তুমি আর ছুটি নিওনা প্লিজ

অরণ্য ১৮ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ১১:৪৪:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩১ মন্তব্য
তুমি আজ ছুটিতে
থমকে আছে অফিস আজ
সব কাজই যেন দুটিতে।
নেট-মডেমও চাইছে ছুটি
মন নেই কোন কাজে
এই আছে নেট এই গেল চলে
পারফরমেন্স খুবই বাজে।
ল্যাপটপও হ্যাং হয়েছে দুবার
চাইছে ছুটি সেও
মন ভালো নেই ওদের কারো
করবে না কাজ কেউও।
প্রিন্টার সেতো বসেই থাকে
মন নেই তারও ভালো
ব্ল্যাক নজেলে জ্যাম করেছে
ছাড়বে না সে কালো।

তুমিই বলো কি করি এখন
কি করে বোঝাই তাদের?
বুঝছি এখন নিজেই আমি
কে বোঝায় এখন কাদের!
তুমি ছাড়া অফিস লাটে উঠতে কতদিন!
উপলব্ধি আমার নিজ।
ছুটিতে তুমি যেওনাকো আর
নিওনা ছুটি প্লিজ!

১জন ১জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ