তুমি এসো প্রিয় কোনো এক গ্রীষ্মের দুপুরে ,
প্ররণ্ড খরতাপে পোড়া ক্লান্ত-শ্রান্ত তৃষ্ণার্ত পথিকের বেশে।
আমি প্রেমের আবেশে সুশীতল করবো!
গ্রীষ্মের তাপদাহে চৌচির তোমার হৃদয় ভূমি।
তুমি এসো প্রিয় কোনো এক বর্ষার সকালে,
তুমুল জলে স্রোতে সব হারা আশ্রয়হীন বানভাসির বেশে।
আমি নিরাপদ আশ্রয় হবো,
ঘর বানিয়ে দেবো বুকের জমিনে।
তুমি এসো প্রিয় কোনো এক শরৎ প্রভাতে,
রাতের অবহেলায় ঝরে পড়া শিউলির বেশে।
আমি পরম মমতায় কুড়িয়ে নেবো ,
মালা গেঁথে জড়িয়ে রাখবো চুলে।
তুমি এসো প্রিয় কোনো এক হেমন্তের সন্ধ্যায়,
জীর্ণ শীর্ণ অযাচিত আগন্তুকের বেশে।
আমি ভালোবেসে তুলে নেবো গৃহে,
ভালবেসে আগলে রাখবো যতনে।
তুমি এসো প্রিয় কোনো এক শীতের রাতে,
শুভ্র তুষারপাতে জমে যাওয়া বরফের বেশে।
আমি বুকের উষ্ণ ওম দিয়ে বিগলিত করবো,
জড়িয়ে রাখবো শক্ত আলিঙ্গনে।
তুমি এসো প্রিয় কোনো এক বসন্তের বিকেলে,
প্রাণ উদাস করা মাতাল হাওয়ার বেশে।
আমি হৃদয়ের করিডোরে দাঁড়িয়ে,
চুল উড়াবো তোমার আলতো স্পর্শে।
তুমি যে বেশেই আসো প্রিয়,
গ্ৰহণ করবো হৃদয়ের দখিন বাতায়ন খুলে।
আসন দেবো মনের সিংহাসনে,
আজীবন আগলে রাখবো খুব যতনে।
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বসন্ত-ধ্বনি শুনিতে পাই
তব এই শেষ-শীতের যোগাসনে।
সুরাইয়া পারভীন
হাড় কাঁপানো শীতে
বসন্তের ধ্বনি শুনতে পায় কেবল প্রেমিকজনই
হা হা হা হা হা
ভালো থাকবেন সবসময়
রেহানা বীথি
আহা, কী মিষ্টি প্রেমের কবিতা! পড়ে মনটা ভালো হয়ে গেল।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓
ভালো থাকবেন সবসময়
ত্রিস্তান
আবার যদি আসি ফিরে কভু, তবে দেখা হবে,
এই পৃথিবীর হাজারো টানাপোড়েন শেষে-
কোন ক্লান্ত বিকেলে-গায়ে মেখে শান্ত রোদ্দুর,
আমি আসবো ফিরে তোমার আঙিনায় ।।
সুরাইয়া পারভীন
তুমি আসবে বলেই বুঝি,
প্রেয়সী মন অজস্র স্বপ্নের-
বীজ বুনেছে হৃদয় উঠান জুড়ে।
এসো তবে সময় হলে
লাল নয় তুলসী রাঙ্গা শাড়ি পরে
প্রতীক্ষায় থাকবে প্রেয়সী তোমার তরে
💓💓💓
ত্রিস্তান
তবে বকুল তলায় ঝরে পড়া একটা বকুলও মাড়িও না যেন।
সুপায়ন বড়ুয়া
“আমি পরম মমতায় কুড়িয়ে নেবো ,
মালা গেঁথে জড়িয়ে রাখবো চুলে।“
হারাতে দিব না আপু
কোন তুচ্ছ ভুলে।
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
মিষ্টি মিষ্টি প্রেম, আহ্বান। খুব ভালো লাগলো। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
নৃ মাসুদ রানা
শীতের পুলি পিঠা না বানিয়ে এভাবে ‘তুমি এসো প্রিয়’ বললে ব্যাপারটা অন্যরকম লাগে।
সুরাইয়া পারভীন
প্রিয় যদি না আসে তবে পিঠেপুলি বানায় কাহার তরে
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ইসিয়াক
তুমি যে বেশেই আসো প্রিয়,
গ্রহন করবো হৃদয়ের দখিন বাতায়ন খুলে।
আসন দেবো মনের সিংহাসনে,
আজীবন আগলে রাখবো খুব যতনে।
মিষ্টি প্রেমের কবিতায় ভালো লাগা।
শুভকামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
শবনম মোস্তারী
বাহ্ । ঋতু তে ছয় ধরনের আহ্বান….
খুব রোমান্টিক একটি কবিতা..
ভালো লাগলো আপু..
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাবী
ভালো থাকবেন সবসময় 💓
ফয়জুল মহী
মনোহর লেখা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
আরজু মুক্তা
গরম গরম ভাঁপা পিঠা ছাড়া যাবো না!
শুভকামনা আপি। ভালো লেগেছে কবিতা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা
আপু ঠিক আছে গরম গরম ভাবা পিঠা অবশ্যই থাকবে।
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
মনির হোসেন মমি
তুমি এসো প্রিয় কোনো এক শরৎ প্রভাতে,
রাতের অবহেলায় ঝরে পড়া শিউলির বেশে।
আমি পরম মমতায় কুড়িয়ে নেবো ,
মালা গেঁথে জড়িয়ে রাখবো চুলে।
প্রতিটি প্যারায় দারুণ অনুভুতি। চমৎকার কবিতা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
এস.জেড বাবু
আহা !
এ যেন কবিতা নয় !
মহা ধুমধামে নিমন্ত্রনের আয়োজন।
লোমহর্ষক চুম্বকীয়তায় সাজানো কথাকাব্য।
দারুন।
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ মন্তব্য!
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময় ভাইয়া
দালান জাহান
আরক্তিম আকুতিপূর্ণ চাও। আমি চাই তুমি শুধু এসো। খুব সুন্দর কবিতা ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়