তুমি আছো বলে

আসমাউল ২৩ ফেব্রুয়ারি ২০১৪, রবিবার, ০২:২৮:৩০অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

বিষণ্ণ দুপুরটাকে বেশী ভালোবাসি
তোমায় মনে পড়ে বলে

কুয়াশা ঘেরা সকাল বেশী ভালবাসি
লুকিয়ে থাকো সেথায় বলে

ঝিমিয়ে পড়া বিকেল ছুঁয়ে যায় দুচোখ
নিঃসঙ্গে তুমি সঙ্গী বলে

নিজেকে বড্ড বেশী ভালো লাগে
তুমি আমার আছো বলে।

৭১০জন ৭১০জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ