তাকেই খুঁজি (পর্ব-০১)

শামীনুল হক হীরা ২৪ আগস্ট ২০২০, সোমবার, ০৪:৪৮:০২অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

তাকেই খুঁজি যে সাতচল্লিশ থেকে দীপ্ত পায়ে
উল্কা গতিতে পার করেছে বায়ান্নর ঘর,
তাকেই খুঁজি যে উনসত্তরের দাবনলে পুড়ে
একাত্তরে তুলেছিল সারা বাংলায় ঝড়।
যে আতঙ্কে শত্রুদের দুর্গ হয়েছিল নড়বড়,
সে চিন্তায় শত্রুর বুক সদা করত ধরফর।

তাকেই খুঁজি যার একটি কথা সারাক্ষণ-
আমার মগজের ঘরে ছুটাছুটি করে,
“আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা-
আমি এদেশের মানুষের অধিকার চাই”।
তাকেই খুঁজি যার বলিষ্ঠ কন্ঠ শুনে-
মন প্রাণ জুড়িয়ে যায়,
সারাজীবনের তৃঞ্চা মিটে যায়,
উচ্ছল অজর একটি পঙক্তিতে-
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম – স্বাধীনতার সংগ্রাম”।
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!

৭২৬জন ৫৯৬জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ