
নিজের লিখনশৈলী দিয়ে পাঠকদের হৃদয়ে স্থান তৈরী করে নেয়া এটি প্রত্যেক লেখকেরই একটি স্বপ্ন। দীর্ঘ পথ অতিক্রম করে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন তিনি। ঋতু বৈচিত্রের মত সময়ের পরিক্রমায় সোনেলাকে রঙবেরঙের লেখা দিয়ে সাজিয়ে চলেছেন নিত্যদিন। তার মন্তব্যে অথবা লেখায় পাঠক খুঁজে পান উৎসাহ এবং অনুপ্রেরণা।
পাঁচ বছর ছয় মাস আগে সোনেলায় নিবন্ধন করেছিলেন তিনি। তবে প্রথমে এসেই কিন্তু তিনি লেখা দেননি। সবার লেখা পড়তেন। ব্লগিং কি, অন্যান্য লেখকগন কিভাবে ব্লগিং করেন এসবই জানার চেষ্টা করতেন তিনি। সোনেলায় প্রথম ঠাডা শিরোনামের লেখাটি দিয়ে তার পথচলা শুরু হয়ে তা অদ্যাবধি চলমান।
তিনি এ পর্যন্ত মন্তব্য করেছেন ৮২২৩ টি এবং মন্তব্য পেয়েছেন ৮০০৩ টি। এ সংখ্যাটি দেখলেই বোঝা যায় সোনেলাকে তিনি ভালোবাসেন এবং ব্লগারদের অত্যন্ত স্নেহ করেন। বিভিন্ন সময়ে ব্লগ, ব্লগার, ব্লগিং এসব বিষয়ে তার লেখা একজন ব্লগারকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে ও দিচ্ছে।
এসব কথা যার সম্পর্কে লিখছি তিনি আমাদের সকলের প্রিয় ব্লগার ইঞ্জা ভাই। আজ তিনি তার অন্যতম পাঠকপ্রিয় ধারাবাহিক গল্প রঙধনু আকাশ (১৪তম পর্ব) লেখাটির মাধ্যমে সোনেলায় নিজের তিনশ’তম পোষ্টের মাইলফলক স্পর্শ করলেন।
প্রিয় ব্লগার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
ইঞ্জা ভাই সদালাপী, অমায়িক সজ্জন একজন মানুষ। একজন ব্লগার হিসেবে তার সবচাইতে বড় গুণ হচ্ছে লেখার সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারার ক্ষমতা। আমি দেখেছি যেকোনো মন্তব্যকে খুব সুন্দরভাবে নিজস্ব ব্যাখ্যায় তিনি পাঠককে বুঝিয়ে দেন যা তার নিজের ব্যক্তিত্ব এবং মুন্সিয়ানাকেই প্রমাণ করে। একজন ভালো ব্লগারের এটি অনেক বড় একটি গুন। আপনার এ গুনটি দেখে আমার কিন্তু খুব হিংসে হয়!
ইঞ্জা ভাই সর্বদা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একজন মানুষ। যেকোন অন্যায়, অসাধুতার বিরুদ্ধে সোনেলায় তার লেখা সমসাময়িক বিষয়ের পোষ্টগুলিই তা প্রমাণ করে। বর্তমান সময়ে করোনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লেখা পাঠকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
ভ্রমণ তার অস্থিমজ্জায় বিরাজ করে। তার লেখা ভ্রমণ গল্পের ভক্ত আমি। দেশবিদেশের বিভিন্ন স্থানে ভ্রমণের চমৎকার সব অভিজ্ঞতা তিনি পাঠকদের সাথে ভাগাভাগি করতে ভালোবাসেন। আর সে কারনেই পাঠকগণ বাস্তবতার নিরিখে লেখা অসাধারণ সব ভ্রমণ গল্প পড়তে পারেন। সোনেলায় প্রকাশিত ধারাবাহিক গল্পগুলিতেও তার এই ভ্রমণ অভিজ্ঞতার ছোঁয়া খুঁজে পাওয়া যায়।
ধারাবাহিক গল্প রচনায় ইঞ্জা ভাইয়ের জুড়ি মেলা ভার। তার লেখা ধারাবাহিক গল্পগুলির মধ্যে ভালোবাসি তোমায়, নদী, জলতরঙ্গ, এক মুঠো ভালোবাসা অন্যতম। রঙধনু আকাশ শিরোনামে বর্তমানে যে ধারাবাহিক গল্পটি লিখছেন সেটিও অত্যন্ত পাঠকপ্রিয় এবং সুখপাঠ্য হিসেবে বিবেচিত হচ্ছে। এর কারনটা সহজেই অনুমেয়। অত্যন্ত সহজ সরল বর্ণনায় লিখিত গল্পের চরিত্রগুলো যেন আমাদের চেনা, ঘটনা সমূহ আমাদের অত্যন্ত পরিচিত। মনে হয় যেন আমরা এসব গল্প আমাদের চোখের সামনেই ঘটতে দেখছি।
সোনেলা ব্লগে লেখার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়ে প্রথম যে মানুষটি আমাকে উদ্বুদ্ধ করেছিলেন তিনি ব্লগার ইঞ্জা ভাই। তার সম্পর্কে আমার অনুভূতি হচ্ছে – “ইঞ্জা ভাই” বলে যখন ডাক দেই মনে হয় “এই যে আমি” বলে যেনো তিনি পাশের ঘর থেকেই সাড়া দিচ্ছেন। এ কথাটির অর্থ এটাই- যেকোনো সময় যেকোনো সমস্যা কিংবা পরামর্শে তিনি সর্বদাই অগ্রগামী একজন মানুষ। সেই মানুষটিকে নিয়ে লিখতে পেরে ভালো লাগছে। সোনেলায় আমার সহব্লগার হিসেবে তাকে পাশে পেয়ে সত্যিই আমি গর্বিত ।
ইঞ্জা ভাই, ভালো থাকুন সবসময়। আপনি ও আপনার পরিবারের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
৮২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা স্বাগতম, ভাই।
আপনাকে ধন্যবাদ খেয়ালে আনার জন্য।
ইঞ্জা
ধন্যবাদ ভাইজান।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ ভাই। আসলে প্রিয় মানুষদের নিয়ে লিখতে ভালোলাগে আমার।
শুভকামনা ভাইজান।
তৌহিদ
আপনারা ইঞ্জা ভাইকে প্রাণখোলা শুভেচ্ছা জানাতে থাকুন। আমি একটু ফ্রী হয়েই আসছি।
ইঞ্জা
😍😍
তৌহিদ
হা হা হা ☺
নিতাই বাবু
শততম পোস্টে শ্রদ্ধেয় ইঞ্জা দাদাকে প্রাণঢালা শুভেচ্ছা। সাথে এ-বিষয়টি খেয়ালে আনার জন্য পোস্টদাতা শ্রদ্ধেয় তৌহিদ দাদাকে অশেষ ধন্যবাদ।
ইঞ্জা
ওস্তাদ তিনশত পোস্ট দিলাম, শততম পোস্ট নয়।
ভালোবাসা জানবেন দাদা।
নিতাই বাবু
যাক, শততম-এর আগে তিন বসিয়ে দিলেই তো তিন-শততম হয়ে যেতো দাদা। আসলে ভুলটা আমারই হয়েছে।
তিনশো পোস্টে শ্রদ্ধেয় ইঞ্জা দাদাকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। সাথে শুভকামনা।
ইঞ্জা
ভালোবাসা জানবেন দাদা
তৌহিদ
ধন্যবাদ দাদা, শুভকামনা রইলো।
ইঞ্জা
চোখে জল এনে দিলেন ভাই, কি বলবো এটিকে?
প্রাপ্তি নাকি ভালোবাসা?
সত্যি বলতে গেলে কি এ আপনাদের ভালোবাসা যা আমার বড় প্রাপ্তি।
সোনেলার দুঃসময়ের আমার সহযাত্রী ছিলেন আপনি, মমি ভাই, আপনারা না থাকলে হয়তো আজ এই তিনশত পোস্ট আমার দেওয়া হতোনা, আপনারাই এক একটি পিলার এই ব্লগের।
অপরিসীম ধন্যবাদ ভাই, আমার এক আকাশ ভালোবাসা জানবেন। ❤❤❤❤❤
তৌহিদ
সেই সময় আপনার সহযোগীতাও কম ছিলোনা ভাই। এভাবেই পাশে থাকুন সবসময়।
শুভকামনা রইলো।
ইঞ্জা
আমার প্রাণঢালা শুভেচ্ছা জানবেন ভাই।
ফয়জুল মহী
একরাশ শুভেচ্ছা । সুখময় জীবন কামনা করি উভয়ের।
ইঞ্জা
দোয়া রাখবেন ভাই।
তৌহিদ
ধন্যবাদ মহী ভাই।
রোকসানা খন্দকার রুকু।
অভিনন্দন ,শুভেচ্ছা, শুভ কামনা রইলো ভাইয়ার জন্য।
আপনার লেখা গুলো একটু আলাদা।
ভালো থাকবেন।
ইঞ্জা
অবিরাম ধন্যবাদ সুপ্রিয় ব্লগার, গল্প পড়ার অভ্যাস থাকলে ব্লগেই পাবেন “ভালোবাসি তোমায়”, পড়ে দেখতে পারুন। 😊
তৌহিদ
আপনিও ভালো থাকুন আপু।
অরুণিমা মন্ডল দাস
বাহ মিষ্টি খাওয়ান ।
ইঞ্জা
দিদি চলে আসুন, অভশ্যই খাওয়াবো।
তৌহিদ
হুম খানাপিনা হবে অবশ্যই।
মোঃ মজিবর রহমান
হোক আকাশের মত বৃহত
চলুক কলম যুগ যুগ অযুত
হোক মনটা মমের মত।
ইঞ্জা
ধন্যবাদ ভাই, দোয়া রাখবেন।
মোঃ মজিবর রহমান
আল্লাহ ভাল রাখুক, সুস্থ রালহুক
তৌহিদ
শুভেচ্ছা জানবেন ভাই।
মোঃ মজিবর রহমান
এই সোনেলার সোনা নক্ষত্র। তার প্রতি ভালবাসা অফুরান
ইঞ্জা
ধন্যবাদ প্রিয় ভাই
সুপর্ণা ফাল্গুনী
তিনশত তম পোষ্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল। উনি খুব পরোপকারী, ভালো ব্লগার, সর্বোপরি ভালো মানুষ। ওনার সমসাময়িক লেখাগুলো দারুন শিক্ষনীয়, উচ্চমানসম্পন্ন। ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। তৌহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এভাবে পোষ্টের সংখ্যা মনে রেখে সবার জন্য শুভেচ্ছা পোস্ট তৈরি করার জন্য।
ইঞ্জা
ধন্যবাদ আপু, প্রার্থনায় রাখবেন আমাকে।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা দিদিভাই। শুভকামনা সবসময়।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও অভিনন্দন শ্রদ্ধেয় ইঞ্জা দাদা।
আপনার লেখা পড়ে অনেককিছু শিখে থাকি সেটা অনেকবড় কিছু আমার কাছে।
আপনার জন্য শুভকামনা রইলো দাদা।
.
কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় তৌহিদ দাদাকে শুভেচ্ছা পোস্ট শেয়ার করার জন্য।
ইঞ্জা
ধন্যবাদ দাদা, প্রার্থনায় রাখবেন আমাকে।
তৌহিদ
ভালো থাকবেন দাদা। শুভকামনা রইলো।
কামাল উদ্দিন
৩০০ তম পোষ্টের জন্য ইঞ্জা ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ৩০০০ তম পোষ্টের অপেক্ষায় থাকলাম ভাই
ইঞ্জা
ধন্যবাদ ভাই, দোয়া রাখবেন আমার জন্য।
কামাল উদ্দিন
অবশ্যই বড় ভাই, আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের জন্য দোয়া করা উচিৎ
ইঞ্জা
আমীন
তৌহিদ
একদম ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ।
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানবেন তৌহিদ ভাই
সাবিনা ইয়াসমিন
অভিনন্দন ভাইজান 🌹🌹
তিনশো পোস্টের জন্যে ট্রিট চাই। এই আনন্দ এম্নি এম্নি যুতসই লাগছে না। পার্টি দিন 🙂
ইঞ্জা
পার্টি তো অবশ্যই হবে, করোনাকাল বিদায় হোক তাতপর পার্টি হবে। 😁
তৌহিদ
করোনা বলতে কিচ্ছু নেই, হুদাই ভয় দেখাবেন না দাদা ☺
ইঞ্জা
😂🤣
তৌহিদ
পার্টিতে খানাপিনার কি কি আইটেম থাকবে ইঞ্জা ভাইকে জানিয়ে দিন আপু। আমার মেজবানি খানা চাই।
শুভেচ্ছা আপনাকেও।
শামীম চৌধুরী
অভিনন্দন ভাইজান।
ইঞ্জা
ধন্যবাদ ও ভালোবাসা ভাই
তৌহিদ
ধন্যবাদ ভাইজান। শুভকামনা রইলো।
সুরাইয়া নার্গিস
প্রথমে অভিনন্দন ভাইজান আপনার ৩০০শত তম পোষ্টের জন্য।
কৃতজ্ঞতা আমিও ধন্য এই মহান মানুষটা হাত ধরেই আমার মতো সর্ব কনিষ্ট ব্লাগারের সোনেলায় আগমন।
ভাইজান যখন সোনেলা গ্রুপে আমার লেখায় মন্তব্য করছিলেন “আপু অনেক ভালো লেখেন আমাদের সোনেলা ব্লগে আপনি লিখুন” মনে হয়েছিলো ব্লগে না ওনার বাসায় দাওয়াত দিসেন ☺ অমায়িক ব্যবহার মুগ্ধ হয়েছিলাম।
দোয়া রইল চির সবুজ এই ভাইয়ের জন্য সব সময় সুন্দর লেখার মাধ্যমে আমাদের সোনেলার উঠোন আলোকিত করবেন।
তৌহিদ
আপনিও সোনেলায় নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন কিন্তু! শুভকামনা জানবেন আপু।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইজান সবটাই কৃতীত্ব আপনাদের সবার, আপনাদের ভালোবাসায়, সাহস সব কিছুর জন্যই আমি লেখার উৎসাহ্ পেয়েছি।
তৌহিদ
আমাদের নয় বরং কৃতিত্ব আপনার পাওনা আপু।
ইঞ্জা
আপনাদের ভালোবাসায় সিক্ত হলাম, সত্যি বলতে কি আপনার গুণ আপনার পথ সুগম করেছে ব্লগে, আমি যে ভুল কাউকে আনিনি তার প্রমান আপনিই।
ধন্যবাদ আপু।
সুরাইয়া নার্গিস
শুকরিয়া ভাইজান ব্লগে হয়ত আমি আমার জায়গাটা তৈরি করতে পেরেছি। কিন্তু সেই সফলতার দরজায় আপনি নিয়ে এসেছেন আপনার হাত ধরেই আমার সোনেলায় আগমন। ইনশাল্লাহ্ আপনাদের দেখানো পথেই চলব,আপনার সম্মান অক্ষুন্ন থাকবে।
ভালো থাকুন সব সময়।
খাদিজাতুল কুবরা
তিনশত পোস্ট সত্যি বিস্ময়কর সাফল্য!
একগুচ্ছ ফুলেল শুভেচছা এবং অভিনন্দন ভাইয়া।
আমার শহরেই ভাইয়ার জন্মস্থান জেনে আরও যেন ঘনিষ্ঠসুত্রে বাঁধা পড়েছি।
আপনার কলম এবং আপনার সার্বিক উত্তরোত্তর উন্নতি কামনা করছি।
তৌহিদ
বাহ! ভাইবোনে মিলে গেলো। আমাদের খানাপিনার কি হবে তাই বলেন!
শুভকামনা আপু।
খাদিজাতুল কুবরা
ভাইয়া অসুবিধে নেই চট্টগ্রাম এসে বেড়িয়ে যাবেন। চট্টগ্রামের মানুষ অতিথিপরায়ণ।
ইঞ্জা
আইসা পড়ে তৌহিদ ভাই, খাওয়া দাওয়া জম্পেশ হবে।
তৌহিদ
রওনা দিসি, আমি এখন ট্রেনে। ঠিকানা ইনবক্স করেন দুইজনাই 😃
খাদিজাতুল কুবরা
ঠিকানা লাগবে না আপনি স্টেশনেে নামার পনেরোো মিনিট আগে মেসেজ করবেন আমি রিসিভ করে আনবো।
পাক্কা।
তৌহিদ
যাক আশ্বস্ত হলাম আপু।
ইঞ্জা
আপনি হলে আমার দেশি, আপনাদের দোয়া একান্ত কাম্য।
ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। 😊
খাদিজাতুল কুবরা
নিশ্চয়ই ভাইয়া।
আপনার সর্বাঙ্গীণ মঙ্গল একান্ত কাম্য।
ইঞ্জা
আমীন
জিসান শা ইকরাম
ব্লগার ইঞ্জা সোনেলা ব্লগের একটি উজ্জল নক্ষত্র।
তিনি একজন নির্ভরতার প্রতীক।
ব্লগ পোস্টের যে কোন বিভাগে তিনি সমান দক্ষ।
সোনেলা অন্ত প্রান তার, তার হাত ধরে সোনেলায় এসেছেন অনেক ব্লগার।
তিনশততম পোস্টের জন্য ব্লগার ইঞ্জাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তৌহিদ
ইঞ্জাভাইয়ের গল্পের লিখনশৈলী আমার খুবই ভালো লাগে ভাই। তার লেখায় পাঠক ভীন্নতা খুঁজে পায় সর্বদা। তিনি ব্লগ অন্তপ্রাণ একজন মানুষ। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই
শুভকামনা রইলো।
ইঞ্জা
ভালোবাসা অফুরান তৌহিদ ভাই। ❤
ইঞ্জা
আমি সম্মানিত হলাম ভাইজান, সাহিত্য জগতের অনেক মানুষ এখন আমাকে চিনেন শুধু আপনার কারণে, যা কখনো ভুলবোনা আমি, যদি কখনো ব্লগ ছেড়ে চলেও যায়, তবুও এই সোনেলা, এই জিশান শা ইকরাম ভাইজান আমার হৃদয়ে থাকবে সম্মানের সহিত।
ধন্যবাদ আবারও। 😊
জিসান শা ইকরাম
এত সুন্দর একটি শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ তৌহিদ ভাই।
শুভ ব্লগিং।
তৌহিদ
সহব্লগারদের নিয়ে লিখতে ভালোই লাগে আমার। সময়ের অভাবে অনেক সময় হয়তো লিখতে পারিনা তবে সবার সাথে আন্তরিকতা বজায় রাখার চেষ্টা করি।
ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
অনেক অনেক অভিনন্দন ও ভাদ্রভেজা জলের শুভেচ্ছা রইল প্রিয় ই্ঞ্জা দা
ইঞ্জা
অনিঃশেষ ধন্যবাদ ভাই। 😊
তৌহিদ
ধন্যবাদ ভাই।
রেজওয়ানা কবির
অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা ভাইয়া।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা আপু।
সুপায়ন বড়ুয়া
ইন্জা ভাইয়ের তিন শততম পোস্টের জন্য
প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
সাথে তৌহিদ ভাইকে অশেষ ধন্যবাদ।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা রইলো দাদা। মন্তব্যের জন্য ধন্যবাদ।
আরজু মুক্তা
প্রথমেই অভিনন্দন। তাঁর রচনাশৈলী মুগ্ধ করে। বিশেষ করে, সমসাময়িক লেখাগুলো
তৌহিদ
ঠিক বলেছেন আপু। ধন্যবাদ জানবেন।
শবনম মোস্তারী
তিন শততম পোষ্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাইয়া। 🌹🌹
আপনার অসাধারণ লিখনশৈলীতে সোনেলার উঠোন আরো ভরে উঠুক আগামীতে..
অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
তৌহিদ
ধন্যবাদ প্রিয় ব্লগার। একদম ঠিক বলেছেন। শুভেচ্ছা জানবেন।