তুমি আজ ছুটিতে
থমকে আছে অফিস আজ
সব কাজই যেন দুটিতে।
নেট-মডেমও চাইছে ছুটি
মন নেই কোন কাজে
এই আছে নেট এই গেল চলে
পারফরমেন্স খুবই বাজে।
ল্যাপটপও হ্যাং হয়েছে দুবার
চাইছে ছুটি সেও
মন ভালো নেই ওদের কারো
করবে না কাজ কেউও।
প্রিন্টার সেতো বসেই থাকে
মন নেই তারও ভালো
ব্ল্যাক নজেলে জ্যাম করেছে
ছাড়বে না সে কালো।
তুমিই বলো কি করি এখন
কি করে বোঝাই তাদের?
বুঝছি এখন নিজেই আমি
কে বোঝায় এখন কাদের!
তুমি ছাড়া অফিস লাটে উঠতে কতদিন!
উপলব্ধি আমার নিজ।
ছুটিতে তুমি যেওনাকো আর
নিওনা ছুটি প্লিজ!
বুঝেছি ভাইয়া, আপনার সব কিছুই আজ তুমিময় হয়ে গিয়েছে।সারাক্ষন পাশে দেখতে চান কাউকে। সব কিছু বর্নহীন আজ সে ছুটিতে বলে -{@ কবিতা ভালো লেগেছে। সহজ সরল স্বীকারোক্তি 🙂
হুঁম। ঠিকই ধরেছেন। আজ বুঝতে পারছিনা কোন টাইটেলটা বেশি যায় তার সাথে – ব্যক্তিগত সহকারী, সহকারী, মেন্টর, উৎসাহদাতা, টিম প্লেয়ার নাকি এর চেয়েও বেশি কিছু, অন্যকিছু। আপনাকে ধন্যবাদ।
সঞ্জয়, ধন্যবাদ আপনাকে। আসলে আমি একজন গান পাগল মানুষ – মনে সব সময় কিছু বিট ঘোরাফেরা করে। লেখায় ছন্দ সাজাতে পারলে আমারও মন্দ লাগেনা। লেখাটি আপনার ভালো লেগেছে এ আমার অনেক বড় প্রাপ্তি। শুভ কামনা আপনার জন্য।
৩১টি মন্তব্য
সোনিয়া হক
বুঝেছি ভাইয়া, আপনার সব কিছুই আজ তুমিময় হয়ে গিয়েছে।সারাক্ষন পাশে দেখতে চান কাউকে। সব কিছু বর্নহীন আজ সে ছুটিতে বলে -{@ কবিতা ভালো লেগেছে। সহজ সরল স্বীকারোক্তি 🙂
অরণ্য
হুঁম। ঠিকই ধরেছেন। আজ বুঝতে পারছিনা কোন টাইটেলটা বেশি যায় তার সাথে – ব্যক্তিগত সহকারী, সহকারী, মেন্টর, উৎসাহদাতা, টিম প্লেয়ার নাকি এর চেয়েও বেশি কিছু, অন্যকিছু। আপনাকে ধন্যবাদ।
সোনিয়া হক
এর চেয়েও বেশি কিছু, অন্যকিছু -{@ -{@ দুজনের জন্য দুটো ফুল 🙂
অরণ্য
হাসালেন। নিলাম আপনার দুটো ফুলই।
সোনিয়া হক
একটা আবার আসেনি :p এই -{@ যে -{@ নিন 🙂 আপনার কিন্তু একটি। আপনার অন্য কিছুকে দিবেন একটি।
অরণ্য
আপনি নিশ্চন্ত থাকুন। ঠিক ঠিক পৌঁছে দেব। 🙂
ছাইরাছ হেলাল
খুব সুন্দর।দেখবেন, আপনি যেন আবার আমাদের কাছ থেকে ছুটি-ছাটা চেয়ে না বসেন।
তা কিন্তু দিচ্ছি না।
অরণ্য
না ছাইরাছ ভাই, ছুটি-ছাটার কোন প্ল্যান মাথায় নেই। ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যটিতে বেশ আপন আপন ভাব আছে। এ সোনেলা রেখে ছুটিতে যাওয়ার কোন মানেই হয় না।
স্বপ্ন নীলা
অসাধারণ লেখনি আপনার ——চালিয়ে যান সুন্দর লেখা
অরণ্য
ধন্যবাদ স্বপ্ন নীলা। এমন মন্তব্য আমাদের মত ডায়েরী লেখক বা পুরান আমলের পত্র লেখকদের অনেক বড় পাওয়া। সব লেখা হয়তো ভালো হবে না আমি জানি, তবুও লিখে যাব।
সঞ্জয় কুমার
সুন্দর ছন্দে সাজিয়েছেন । । ভালো লেগেছে ।
অরণ্য
সঞ্জয়, ধন্যবাদ আপনাকে। আসলে আমি একজন গান পাগল মানুষ – মনে সব সময় কিছু বিট ঘোরাফেরা করে। লেখায় ছন্দ সাজাতে পারলে আমারও মন্দ লাগেনা। লেখাটি আপনার ভালো লেগেছে এ আমার অনেক বড় প্রাপ্তি। শুভ কামনা আপনার জন্য।
মামুন
সুন্দর লিখেছেন। অন্ত্যমিলগুলো বেশ লাগল।
শুভকামনা রইলো কবি!
অরণ্য
মামুন ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাদের ভালো লাগছে, সেই আমার বড় পাওয়া। কেন জানি আপনার কবি সম্বোধনটি আমি বেশ উপভোগ করি। ভালো থাকবেন।
মামুন
ওয়েলকাম প্রিয় কবি!
আপনিও ভালো থাকবেন। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ছুটিতে তুমি যেওনাকো আর
নিওনা ছুটি প্লিজ!
হ্যা আপনাকে বলছি https://sonelablog.com/?author=1719 #অরণ্য।
অরণ্য
ধন্যবাদ মনির ভাই। আমি কোন ছুটি-ছাটাতে যাচ্ছিনা। আছি।
খেয়ালী মেয়ে
আহা!!কি আকুল আবেদন ‘তুমি আর ছুটি নিওনা প্লীজ’ (y)
অরণ্য
খেয়ালী মেয়ে, ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আকুলতা একটু বেশিই ছিল। কতটা ফুটে উঠেছে জানিনা।
জিসান শা ইকরাম
ছন্দের কবিতা ভালো পাই
সহজ সরল ভাবে লিখেছেন
ভালো লেগেছে।
ছুটি নেয়া চলবেনা
অবশ্য ছুটি না হলে
এমন কবিতা পাবোনা 🙂
অরণ্য
জিসান ভাই, আপনাদের মন্তব্য পড়ে খুব ভালো লাগছে। ঠিকই বলেছেন “ছুটি নেয়া চলবেনা” আর ছুটি না নিলে তার এত বড় অবস্থানটা আমি এভাবে টেরও পেতাম না।
জিসান শা ইকরাম
অতএব ছুটি নিক সে 🙂
অরণ্য
😀 ঠিক আছে মানলাম। মাঝে মাঝে এরকম ছুটি না নিলে হৃদয়ের এক্সারসাইজ হবে কি করে!
শিশির কনা
সহজ সরল একান্ত অনুভুতিতে ভালো লাগা জানালাম।
অরণ্য
ধন্যবাদ আপনাকে।
শুন্য শুন্যালয়
কে ছুটিতে গেলো ভাই? নিজের মন নাকি?
না না এরকম অফিস লাটে উঠিয়ে ছুটি নেয়া একদম উচিত নয়। এরপর থেকে ছুটির আবেদন ক্যান্সেল।
বেশ মজার কবিতা -{@
অরণ্য
ভালো পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
মরুভূমির জলদস্যু
-{@ মন ভালো নেই ওদের কারো
করবে না কাজ কেউও। -{@
এটাই প্রতি দিনের চিত্র।
অরণ্য
খুবই চিন্তার বিষয়! আমার তো একদিনেই আমি যা টের পাবার পেলাম। প্রতিদিন একই চিত্র ভাল নয়। কমিউনিকেট করুন। শুভ কামনা রইল আপনার জন্য।
মোঃ মজিবর রহমান
সুন্দর লিখেছেন।
ছুটি নেওয়া জাবেনা।
পাশে পেলেই চমক ভাবে
হবে জীবন ।
সুন্দর অনুভুতি।
অরণ্য
ধন্যবাদ মজিবর ভাই। বুঝলাম ছুটি নেয়া যাবেনা, কখনও কখনও ছুটি দেয়াও বোধহয় ঠিক হবে না।