হাজারটা তুমিহীন রাত্রি কিংবা সুশোভিত জান্নাতুল
ফেরদৌস কে চায়? চায় কে যদি তোমায় না
পাই! তারচে এও ভালো ভয়ঙ্কর জাহান্নামেও যদি
নিক্ষেপ করা হয় আমাকে, যদি নিক্ষেপ করা হয়
অমার্জনীয় অপরাধে ভালোবাসার! বুক পেতে নেবো
যত অভিশাপ সেদিন, দাঁড়াবো হাসি মুখেই ঈশ্বরের
কাঠগড়ায়, দণ্ড হয় যদি হোক বিন্দুমাত্রও থাকবেনা
আক্ষেপ, মেনে নেবো নরকযন্ত্রণা অনন্তকাল! কেবল
একটি রাত্রি, তুমিময় একটি রাত্রি যদি পাই আমিও
কখনো! অতঃপর ভালোবাসার স্বীয় অপরাধ কাঁধে
তুলে নাহয় নরকবাসেই নিয়ে যাবো আমার অনন্তকাল!
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
অসাধারন
এত ভালোবাসা দেখে মুগ্ধ ।
তুমি হীনা কোন কিছুতে থাকতে চাই না 🙂
মর্তুজা হাসান সৈকত
জি ভাই। কখনো যেন থাকতে নাও হয় এ প্রার্থনা মনে প্রাণে। 🙂
নীলাঞ্জনা নীলা
ওরে ভালোবাসা (3 , এমন প্রেমিক ভাইকে পেয়ে ভাই বৌ নিশ্চিত সুখী হবেন 🙂
মর্তুজা হাসান সৈকত
যাক আশ্বস্ত হলাম আপি। ভালোবাসা আপনার জন্যও রইল কিন্তু। (3
রকিব লিখন
প্রেমের দায়ে ফাসি নাকি হয়েছিল কার
সে ফাসি কী আমায় তুমি দিলে উপহার।।– এক বিষণ্ন অর্কিড যেন আমার মনে এক কুয়াশার ধুয়াশা বেধেছিল।। তখনই এই কথাগুলো একটা গান লিখেছিলাম।। কিন্তু আজ আপনার কবিতা পড়ার পর মনে হচ্ছে লিখি,–
প্রেমের দায়ে যদি দাও গো তুমি আমায় ফাসি
সে ফাসি আমি মেনে নেব দিয়ে মধুর হাসি।।
কবিতা ভাল লেগেছে।। -{@ (y) (3
মর্তুজা হাসান সৈকত
কবিতাটি আমার কবিতার বইয়ের ফ্লাপেও ব্যাবহার করছি। ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
অনেক ভালো লাগলো …এমন সুন্দর কবিতা দেখলে মন উদাস হয় :p
মর্তুজা হাসান সৈকত
ভালোবাসা ডাক দিয়ে যাবেই, যে কাউকেই! ধন্যবাদ আপনাকে…
আদিব আদ্নান
অন্তহীন ভালবাসায় নরকবাস !
এতটা ভালবাসা ভাল নয় ।
আবেগপূর্ণ সুন্দর কথামালা ।
মর্তুজা হাসান সৈকত
প্রেমিক হৃদয় এটা কিন্তু মানবে না ভাই।
খসড়া
তারপর না হয় থাক
এটুকুই বাকি
তুমি আছ আমি আছি
এটুকুই বেশি
মর্তুজা হাসান সৈকত
হুম সেইতো। ও হ্যাঁ লিখেছেন কিন্তু বেশ। 🙂
নীলকন্ঠ জয়
এত্তো ভালোবাসা???
দারুণ লিখেছেন। -{@
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।