তবুও যদি!

নিবিড় রৌদ্র ১৫ জুন ২০১৬, বুধবার, ০৮:০৬:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১০ মন্তব্য

তবুও যদি ভাল থাকি চেষ্টা করি

একটু ভালবাসা পেতে যা যা সবিনয়

বন্ধ ঘরে অন্ধকারে ছায়া ধরি

খানিকটা বৃষ্টি হলেই ভেজার অভিনয়।

 

তবুও সকাল সন্ধ্যা আসে ঝড়ো হাওয়ায়

হার মেনে নেই, উঠে দাঁড়াই আবার লড়ি

একটুখানি সুরই যে ঢের চাওয়া পাওয়ায়

হাল বেঁধে দেই ভুলে গিয়ে- ভাঙাতরী,

তীরের খুঁজে ফিরে আসি ভিড়ের ভিতর

একা যখন ঠিক তখনই হারিয়ে যাবার ভয়!

তবুও যদি ভাল থাকি চেষ্টা করি

একটু ভালবাসা পেতে যা যা সবিনয়।

 

তবুও রাত্রি ভোর হয়ে যায় পাখির ঘুমে

কোথাও একটু নীরবতা যানের প্রাণে বাঁধা

স্বপ্নগুলো জ্বলতে থাকে সুখের মোমে

ধুলোর শহর রঙ চিনে নেয় কুসুমকলি সাদা,

ইমারতের ফাঁকে জমে হিমেল আদর

গলছে আগুন পুড়ছে জল এমন কি হয়!

তবুও যদি ভাল থাকি চেষ্টা করি

একটু ভালবাসা পেতে যা যা সবিনয়।

 

তবুও যদি…!

৩০.১২.১৫

৫২১জন ৫২১জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ