তারপর কোনো এক রাতে
কোনো এক অদৃশ্য সুতোর বন্ধনে
তুমি আর আমি
নিশিথ সে রাতে
কান্নায় জাগরণে
তুমি আর আমি
তথাপি সেদিন ও দুজনের মুঠোফোন ছিলো হাতে
দুজনেই বার্তা লেখায় ব্যাস্ত
কিন্তু কোনো এক কারনে
সে বার্তা প্রেরিত হয়নি
আমার তোমার কাছে
তারপর সেই এক রাতে
দুজনেই বুঝেছিলাম আমরা বন্ধি আমরা বাধা
অদৃশ্য এক সুতোর বাধনে
৮টি মন্তব্য
মামুন
সুন্দর অনুভূতি! ভালো লাগা রেখে গেলাম।
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ
মামুন
সুন্দর অনুভূতি! ভালো লাগা রেখে সাথেই রইলাম।
ব্লগার সজীব
বার্তা প্রেরিত হোক। ভালো লিখেছেন।
হৃদয়ের স্পন্দন
শুভ কামনা জানবেন
শুন্য শুন্যালয়
কিছু কথা হয়তো না বললেও চলে। ভালো লাগলো।
হৃদয়ের স্পন্দন
হয়তো……………
খেয়ালী মেয়ে
ভালো লিখেছেন (y)