হাইওয়ের উপর দিয়ে হাওয়ার বেগে ছুটে চলে গাড়ি
এরমাঝে কিছু গাড়ি ধেয়ে যায় বেপরোয়া গতিতে
হৃদপিণ্ড কুঁকড়ে আসে, বাড়ে তার স্পন্দন
যদি কখনো সব কিছু হয় চূর্ণ-বিচূর্ণ কিংবা লণ্ডভণ্ড
হাসপাতালের মনিটরের পালস গ্রাফ’টা সরলরেখা হয় যদি
কিংবা থেমে যায় সকল স্পন্দন
ছোটোখাটো একটা ভূমিকম্প বয়ে যাবে হয়তো
তোমার শিরা-উপশিরা বেয়ে
কতো রিখটার স্কেল কম্পন হবে, জানিনা
তবে, তুমি জল ঝরিয়ো না যেন দু’চোখেতে ।
একলা প্রহরগুলোতে তোমার সান্নিধ্যে আসবো জেনো
দমকা বাতাস হয়ে ছুঁয়ে যাবো কখনো
কিংবা হঠাৎ বৃষ্টি হয়ে ভিজিয়ে যাবো
তুমি জল ঝরিয়ো না যেন দু’চোখেতে ।
২০টি মন্তব্য
নীহারিকা
এভাবে কত জীবন প্রতিদিন ঝরে যাচ্ছে। জল ঝরাবে না বললেই কি হয়? চোখের জল হয়তো ঝরবে না কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ চলবে সারাজীবন।
রিমি রুম্মান
হুম… তা-ও ঠিক …
শুন্য শুন্যালয়
খুব ভয় হয় আমার যখন দেখি সবাই গতীর প্রতিযোগিতায় ব্যস্ত…
এমন চিন্তা ভুলেও মাথায় আনবেন ন।। জল শুধু তার চোখে নয়, সবার চোখে ঝরবে …
রিমি রুম্মান
এমনটি হচ্ছে অহরহ… ধন্যবাদ অশেষ
বনলতা সেন
জল না ঝরিয়ে যে পারা যায় না ।
ভাল হয়েছে ।
রিমি রুম্মান
ভাল থাকা হোক… শুভ কামনা রইলো
প্রিন্স মাহমুদ
(y) দারুন
রিমি রুম্মান
কি দারুন…? জল ঝরানোটা ?
ছাইরাছ হেলাল
জীবনের ঝুঁকি নিয়েই জীবন সুন্দর ।
আমরা লণ্ডভণ্ড হই ই ।
সুন্দর লিখছেন এখন ।
রিমি রুম্মান
হুম… এমনটি না হোক কারো জীবনে…
খসড়া
ভাল লাগা কবিতা কি শুধু কষ্টেরই হয়।
রিমি রুম্মান
কষ্ট ছাড়া কবিতা দিবো পরবর্তীতে আপনার জন্যে … ভাল থাকুন নিরন্তর।
আদিব আদ্নান
কঠিন এক ভালোবাসার কথা বলছেন দেখছি ।
রিমি রুম্মান
“তুমি” টা কিন্তু যে কেউ হতে পারে… এটি একটি উপমা মাত্র…
আমীন পরবাসী
ঝরবে না জল দু’চোখের কোণে কোনদিন কারণ এই কষ্টে কোনো দিন জল আসার মত না। সকল আঁখিজল তখন শুকিয়ে যাবে রুপান্তরিত হবে লাল রক্তে যেটা শুধু বিচরণ শুধু হৃদয়ের অবগাহনেই বুঝা যাবে।
অসাধারণ কাব্য। শুভেচ্ছা নিবেন। আপনার কাব্যে খুব সুন্দর ভাবেই ফুটে উঠেছে নিত্য দিনের সড়ক দুর্ঘটনার নির্মম চিত্র এবং একই সাথে সফল ভাবেই তার অপেক্ষায় থাকা মানুষটির কথা। এক কোথায় অনেক অনেক ভাল লিখেছেন। ধন্যবাদ আবার প্রিয় কবি।
রিমি রুম্মান
গভীরে গিয়ে বুঝেছেন… আমার লেখার সারমর্ম … অনেক ধন্যবাদ …
মা মাটি দেশ
তুমি জল ঝরিয়ো না যেন দু’চোখেতে । -{@ (y) ঐটা ভাগ্যের খেলায় হায়াতের মেলা ।
রিমি রুম্মান
হুম… জীবন-মৃত্যুর উপর আমাদের কারোরই হাত নেই…
সীমান্ত উন্মাদ
আমার ভীতর চোখে জল ঝরানোর অনূভুতি মরে গেছে। তবুও কবিতায় উপলব্ধিটা ভালো লাগলো। শুভকামনা জানিবেন নিরন্তর।
রিমি রুম্মান
আহা অনুভূতিহীন মানুষ …!! আপনার জন্যও প্রার্থনা