১৯৭১ সালের ৩০ আগস্ট ক্র্যাক প্লাটুনের  তেজী মুক্তিযোদ্ধা আজাদকে পাকিস্তানী সেনারা ধরে নিয়ে গিয়ে রাখে রমনা থানায়। আজাদের মা ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে বলেন বলেন, “শক্ত হয়ে থেকো বাবা। কোন কিছু স্বীকার করবে না।” প্রতিজ্ঞা করে আজাদ মায়ের কাছে । আজাদ তখন মার কাছে ভাত খেতে চায়। মা ভাত নিয়ে এসে ছেলেকে আর পায়নি। আর কোনদিন ও মায়ের বুকে ফিরে আসেনি মুক্তিযোদ্ধা শহীদ আজাদ।

১৯৮৫ সাল পর্যন্ত বেঁচে ছিলেন আজাদের মা। ঠিক ৩০ আগস্টেই মারা যান তিনি। পুরো ১৪বছর ভাত মুখে তুলেন নি। কেবল একবেলা রুটি খেয়ে থেকেছেন। কারণ তার একমাত্র ছেলে আজাদ ভাত চেয়েও খেতে পারেনি সেদিন।

১৪বছর তিনি কোন বিছানায় শোন নি। মেঝেতে শুয়েছেন, শীত গ্রীষ্ম কোন কিছুতেই তিনি পাল্টাননি তার এই পাষাণ শয্যা। কারণ তার ছেলে নাখালপাড়া ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এম.পি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে বিছানা পায়নি।
এইত এক তেজী শহীদ বীর মুক্তিযোদ্ধা আজাদ এবং তার দুঃখিনী মায়ের  ইতিহাস।

শহীদ আজাদ আর ২৯,৩০,৩১ অগাস্ট ‘৭১ এ মুক্তিযুদ্ধে যারা নিখোঁজ হয়েছেন তাদের জন্য উৎসর্গ করে Obscure এর গান – “আজাদ”
পারছিনা আর সইতে মাগো, আমি এ যন্ত্রনা
মন চাইছে ঠিক বলে দেই মুক্তির আস্তানা
আঙ্গুলগুলো অবোস ভিষণ, একটিও নেই নখ
হয়তো আজই টর্চার সেলে তুলেই নেবে চোখ
স্বাধীন হল বাংলা তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ তোরা কেউতো এসে বল
জ্বলছে আগুন বুকে নিয়ে স্বাধীতার সাধ
ফিরেছিস যারা বীরের বেশে তোরাই তো আজাদ।।

পারছিনা আর সইতে মাগো বিষ কি কোথাও নাই?
মুক্তির খোঁজ কি করে দেই, ওরা…ও আমার ভাই
তোমার মাখানো ভাতের সে স্বাদ এখনো ভুলিনি মাগো
ভাতের থালা সামনে নিয়ে এখনো কি রাত জাগো?

এই ছিল মোর জাদুধনের মুখের শেষ বুলি
খুঁজে পাইনি আজো তারে, কোখায় দিয়েছে বলী?
পেরিয়ে গিয়েছে কত…. অশ্রুতে গাঁথা রাত
আমি সেই মা আজো বেঁচে আছি, হারিয়ে গেছে আজাদ।।

ঘুমহারা চোখে কত না রাত, কাটিয়েছি তোর শোকে
লাল-সবুজের সাজানো দেশ, তবুও এঁকেছি বুকে
কত আজাদের ভিরে গর্বিত এই মাটি
তাদেরই রক্তে স্বাধীন স্বদেশে মাথা উচুঁ করে হাঁটি
স্বাধীন হল বাংলা তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ তোরা কেউতো এসে বল
জ্বলছে আগুন বুকে নিয়ে স্বাধীতার সাধ
ফিরেছিস যারা বীরের বেশে তোরাই তো আজাদ।

পারতেই হবে সইতে মাগো, যত দিক যন্ত্রনা
কিছুতেই আমি জানতে দেবনা মুক্তির আস্তানা
আঙ্গুলগুলো অবোস ভিষণ, একটিও নেই নখ
হয়তো আজই টর্চার সেলে তুলেই নেবে চোখ
স্বাধীন হল বাংলা তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ তোরা কেউ তো এসে বল
জ্বলছে আগুন বুকে নিয়ে স্বাধীতার সাধ
ফিরেছিস যারা বীরের বেশে তোরাই তো আজাদ।।

এখানে শুনুন/ডাউনলোড করুন   mp3

ইউটিউব লিংক

১জন ১জন
0 Shares

৫৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ