চারটি বছর তোমাকে ভালোবেসে চলছে
কতো মাস ? কতো ঘণ্টা ? কতো সেকেন্ড ?
তবুও তুমি অচেনা ।
তবুও তুমি অচেনা ।
কতবার দেখা হয় আমাদের ?
ক্যান্টিনে , পার্কে , রাস্তায় , জ্যামে ?
তবুও তুমি অচেনা ।
তবুও তুমি অচেনা ।
মনে পড়ে এই আমি কতোবার
ভালোবাসি বলতে গিয়ে তোমাকে
ফিরে এসেছি প্রত্যাখ্যানের ভয়ে ?
আমি কে তোমার ?
তুমি কে আমার ?
ভালো আছো ? বলতে গেলেই আমার কণ্ঠস্বরে
কোন এক দানব হরতাল বাজায় এখনো
নিয়তির পুতুল হয়ে বারেবারে তোমার কাছে যাওয়া
আর ফিরে আসা ।
হাতটি ধরে হাঁটতে গেলে , গল্প করলে
এখনো কাঁপে হাত , কাঁপে বুক , বাড়ে তৃষ্ণা
বুকের খাঁজে এখনো তোমার মুখের দিকে তাকিয়ে
বুঝি হারাবার ভয় – তোমাকে অচেনা লাগে ।
এতো যে ভালোবাসা
এতো যে কাছে আসা
কেন ? কেন ? কেন ?
ভালোবাসা নামক অনুভূতিগুলো
শরীরে ভাঁজে লুকিয়ে রাখার নেই
কোন মানে । তবু কেন ? তবে কেন ?
লীলাবতি– তুমিই কি নিয়তি ?
তুমিই যে ভয় , তুমিই সংশয় ।
পরিচিত পৃথিবী – জেনে রেখো এই কিশোরী
পাশে থাকলেই আমার অচেনা লাগে তোমাকে ।
তাঁর হাসিতে লক্ষ জোনাক জ্বলে
আমি ঘুম তাড়াই আড়মোড়াতে ।
এতো যে কাছে সে আমার –
তবুও বলি বারবার –
তবুও তুমি অচেনা ।
তবুও তুমি অচেনা
প্রিন্স মাহমুদ
১০/২৪/২০১৩
১৩টি মন্তব্য
মিথুন
কথা দিয়ে কথা রাখা অনেক ভালো গুন।। 🙂 এতো লেখা পড়ি আপনার তবুও আপনি অচেনা।।
প্রিন্স মাহমুদ
bolen ki bHai ? ami ochena na …. ami khub chena
শুন্য শুন্যালয়
নাজিফাহ, তোমার প্রিন্স এর মতিগতি ভালো না… 🙂 সুন্দর লেখা …
প্রিন্স মাহমুদ
Chonder karone oi nam use korsi bhai …. 🙂
নীহারিকা
এত দ্বিধা কেন?
প্রিন্স মাহমুদ
জানি না ।
খসড়া
বড় চেনা লাগে তবুও বড় অচেনা 🙂
প্রিন্স মাহমুদ
আসলেই ।
মা মাটি দেশ
চেনা চেনা লাগে তবুও অচেনা সুন্দর গুছানো কবিতা।
প্রিন্স মাহমুদ
ধন্যবাদ
জিসান শা ইকরাম
কিছু আড়াল থাকা ভালো সব কিছুতে
কিছু রহস্য অনুতঘাটিত থাকুক না —-
ভালো লেগেছে লেখা ।
প্রিন্স মাহমুদ
হুম । শুভেচ্ছা
স্বপ্ন নীলা
তবুও অনেক অনেক ভাল লেগেছে কবিতাটি,,,,,,,,,,