তাকেই খুঁজি যে সাতচল্লিশ থেকে দীপ্ত পায়ে
উল্কা গতিতে পার করেছে বায়ান্নর ঘর,
তাকেই খুঁজি যে উনসত্তরের দাবনলে পুড়ে
একাত্তরে তুলেছিল সারা বাংলায় ঝড়।
যে আতঙ্কে শত্রুদের দুর্গ হয়েছিল নড়বড়,
সে চিন্তায় শত্রুর বুক সদা করত ধরফর।
তাকেই খুঁজি যার একটি কথা সারাক্ষণ-
আমার মগজের ঘরে ছুটাছুটি করে,
“আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা-
আমি এদেশের মানুষের অধিকার চাই”।
তাকেই খুঁজি যার বলিষ্ঠ কন্ঠ শুনে-
মন প্রাণ জুড়িয়ে যায়,
সারাজীবনের তৃঞ্চা মিটে যায়,
উচ্ছল অজর একটি পঙক্তিতে-
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম – স্বাধীনতার সংগ্রাম”।
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!
৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
হু চমৎকার খুঁজার চেয়ে আদর্শ নেয়া অনেক ভাল কবি দা
অনেক বিনম্র শ্রদ্ধা জানাই—————
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়কবি।
আলমগীর সরকার লিটন
জ্বি আপনিও
শামীম চৌধুরী
আমাদের দূর্ভাগ্য যে, যাকে খুজছেন তিনি আমাদের অনেক কিছু দেবার আগেই কারুপুরুষেরা রাতের আঁধারে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করলো। জাতি হারালো সম্ভাবনাময় আগামী উজ্জ্বল। তবে যাকে খুঁজছেন তিনি সবার হৃদয়ে গেঁথে আছেন। আপনার খোঁজার মানুষটির প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
শামীনুল হক হীরা
ধন্যবাদপ্রিয়কবি
সুপায়ন বড়ুয়া
আজ ও আমরা সবাই খুঁজি
ভোর সকালের রবি
পিতা তুমি আর কেউ নয়
স্বাধীনতা অমর কাব্যের কবি।
ভাল লাগলো। সোনেলার উঠানে স্বাগতম।
শুভ কামনা।
আরজু মুক্তা
বাহ। সুন্দর করে লিখলেন।
ভালো লাগলো। শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
জাতির পিতার ঋণ শোধ হবার নয়, তাকে হারিয়েছি অকালে। তার আদর্শ, দেশপ্রেম ধারণ করে আমাদের পথ চলতে হবে তাহলেই তাকে খুঁজে পাওয়া সম্ভব। খুব সুন্দর লিখেছেন ভাইয়া। শুভ কামনা রইলো
ফয়জুল মহী
মহনীয় প্রকাশ। মনোরম ও মনোহর লিপি ।