তুই আমিঃ বন্ধুতা

মেহেরী তাজ ১২ জানুয়ারি ২০১৫, সোমবার, ০১:১৯:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

-কি রে ভালো আছিস? পেত্নী!
– চাষা আমি ভালোই আছি।
– জিজ্ঞেস করলিনা আমি কেমন আছি?
– না জিজ্ঞেস করার কি আছে?
– দেখতেই পাচ্ছি ভাল আছিস।
– ভুত্নী একটা তো। তাইতো বলবি।
– আমি তো ভুত্নী ই। তুই জানিস সেটা। তাইলে আবার বলিস ক্যান?
– অ অ অ মহারানী থাম। ঝগড়া করিস না।
– আমি মোটেই ঝগড়া করছি না।
– আচ্ছা থাম। বল আজ কই যাবি?
– তুই বল কই গেলে ভালো হয়?
– অফিসের কি টিফিন ব্রেক? না কি এক বারে ছুটি?
– ছুটি!
– চল আজ লালবাগকেল্লা যায়।
– কতক্ষণ লাগবে?
– উম্ম ২৭এ একটা জ্যাম, আর সায়েন্স ল্যাবের ওখানে একটা জ্যাম। আরো দু একটা পরবে মাঝখানে। ঘন্টা দুয়েক লাগবে আর কি?
– ওই আমার সাথে ইয়ারকি মারিস? লাগবে না তোর লালবাগকেল্লা। চল নীলক্ষেত যাবো।
– চল যাই।
-:-

– কিরে ছাগল? কতক্ষন থেকে আমি তোর ভার্সিটির সামনে দাঁড়ানো সে কি তুই জানিস।!?
-সরি সরি সরি। আই এম লেট। জ্বি মহারানী জানি। পাক্কা পচিঁশ মিনিট।
– খাবো। আমার খুব ক্ষুধা লাগছে। কই বসবি?
– আপনি বলেন!
– আমি জানি না। তুই বল কই?
– কি খাবি?
– তোর মাথা। আমি বলি নাই আমার খুব ক্ষুধা লাগছে?
– প্লিজ ম্যাডাম। আপনার সামনেই আছে।
– থাপ্পড় খাবি?
– ঠান্ডা পানি খাবি?
– হ্যা।
– নে ধর।
– জানলি কি ভাবে?
– বুঝি বুঝি। তোর কাছে কি গরম পানি হবে?মানে আমার ঠান্ডা পানি খাওয়া হবে না তোর পানি টা দে!
– নে।
– চল আজ মোহাম্মদ পুরে গিয়ে খাবো। তোর পছন্দের তেহেরী।
– চল যাই।
– চন্দ্রিমা তে বসবি?
– না অফিস আছে !
-:-

– হ্যালো।
– কি রে পেত্নী কাল কি বের হতে পারবি? শুক্রবার।
– আমি জানি কাল শুক্রবার। তোর মনে না করায়ে দিলেও চলবে।
– আচ্ছা ঠিক আছে। বল পারবি?
– না পরবো না। কাল আমার বিকেলে ডিউটি পরেছে।
– অ। তাহলে দুপুরে এক সাথে খাবো। সেটা পারবি তো নাকি?
– আচ্ছা ঠিক আছে।
-:-

তোর আমার ফ্রেন্ডশিপ টা যদি এখন ও থাকতো তাহলে বুঝি এমনই কিছু কথা বার্তা হতো তাই না?

কেমন আছিস?
তোর মহারানী ভালোই আছে।

৬৫৬জন ৬৫৬জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ