আমার হারানোর তো কিছুই নেই
বরং তুমিই হারিয়েছো অনেক কিছুই

প্রেম….

ভালোবাসা……

কিছু স্মৃতি…….

সুখের অনুভূতি…….

মনের আকাশ জুড়ে এক চিলতে উঠোন
বোধহয় জিভের জলও হারিয়ে ফেলেছো।

তাই বোধহীন হয়েছে তোমার চনমনে বিবেক
এখন সব লজিক তোমার কাছে পরাজিত হলেও

আমিই হয়েছি জয়ী।

৪৫১জন ৪৫১জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ