১৯৭১ সালের ৩০ আগস্ট ক্র্যাক প্লাটুনের তেজী মুক্তিযোদ্ধা আজাদকে পাকিস্তানী সেনারা ধরে নিয়ে গিয়ে রাখে রমনা থানায়। আজাদের মা ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে বলেন বলেন, “শক্ত হয়ে থেকো বাবা। কোন কিছু স্বীকার করবে না।” প্রতিজ্ঞা করে আজাদ মায়ের কাছে । আজাদ তখন মার কাছে ভাত খেতে চায়। মা ভাত নিয়ে এসে ছেলেকে আর পায়নি। আর কোনদিন ও মায়ের বুকে ফিরে আসেনি মুক্তিযোদ্ধা শহীদ আজাদ।
১৯৮৫ সাল পর্যন্ত বেঁচে ছিলেন আজাদের মা। ঠিক ৩০ আগস্টেই মারা যান তিনি। পুরো ১৪বছর ভাত মুখে তুলেন নি। কেবল একবেলা রুটি খেয়ে থেকেছেন। কারণ তার একমাত্র ছেলে আজাদ ভাত চেয়েও খেতে পারেনি সেদিন।
১৪বছর তিনি কোন বিছানায় শোন নি। মেঝেতে শুয়েছেন, শীত গ্রীষ্ম কোন কিছুতেই তিনি পাল্টাননি তার এই পাষাণ শয্যা। কারণ তার ছেলে নাখালপাড়া ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এম.পি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে বিছানা পায়নি।
এইত এক তেজী শহীদ বীর মুক্তিযোদ্ধা আজাদ এবং তার দুঃখিনী মায়ের ইতিহাস।
শহীদ আজাদ আর ২৯,৩০,৩১ অগাস্ট ‘৭১ এ মুক্তিযুদ্ধে যারা নিখোঁজ হয়েছেন তাদের জন্য উৎসর্গ করে Obscure এর গান – “আজাদ”
পারছিনা আর সইতে মাগো, আমি এ যন্ত্রনা
মন চাইছে ঠিক বলে দেই মুক্তির আস্তানা
আঙ্গুলগুলো অবোস ভিষণ, একটিও নেই নখ
হয়তো আজই টর্চার সেলে তুলেই নেবে চোখ
স্বাধীন হল বাংলা তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ তোরা কেউতো এসে বল
জ্বলছে আগুন বুকে নিয়ে স্বাধীতার সাধ
ফিরেছিস যারা বীরের বেশে তোরাই তো আজাদ।।
পারছিনা আর সইতে মাগো বিষ কি কোথাও নাই?
মুক্তির খোঁজ কি করে দেই, ওরা…ও আমার ভাই
তোমার মাখানো ভাতের সে স্বাদ এখনো ভুলিনি মাগো
ভাতের থালা সামনে নিয়ে এখনো কি রাত জাগো?
এই ছিল মোর জাদুধনের মুখের শেষ বুলি
খুঁজে পাইনি আজো তারে, কোখায় দিয়েছে বলী?
পেরিয়ে গিয়েছে কত…. অশ্রুতে গাঁথা রাত
আমি সেই মা আজো বেঁচে আছি, হারিয়ে গেছে আজাদ।।
ঘুমহারা চোখে কত না রাত, কাটিয়েছি তোর শোকে
লাল-সবুজের সাজানো দেশ, তবুও এঁকেছি বুকে
কত আজাদের ভিরে গর্বিত এই মাটি
তাদেরই রক্তে স্বাধীন স্বদেশে মাথা উচুঁ করে হাঁটি
স্বাধীন হল বাংলা তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ তোরা কেউতো এসে বল
জ্বলছে আগুন বুকে নিয়ে স্বাধীতার সাধ
ফিরেছিস যারা বীরের বেশে তোরাই তো আজাদ।
পারতেই হবে সইতে মাগো, যত দিক যন্ত্রনা
কিছুতেই আমি জানতে দেবনা মুক্তির আস্তানা
আঙ্গুলগুলো অবোস ভিষণ, একটিও নেই নখ
হয়তো আজই টর্চার সেলে তুলেই নেবে চোখ
স্বাধীন হল বাংলা তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ তোরা কেউ তো এসে বল
জ্বলছে আগুন বুকে নিয়ে স্বাধীতার সাধ
ফিরেছিস যারা বীরের বেশে তোরাই তো আজাদ।।
৫৩টি মন্তব্য
সাতকাহন
ভালো লাগলো পোস্টটির জন্য, খুব কাছ থেকে Obscure-এর “আজাদ” গানটির জন্ম হতে দেখেছি কাছ থেকে। Obscure ব্যান্ড-এর ভোকাল টিপু ভাই আর তাঁর স্ত্রী শাওন মাহমুদের (শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা) অক্লান্ত পরিশ্রম নিজ চোখে দেখেছি।
নওশিন মিশু
হ্যাঁ, নির্মম ইতিহাসকে সুর ও ছন্দের মাধ্যেমে প্রকাশ করা খুব সহজ কাজ নয়। শিল্পীকে আমার শ্রদ্ধা পৌছে দেওয়ার অনুরোধ রইলো, ধন্যবাদ …..
শুন্য শুন্যালয়
আনিসুল হকের “মা” বই পড়ে চোখে পানি আসবেই। এ সেই আজাদ আর এক মা এর গল্প। গানটা শুনতেই চোখ ছলছল করে উঠলো। এটা আজ প্রথম শুনলাম। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ারের জন্য।
নওশিন মিশু
আমার অনুভুতিও আপনার মতই……
মামুন
খুব সুন্দর একটি পোষ্টে ভালো লাগা রইলো। মহান শহীদদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই।
নওশিন মিশু
ধন্যবাদ ভাই……
ছাইরাছ হেলাল
এই বীরের মৃত্যু,মায়ের যন্ত্রণার পথ মাড়িয়ে আজ হায়েনার উল্লাস আমাদের দেখতে হচ্ছে।
নওশিন মিশু
এই হায়েনার উল্লাসের শেষ কোথায় কে জানে…..!!!???
আবির
নেট স্লোএর কারণে গানটি শুনতে পারিনি এখনো, তবে শুনে নেবো। শহীদ আজাদ সহ সকল শহীদদের এর প্রতি রইলো অগাধ শ্রদ্ধা। ধন্যবাদ এমন পোষ্টের জন্য।
নওশিন মিশু
গানটি শোনার অনুরোধ রইলো …..
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পৃথিবীর ইতিহাসে এ এক বেদনা কর অধ্যায়।এমন তথ্যপূর্ণ লেখা সোনেলার সবাইকে এই মাসে অনন্ত একটি করে হলেও লেখা উচিত তাতে অজানা অনেক কিছুই জানা যাবে।আর আমাদের মুক্তি যুদ্ধের ইতিহাস সমৃদ্ধ হবে।ধন্যবাদ।
নওশিন মিশু
আশা করছি সবাই মুক্তি যুদ্ধ নিয়ে কিছু না কিছু লিখবে। আপনাকেও ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পোষ্টটি স্টিকি করার জন্য ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।
নওশিন মিশু
(y) (y) (y)
বনলতা সেন
এ লেখাকে স্টিকি করার জন্য অবশ্যই ধন্যবাদ।
রক্তঋণ শোধের দায় আমাদেরই। যা আমরা পারছি বলে মনে হয় না।
নওশিন মিশু
ওরা আমাদের সূর্যসন্তান, তাদের সম্মান করতে না পারাটা আমাদেরই অযোগ্যতা…..
ধন্যবাদ …
সঞ্জয় কুমার
বোকা মুক্তিযোদ্ধারা কেবল দেশকে ভালবেসে ছিলেন । চতুর রাজনৈতিক রা একে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে ।
মাথা হেট করে ক্ষমা চাওয়া ছাড়া আজ আর আমাদের কিছুই করার নেই !!!!!
হে বাংলার সূর্য সন্তান রা তোমরা শিখিয়েছ কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় । আমরা পারিনি আজও তোমাদের আত্মত্যাগের মূল্য দিতে ।
ক্ষমা করো এই অকৃতজ্ঞ দের । ।
নওশিন মিশু
ঐ বোকা মানুষগুলোর জন্য আমরা অতি চালাকের স্বাধীন দেশের নাগরিক। আমার তো ক্ষমা চাইতেও লজ্জা লাগে। ধন্যবাদ ভাই…..
প্রাচ্য পুরুষ
ভালো লিখেছেন নওশিন মিশু।
আপনার কাছে থেকে আরো লেখা চাই।
বাঙলা মায়ের চেতনা আপনার চারপাশটাকে ঘিরে থাকুক পরম মমতায় আর দ্রোহের প্রেরণায়।
দারুন একটা পোষ্টকে স্টিকি করার জন্য ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।
নওশিন মিশু
আপনাকেও ধন্যবাদ…..
শুন্য শুন্যালয়
এমন পোস্ট স্টিকি করে উৎসাহ দেবার জন্য ব্লগ সঞ্চালককে আমার ধন্যবাদ জানাচ্ছি।
নওশিন মিশু
🙂
নুসরাত মৌরিন
আনিসুল হকের “মা” উপন্যাসটি যখন পড়েছিলাম এত বিমোহিত হয়ে গেছিলাম!! একজন শহীদ জননীর আত্মত্যাগের কথা জেনে!!
আর “৭১ এর দিনগুলি” বইটির মধ্য দিয়ে আম্মা জাহানারা ইমাম তো আমাদের চিনিয়ে গেছেন একদল স্বাপ্নিক কে “রুমি,বদি,আজাদ,জুয়েল”।
রুমিদের সেই স্বপ্ন আমরা কতটা ধারন করতে পেরেছি জানি না।শুধু জানি বড্ড ঋণী আমরা ওদের কাছে, শহীদ জননীদের কাছে।
স্যালুট ৭১ এর সেইসব দীপ্তময় তরুন ও তাদের অতুলনীয় মায়েদের।
নওশিন মিশু
আমি আমার মায়ের কাছে যেমন ঋণী ঠিক সেইভাবে মুক্তিযোদ্ধাদের কাছেও আমার ঋন কোন অংশে কম নয়। ধন্যবাদ আপু…..
জিসান শা ইকরাম
মা ছেলে শিক্ষা দেন , কোন কিছু যেন প্রকাশ না করে
নির্যাতনে আজাদ মৃত্যুকেই বরন করে নেন।
মা ১৪ বছর ভাত খাননি
ঘুমিয়েছেন মেঝেতে।
কত বীরদের আত্ম ত্যাগে আমরা আজ স্বাধীন
কত মায়ের চোখের পানিতে আমরা আজ স্বাধীন।
গান সহ সংক্ষেপে এই ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।
নওশিন মিশু
“কত বীরদের আত্ম ত্যাগে আমরা আজ স্বাধীন
কত মায়ের চোখের পানিতে আমরা আজ স্বাধীন।”
কিন্তু এই উপলব্ধী কি সত্যিই আছে আমাদের….????????
স্বপ্ন নীলা
অসম্ভব ভাল এবং সময় উপযোগী একটি পোস্ট —- শহীদদের জন্য হাজারো স্যালুট —-
শুভকামনা রইল
নওশিন মিশু
ধন্যবাদ ….
লীলাবতী
ভোরে জেগেই পড়েছি এই পোষ্ট। এমন সন্তান আর মায়েদের জন্যই আমরা এই দেশটি পেয়েছি। দুজনকেই শ্রদ্ধা জানাই। গানটি শুনে মনটা খারাপ হয়ে গেলো। ধন্যবাদ আপনাকে এমন পোষ্টের জন্য।
নওশিন মিশু
সত্যিই খুব মন খারাপ করানো গান। ধন্যবাদ আপু…..
কৃষ্ণমানব
ছেলেবেলা থেকে আপনার ইতিহাস, রাজনিতীর প্রতি গভীরতা প্রচুর ।
যা আমার উপলব্ধি হল !
কিন্তু বরাবর ই এসব ব্যাপারে উদাসীন !!
মনেরটা বাহিরে প্রকাশ করি না ।।।
ভাবতেছি ইতিহাস বা রাজনৈতিক কিছু লিখব …
তবে কিছু মৌনতার ভাবাবেগ থেকে যাবে !!!
যদি পরিপূর্ণতা আনতে পারি আপনাকে উৎসর্গ করব ,, কেমন ?? 🙂
নওশিন মিশু
আমাকে, এতটা সম্মানের যোগ্য আমি!!!!!???? যাইহোক আমার কোন আপত্তি নাই। অনেক অনেক ধন্যাবাদ 🙂
স্বপ্ন
এসব ইতিহাসের প্রচার নেই। আমি তো জানতামই না। এত আত্মত্যাগ।গানটি শুনছি এখন।ধন্যবাদ আপু।
নওশিন মিশু
আশা করছি এখন থেকে ইতিহাস জানার চেষ্টা করবেন, ধন্যবাদ….. 🙂
মারজানা রুবা
সঞ্জয় কুমার ঠিক বলেছেন “মাথা হেট করে ক্ষমা চাওয়া ছাড়া আজ আর আমাদের কিছুই করার নেই !!”
নওশিন মিশু, অনেক ধন্যবাদ আপনার এই পোষ্টের জন্য।
একজন মা তাঁর নিজের থেকেও সন্তানকে বেশি ভালোবাসেন। মা আর সন্তানের সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু দেশমাতৃকার প্রয়োজনে মা তাঁর সন্তানকেও বিসর্জন দিতে দ্বিধা করেননি। প্রতিজ্ঞা করিয়েছেন যত বাধাঁই আসুক না কেনো সে যেনো কিছুতেই মুক্তির আস্তানা না বলে। মায়েদের এই আত্মত্যাগ, সন্তাদের টর্চার সেলে নির্মম যন্ত্রনা সহ্য করেও মুখ বুঝে পড়ে থাকা, এতোসবের পরেই আজ আমরা স্বাধীন। তাঁদের এতোসব আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন স্বদেশে আজ মাথা উচুঁ করে হাটিঁ।
সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্বরণে।
নওশিন মিশু
ধন্যবাদ আপু মূল্যবান মন্তব্যের জন্য…..
অরণ্য
একটা অসাধারন গান দিয়ে দিন শুরু করলাম। “আজাদ তখন মার কাছে ভাত খেতে চায়। ” – আমাকে কাঁপিয়ে দিয়ে গেল। ভিডিও ক্লিপ দেখে কষ্ট হলো – আমরা আসলেই স্ক্রিন প্লে লেখতে শিখিনি। যদি পারতাম আমি যা দেখতে চেয়েছিলাম তা কোনদিন তৈরি করে দেখাতে। আপনাকে ধন্যবাদ।
নওশিন মিশু
আমাকেও কাঁপিয়ে দিয়ে ছিল। এইটি শুধুই গান না, আমাদের সূর্যসন্তানদের আত্মত্যাগের ইতিহাস …..
মরুভূমির জলদস্যু
বারংবার সব্বাইকে সালাম
নওশিন মিশু
(y)
নওশিন মিশু
আমাকেও কাঁপিয়ে দিয়ে ছিল। এইটি শুধুই গান না, আমাদের সূর্যসন্তানদের আত্মত্যাগের ইতিহাস……
সায়ন্তনু
অনেক শুভকামনা আপনার জন্য ও ধন্যবাদ সোনেলাকে এই লেখাটির জন্য।
নওশিন মিশু
আপনার প্রতিও শুভকামনা রইলো, ভাল থাকবেন …. 🙂
ব্লগার সজীব
এক অজানা অধ্যায়কে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। সোনেলাকে ধন্য এমন পোষ্ট ষ্টিকি করার জন্য।
নওশিন মিশু
আপনাকেও ধন্যবাদ …. 🙂
আজিজুল ইসলাম
মহান এই ‘মা’-দের আমরা বুঝতে আজো ব্যর্থ হয়েই আছি। নইলে দেশের অবস্থা এরকম থাকতনা।
পোষ্ট প্রদানকারীকে অনেক ধন্যবাদ বিবেক-জাগানিয়া এরকম একটা পোষ্ট দেওয়ার জন্য।
নওশিন মিশু
আপনার মত উপলব্ধী হোক প্রত্যেকের এই কামনার, ভাল থাকবেন …. 🙂
শিশির কনা
পোষ্ট পড়ে আর গানটি শুনে কান্না পাচ্ছে আপু।
নওশিন মিশু
আমারো কান্না পেয়েছিল। আমি একেবারেই সহ্য করতে পারিনা …….
সাইদ মিলটন
অথচ পরিহাসের মতো শোনালেও সত্যিটা এই – আজাদদের ধরিয়ে দেওয়া সামাদ (৭০ এর দশকে নিওন সাইন সামাদ নামে পরিচিত) একজন বীর উত্তম। এই দুঃখ আমি রাখবো কোথায়
নওশিন মিশু
অকথ্য নির্যাতনের কারনে উনি বাধ্য হয়েছিলেন তারমানে এই না যে দেশ স্বাধীন করার জন্য তার ভূমিকা মিথ্যা হয়ে যাবে। আমি দুঃখিত আপনার সাথে একমত হতে পারলামনা।
প্রজন্ম ৭১
আজাদ সহ ক্রাক প্লাটুনের সবাইকে স্যালুট।এমন লেখা প্রকাশের জন্য ধন্যবাদ আপু।
নওশিন মিশু
স্বাগতম আপনাকে …. 🙂