আমার হারানোর তো কিছুই নেই
বরং তুমিই হারিয়েছো অনেক কিছুই
প্রেম….
ভালোবাসা……
কিছু স্মৃতি…….
সুখের অনুভূতি…….
মনের আকাশ জুড়ে এক চিলতে উঠোন
বোধহয় জিভের জলও হারিয়ে ফেলেছো।
তাই বোধহীন হয়েছে তোমার চনমনে বিবেক
এখন সব লজিক তোমার কাছে পরাজিত হলেও
আমিই হয়েছি জয়ী।
৩টি মন্তব্য
অলিভার
প্রেম, ভালোবাসা আর অনুভূতি গুলি নিয়ে একজন কেউ হেরে যায় না। হারলে দুই পক্ষই হারে। আর কেউ যদি ইচ্ছে করেই ছাড়িয়ে নিতে চায় এইসব মায়া থেকে আর অন্যজনকে শূন্যতায় ডুবিয়ে দিয়ে যায় তাহলে সত্যিকার অর্থেই পরাজয় সে অনেক আগেই মেনে নিয়েছিল মন থেকে।
-{@
স্বপ্ন নীলা
আমি অলিভার এর সাথে সম্পূর্ণ একমত —
আপনার জন্য শুভকামনা রইল
প্রজন্ম ৭১
(y) -{@