফুরান।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জীবন থেমে থাকেনি থাকবেও না । আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
সামশুল মাওলা হৃদয়
সুন্দর
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ।
প্রদীপ চক্রবর্তী
ভালো লাগলো দাদা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইলো দাদা ।
ফয়জুল মহী
খুব সুন্দর লিখেছেন । জুতসই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালো থাকবেন ।শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
বর্তমান নিয়েই জীব, কিন্তু অতীত ও জীবনেরই অংশ।
খুব সুন্দর কবিত।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অবশ্য অতীতকে অস্বীকার করা যায় না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
বর্তমান নিয়েই জীবন, কিন্তু অতীত ও জীবনেরই অংশ।
খুব সুন্দর কবিতা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অতীতের ওপর বর্তমান আর ভবিষ্যত অনেকটা নির্ভরশীল। শুভ কামনা অফুরান।
সুরাইয়া নার্গিস
বাহ্!
দারুন লিখছেন পড়ে মুগ্ধ হলাম। আমি ভেবেই পাইনা সবাই এত ভালো করে লিখে কিভাবে! সবার লেখা পড়ে শেখার চেষ্টা করছি, এখনো শেখার অনেক কিছু বাকি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কি যে বলেন ! আপনিও তো ভালো লেখেন। ভালো থাকবেন । শুভ কামনা অফুরান।
জিসান শা ইকরাম
এমন ‘ তুমি ‘ লাগবেনা আমাদের 🙂
কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমরা এমন তুমি আসলে কেউই প্রত্যাশা করি না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । শুভ কামনা ।
আরজু মুক্তা
তুমি না থেকেও তুমিময় কবিতা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হ্যাঁ ঠিকই বলেছেন। শুভ কামনা রইল।
হালিম নজরুল
অতীত “তুমি” ভাল থাক। আপনিও ভাল থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ছোট কিন্তু সুন্দর মন্তব্য । হ্যাঁ অতীত তুমি ভালো থাকো। আমি আর আপনিও ভালো থাকবো ইন শা আল্লাহ্ । প্রীতিময় শুভেচ্ছা রইলো ।