তুমি নও আমার ভালবাসা।
তুমি নও আমার বেঁচে থাকার আশা।
তুমি নও আমার অনুপ্রেরণা।
তুমি নও আমার একান্ত-ভাবনা।
তুমি নও আমার হাসিকান্না।
তুমি নও আমার বিরহ-বেদনা।
তুমি নও আমার প্রাণের অনুভব।
তুমি নও আমার অন্তরের সৌরভ।
তুমি নও আমার অপেক্ষার প্রহর।
তুমি নও আমার সুখের নহর।
তুমি নও আমার আনন্দ উচ্ছ্বাস।
তুমি নও আমার একরাশ বিশ্বাস।
তুমি নও আমার লাল গোলাপ।
তুমি নও আমার কাঁটার আঘাতের প্রলেপ।
তুমি নও আমার সুখের ক্ষণ।
তুমি নও আমার আশার কিরণ।

তুমি নও আমার হৃদয়ের অনুরণন।

তুমি নও আমার ভালোবাসার আলোড়ন।
তুমি নও আমার মনের আকুলতা।

তুমি নও আমার হৃদয়ের ব্যাকুলতা।

তুমি নও আমার ভোরের আলো।
তুমি নও আমার জ্যোৎস্নার আলো।
তুমি নও আমার বর্তমান ভবিষ্যৎ।
তুমি কেবলই আমার অতীত।
আমার জীবনের কোথাও নেই তোমার উপস্থিতি।

তাই হৃদয় মন ভালবাসা টের পায়না তোমার অনুপস্থিতি।

তোমাকে ছাড়া জীবন আমার অচল এমন ভেবো না।

উত্তাল ঢেউ ঢিঙ্গিয়ে যেতে আমি আর ভয় পাই না।

৫৫৮জন ৪৩৩জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ