একটি অগ্নিময় ভাষাই যথেষ্ট স্থবির, তিমিরাচ্ছন্ন জাতিকে শতাব্দীর মোহনিদ্রা থেকে জাগ্রত করতে। আগে নিজে প্রস্তুত হই, তারপর অপরকে তৈরি করি। আমাদের মনে রাখতে হবে– থ্রি এইচ ফর্মুলা; ‘হেড, হার্ট এন্ড হ্যান্ড’। এই তিনটি বিষয়ের সঠিক ব্যবহার জানলে আপনি হবেন অসীম সম্ভাবনার অধিকারী। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি- আপনিও নির্মিত হবেন আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। শত অভাব আর হতাশা থাকুক, একদিন সবকিছু অতিক্রম করে জয়ী নিশ্চয়ই হবেন। মনে রাখবেন- আমরা কেউ পরাজিত হওয়ার জন্য জন্মায়নি। মানুষের ধর্ম তার কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত, সেখানে পৌঁছানোর জন্য অবশ্যই ত্যাগ, তিতিক্ষা আর তপস্যা লাগে। সত্যিকার্থে কারো চাওয়া কখনো অপূর্ণ থাকে না, কারণ মানুষ যা চেষ্টা করে, সে তাই পায়।
২টি মন্তব্য
হালিমা আক্তার
দারুন বলেছেন। থ্রি এইচ ফর্মুলা। শুভ কামনা রইলো।
নার্গিস রশিদ
চমৎকার লেখা,ভাল থাকবেন ,শুভ কামনা।