>ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ
>ভাষার দাবিতে যুদ্ধে নেমে
>তোরাই তো বাংলা মায়ের মুখের ভাষার
>রেখেছিলি সেই দিন সম্মান ।
>ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ
>৬৯ এর গন অভ্যুথান তোদের ই গণ জোয়ারে
>সেদিন কেঁপে উঠেছিল সামরিক জান্তার
>উর্দি পরিহিত খাকী পোশাক খান ।
>ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ
>তোদের বুকের তাজা রক্ত দিয়ে ৭১ এ
>স্বাধীন করেছিলি এই বাংলা মায়ের
>সবুজ, শ্যামল , মায়া ভরা
>সোনালী ভূমি খান ।
>ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ
>৯০ এর গন অভ্যুথান এর মাধ্যমে
>তোরাই তো এনেছিলি গণতন্ত্রের নবযাত্রা জয় গান ।
>ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ
>২০১৩ এর এই ভাষার মাসেই
>তোদের গন জোয়ারেই ভেসে যাবে
>সকল রাজাকার , আলবদর আর আল শামস ।
>থাকবেনা আর কোন বাধা বিবেধ
>তোদের গণ জোয়ারে সব কিছুর ই হবে
>চির অবসান ।
>শাহ আজিজ …………৮……১…..২০১৩…
১৪টি মন্তব্য
আদিব আদ্নান
আশাবাদের জায়গাটি নড়বড়ে হয়ে যাচ্ছে ক্রমাগত ।
তুমি আমি এক
আমরা যদি এক হতে পারি আবার সব ঠিক হয়ে যাবে ।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন ।
তুমি আমি এক
-{@
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগল…
তুমি আমি এক
ধন্যবাদ ………………।
প্রজন্ম ৭১
ভালো লেগেছে (y)
তুমি আমি এক
-{@ -{@
যাযাবর
ভাই লাইনের পূর্বে > এটা দেয়ার কি কোন বিশেষ কারন আছে ? সুন্দর কবিতা (y) (y)
তুমি আমি এক
না বিশেষ কিছু কে বুঝানুর জন্য > এমন টা করিনা শুধু লাইন গুলো যেন আলাদা বুজা যায় তাই । আপনাকে ধন্যবাদ ।
মর্তুজা হাসান সৈকত
ভালো লিখেছেন ।
তুমি আমি এক
ধন্যবাদ ্্্্্্্্,………………।।
অন্তরা মিতু
এমন লেখা অনুপ্রেরণা জাগায়……… অনেক ধন্যবাদ…………..
আচ্ছা, তুমি আর আমি মিলে তো দুই হয়…. এক লিখলেন ক্যান ? 😀
তুমি আমি এক
-{@ -{@ -{@ আপনাকে ও ধন্যবাদ । আর তুমি আমি মিলে এক হয় কি ভাবে জানেন না ??? অর্ধাঙ্গ আর অর্ধাঙ্ঘিনী মিলে যে ভাবে এক হয় !!!