মনে পরে সেই দিনের কথা?
তুমি পরে ছিলে নীল শাড়ী
হাটছিলে কাশবনে একা
দুই দিকে বইছিল আমার ছায়ার নদী…
…………………………………………….
আমি বলেছিলাম,হাতটা দেবে আমায়!
তুমি বলেছিলে, ভালবাসি তোমায়!
মেঘ না চাইতেয় বৃষ্টি যেমন নামে
আমারো হয়েছিল তাই, তোমার হাতটি ধরে।
…………………………………………….
হাটছিলাম আমরা স্বপ্ন নিয়ে
চলে যাব নীল আকাশে দুজন মিলে
জমানো বেদনা সব বলবো উজার করে
জীবন কাটিয়ে দেব স্বপ্নের মায়াজাল বুনে!
……………………………………………..
আজ তোমায় অনেক বেশি অনুভব করছি
কাঁধে তুলে নিয়েছি অনেক না বলা কষ্টের বহর
তুমি কি দেখছো আমায় সেই আকাশ হতে
আমি আজো আছি মন তোমার আশায় বসে।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর কোমল সহজ এক আবেগি কবিতা ।
আমার মন
হয় না তো ভাই : ;?
তওসীফ সাদাত
খুব সাধারণ কিছু কথায় সুন্দর কিছু আবেগ 🙂
আমার মন
🙂
ছাইরাছ হেলাল
মাথার দিব্যি ছিল বুঝি , তাই বসে আছেন ।
এই সব বসা-বসি বাদ ।
কবিতা হতেই হবে এমন কোন দায় কেন নিতে হবে ?
না হলে না হবে , তবুও চলবে মন যদি চায় ।
আমার মন
এইটা ঠিক বলছেন, কবিতা হতেই হবে এমন আইন নাই।
মনের অনুভুতির প্রকাশ টা একটা বিষয়।
আদিব আদ্নান
আপনি আশায় বসে বা দাড়িয়েও থাকতে পারেন , তা থাকুন ।
দেখবেন হাত-পায়ে শিকড় গজিয়ে যেন না যায় ।
আমাদের দিয়ে বসে অপেক্ষা-টপেক্ষা করা হবে না ।
ভালো ভালো……
আমার মন
শিকর গজালে তো নড়তে পাবর না। তাই এখনই বেশি বেশি নড়ে নিই, নাকি বলেন! \|/
খসড়া
ভাল।
আমার মন
🙂 ;?
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর
আমার মন
🙂 :v