-কি রে ভালো আছিস? পেত্নী!
– চাষা আমি ভালোই আছি।
– জিজ্ঞেস করলিনা আমি কেমন আছি?
– না জিজ্ঞেস করার কি আছে?
– দেখতেই পাচ্ছি ভাল আছিস।
– ভুত্নী একটা তো। তাইতো বলবি।
– আমি তো ভুত্নী ই। তুই জানিস সেটা। তাইলে আবার বলিস ক্যান?
– অ অ অ মহারানী থাম। ঝগড়া করিস না।
– আমি মোটেই ঝগড়া করছি না।
– আচ্ছা থাম। বল আজ কই যাবি?
– তুই বল কই গেলে ভালো হয়?
– অফিসের কি টিফিন ব্রেক? না কি এক বারে ছুটি?
– ছুটি!
– চল আজ লালবাগকেল্লা যায়।
– কতক্ষণ লাগবে?
– উম্ম ২৭এ একটা জ্যাম, আর সায়েন্স ল্যাবের ওখানে একটা জ্যাম। আরো দু একটা পরবে মাঝখানে। ঘন্টা দুয়েক লাগবে আর কি?
– ওই আমার সাথে ইয়ারকি মারিস? লাগবে না তোর লালবাগকেল্লা। চল নীলক্ষেত যাবো।
– চল যাই।
-:-
– কিরে ছাগল? কতক্ষন থেকে আমি তোর ভার্সিটির সামনে দাঁড়ানো সে কি তুই জানিস।!?
-সরি সরি সরি। আই এম লেট। জ্বি মহারানী জানি। পাক্কা পচিঁশ মিনিট।
– খাবো। আমার খুব ক্ষুধা লাগছে। কই বসবি?
– আপনি বলেন!
– আমি জানি না। তুই বল কই?
– কি খাবি?
– তোর মাথা। আমি বলি নাই আমার খুব ক্ষুধা লাগছে?
– প্লিজ ম্যাডাম। আপনার সামনেই আছে।
– থাপ্পড় খাবি?
– ঠান্ডা পানি খাবি?
– হ্যা।
– নে ধর।
– জানলি কি ভাবে?
– বুঝি বুঝি। তোর কাছে কি গরম পানি হবে?মানে আমার ঠান্ডা পানি খাওয়া হবে না তোর পানি টা দে!
– নে।
– চল আজ মোহাম্মদ পুরে গিয়ে খাবো। তোর পছন্দের তেহেরী।
– চল যাই।
– চন্দ্রিমা তে বসবি?
– না অফিস আছে !
-:-
– হ্যালো।
– কি রে পেত্নী কাল কি বের হতে পারবি? শুক্রবার।
– আমি জানি কাল শুক্রবার। তোর মনে না করায়ে দিলেও চলবে।
– আচ্ছা ঠিক আছে। বল পারবি?
– না পরবো না। কাল আমার বিকেলে ডিউটি পরেছে।
– অ। তাহলে দুপুরে এক সাথে খাবো। সেটা পারবি তো নাকি?
– আচ্ছা ঠিক আছে।
-:-
তোর আমার ফ্রেন্ডশিপ টা যদি এখন ও থাকতো তাহলে বুঝি এমনই কিছু কথা বার্তা হতো তাই না?
কেমন আছিস?
তোর মহারানী ভালোই আছে।
২৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
স্মৃতিচারণ!
কোথায় যেন কী একটুখানি!
মেহেরী তাজ
ভালো বন্ধুর জন্য ‘ কোথায় যেন কী একটুখানি ‘ থাকেই 🙂
অরণ্য
বলতে ইচ্ছে করছে “চলছে গাড়ি যাত্রাবাড়ি! হে! হে! হে!” । (y)
মেহেরী তাজ
যাত্রাবাড়ি কেন ভাইয়া? ^:^
অরণ্য
ও কিছু নয়রে খুকি
বুঝিয়েছি তোর গতি।
থামিস নে আর, থামতে নেই
নিস না কোন ক্ষতি।
মেহেরী তাজ
😀 -{@
ব্লগার সজীব
শুধু কথা দিয়ে সম্পর্কের গভীরতা বোঝানো।দারুন পোষ্ট ওস্তাদ।ফ্রেন্ডশীপ টা গেলো কেন?এত সুন্দর বন্ধুতা। -{@
মেহেরী তাজ
ধন্যবাদ শিষ্য। জগতটাই যে একদিন ধ্বংস হয়ে যাবে,বন্ধুত্ব কোন ছাড়? 😀
হৃদয়ের স্পন্দন
এমন বন্ধু পেলাম ন কোনোকালে
মেহেরী তাজ
এমন বন্ধুত্ব ভাগ্যের বিষয় 🙂
স্বপ্ন নীলা
সুন্দর এবং সাবলীল—–বন্ধুত্ব জোড়া লাগুক—–
মেহেরী তাজ
ধন্যবাদ আপু -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
স্মৃতির ডায়রী ভাল লাগল -{@
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া -{@
প্রজন্ম ৭১
বন্ধুত্বের জয় হোক -{@
মেহেরী তাজ
ধন্যবাদ প্রজন্ম ভাইয়া -{@
খেয়ালী মেয়ে
ফ্রেন্ডশিপটা এখন কেনো নেই?…কৌতূহলী প্রশ্ন 🙂 যাক মহারানী ভালো আছে জেনে ভালো লাগলো…
মেহেরী তাজ
মহারানী ভালো থাকাটাই আসল, অন্য সব কিছু অবান্তর 🙂 ধন্যবাদ আপু -{@
জিসান শা ইকরাম
বন্ধু এমনই হয়
দারুন কথোপকথন এর মাঝে সুন্দর বন্ধুত্বপুর্ন সম্পর্কে ধারনা পাওয়া যায়।
বন্ধুতা বজায় থাকুক।
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া 🙂
নীলাঞ্জনা নীলা
মেহেরী তাজ,এমন জমজমাট আকর্ষনীয় ভাবে কথোপকথন উপস্থাপনের জন্য আমি মুগ্ধ।আমার ধারনা আপনি নাটকের ভালো সংলাপ লেখতে পারবেন।চেষ্টা করে দেখবেন নাকি? এমন বন্ধুর জন্য অপেক্ষা করি আমরা সারাজীবন। -{@ (y)
মেহেরী তাজ
নীলা দিদি,আমি আপনার অহম আর তিরির লেখা পড়ে চেষ্টা করে দেখলাম কেমল মাত্র।আপনার প্রশংসায় লজ্জা পেলাম দিদি।ধন্যবাদ -{@
ছারপোকা
ভাল লেগেছে ।
মেহেরী তাজ
ধন্যবাদ ছারপোকা।
শুন্য শুন্যালয়
মহারানীর উপর বিশ্বাস আছে, সে ভালো থাকবে। জ্বলে পুরে মরুক গে সব, আইসক্রিম না খাওয়ানোর ফল ভোগ করুক। সুইট কথোপকথন।
মেহেরী তাজ
আপু মহারানী ভালো আছে……. 🙂