এ আমার অন্তিম ভালোবাসার
চারণক্ষেত্র
নৈসর্গিক প্রেমে আচ্ছন্ন হয়ে অপলক
তাকিয়ে থাকি
তার যৌবনদীপ্ত তাজা প্রানের জ্বলন্ত
জৌলুশে ।
সে জৌলুশ যেন আজ
ক্ষয়ে যাওয়া কোনো বিরল পাথর
যে পাথরের সারা শরীরে শুধু
ক্ষতচিহ্ন ।
এ যেন হয়ে যাচ্ছে বর্গীদের নীরব
আবাস
এখানে তার খেলায় মাতে
রঙহীন দুরন্ত সে খেলা ।
তারা হারে না হারতে ও চায় না ।
আমি নীরবে দেখতে থাকি আমার
পরিকল্পনার ছেঁড়া পাতাগুলো
অযতনে অবহেলায়
উড়ে যাচ্ছে নিরুদ্দেশের উদ্দেশে
দুঃস্বপ্নের ভয়ার্ত চিত্কারে হিম
হয়ে আসে আপাদমস্তক
নিরাশার অন্ধকার পিচ্ছিল পথ আমার
সঙ্গী
আলোহীন প্রদীপ
হাতে খুঁজে ফিরি তাকে কবে সে আসবে তা অজানা
তবু ও স্বপ্ন দেখি তাকে ।
১২টি মন্তব্য
লীলাবতী
স্বপ্ন দেখা চলুক বিরামহীন ভাবে।
খুব ভালো লিখেছেন।
স্বপ্ন
ভালো লেগেছে কবিতা।
স্বর্গের মেঘ পরী
ধন্যবাদ লীলাবতি , স্বপ্ন
ব্লগার রাজু
ভালো লাগল (y) 🙂
প্রহেলিকা
অনেক সুন্দর লিখেছেন। সুন্দরতম বলা যায়। উপমাগুলো ছিল অসাধারণ মনমুগ্ধকর। আমার অনেক ভাল লেগেছে দিনে এমন ভাল দু’একটি লিখা পড়তে পারলে কিন্তু দিনটিকে সার্থক মনে হয়। ভাল থাকুন লিখুন সবসময়। শুভকামনা রইল। -{@
রিমি রুম্মান
আলোহীন প্রদীপ হাতে খুঁজলে হবে ?
শুন্য শুন্যালয়
বাহ সুন্দর প্রকাশ ..
কবিতায় অনেক ভালো লাগা.. -{@
স্বর্গের মেঘ পরী
ধন্যবাদ সবাই কে …
ছাইরাছ হেলাল
এত সুন্দর লেখেন কিন্তু উত্তর দিতে অনীহা কারণ বুঝছি না ।
হতভাগ্য কবি
উত্তর দেন আর না দেন কবিতা ম্যালা সুন্দর, স্বপ্ন সত্যি হোক
হিপনোটক্সিক ইরেকটাস
উপমা আর আবেগ এদুটো অসাধারন । স্বপ্নকে আকড়ে ধরে ছুটে চলুন স্বপ্নপানে ।
স্বর্গের মেঘ পরী
ছাইরাছ হেলাল ভাইয়া ঠিকমতো সময় দিতে না পারার কারনে এমন হচ্ছে । পরীক্ষা চলতেছে আমার । আমি নবীন লেখিকা ভাইয়া এখনো ঠিক মতো কিছু এ বুঝি না ব্লগার রাজু ভাইয়ার কারনে এই ব্লগ এ আসা আমার এখনো অনেক কিছু শিখার আছে আমার আশা করি পরেরবার থেকে যদি আসা হয় আপনাদের উওর দেয়ার চেষ্টা করবো । ব্লগ এ নিয়মিত আসা হয় না এখন ।