তুমি চাইলে অনেক কিছু হতে পারতো আমাদের।
কেন মুখ ফিরিয়ে ছিলে?
আমি কি এতটাই অপাঙ্ক্তেয়।
তোমার নীল যৌবন আমার হৃদয় হরণ করেছিলো,
শুক্লা তিথির রাতে।
আমি তো অর্গল খুলেই রেখেছিলাম।
তুমি শুধু হাত বাড়ালেই হতো।
সবইতো বরাবরই ছিলে এক নিঃশ্বাস পরিমান কাছে।
তুমি কি জানো ?
তোমার চুলের ঘ্রাণ পাবার লোভে,
আমি তোমার পিছু পিছু ছুটেছি
শ্যমলী থেকে আজিমপুর অবধি কত শত বার?
এতো কাছে তবু ফিরে দেখনি আমায়।
তোমার অপরুপ মোহে,
বুকেতে তোলপাড় শুধু তোমার জন্য করে গেল আজীবন।
তুমি শুধু চাইলে না ফিরে মোহময়ী।
২৩টি মন্তব্য
এস.জেড বাবু
তোমার চুলের ঘ্রাণ পাবার লোভে,
আমি তোমার পিছু পিছু ছুটেছি
শ্যমলী থেকে আজিমপুর অবধি কত শত বার?
আহারে প্রেম-
প্রেমে পড়লে প্রেমিক কত কিছু না করে।
কতকিছুই না হতে পারতো।
চরম রোমান্টিক লিখা। সকাল সকাল মন ভরে গেল।
ইসিয়াক
শুভকামনা রইলো ভাইয়া।
সুপায়ন বড়ুয়া
“তোমার নীল যৌবন আমার হৃদয় হরণ করেছিলো,
শুক্লা তিথির রাতে।
আমি তো অর্গল খুলেই রেখেছিলাম।
তুমি শুধু হাত বাড়ালেই হতো। “
বিষাদে হয় নীল
শুক্লা তিথির রাতে
কেমনে হৃদয় হারে
কোন সে স্বপ্নীল ?
ভাল লাগলো শুভ কামনা।
ইসিয়াক
ধন্যবাদ ও শুভকামনা দাদা।
ত্রিস্তান
বাসে তার পেছনের সিটে বসে চুলের ঘ্রাণ নিতেন তাই না?
আমার অনুধাবনে এটা আজকের পড়া সেরা লেখা। অনেক ভালো লেগেছে❤️
ইসিয়াক
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা।
আরজু মুক্তা
কোন শ্যাম্পু ব্যবহার করেছিলো, বুঝেছেন?
হায়, প্রেম! তুমি বাতাসে ছড়ায় এলোচুলের মাতলামি!
ইসিয়াক
মনে হয় সানসিল্ক শ্যাম্পু ।
হা হা হা শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
তোমার চুলের ঘ্রাণ পাবার লোভে,
আমি তোমার পিছু পিছু ছুটেছি
শ্যমলী থেকে আজিমপুর অবধি কত শত বার?
আহ্ বেচারা প্রেমিক!
একবারও ফিরে দেখলো না?
দারুণ লিখেছেন
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা আপু।
ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
সবুরের মেওয়া উত্তম হয়,
তবে জীবন হয় ত্যানা ত্যানা!
ইসিয়াক
শুভকামনা রইলো ভাইয়া ।
ইসিয়াক
শুভকামনা রইলো ভাইয়া ।
রেহানা বীথি
হৃদয়হীনা মোহময়ী, প্রেমিক হৃদয় চুরমার করে দিলো!
খুব সুন্দর লিখেছেন।
ইসিয়াক
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
ভালো থাকুন সবসময় ।
সুপর্ণা ফাল্গুনী
হৃদয়হীনা সত্যিকারের প্রেম চিনতে পারলো না। শুধু চুলের ঘ্রাণ পেতে শ্যামলী থেকে আজিমপুর ছুটে বেড়ালেন! বড় কষ্ট লাগলো। ভালো থাকুন
ইসিয়াক
ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
নৃ মাসুদ রানা
এতোকিছুর পর আর কি কি হতে পারে
ইসিয়াক
দেখা যাক ভবিষ্যতে আর কি কি হয় ?
শুভকামনা।
ফয়জুল মহী
মনোরম ও মনোহর লেখা।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
দালান জাহান
সুন্দর লিখেছেন অনেক অনেক শুভকামনা
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন সবসময়।