তবুও বেচে থাকুক মানবতা
রক্তের টান কি কখনো ভোলা যায়?
আর স্বজাতির গুলিবিদ্ধ করোটি-
দৃশ্যপট খুব সহজে পাল্টে গেলেও
এখনও বেচে আছে হায়েনারা।
রুদ্ধশ্বাসে পার হয়ে আসা
সাড়ে বিয়াল্লিশ বছর ধরে-
খুজে ফিরি রক্তমাখা শাট
খুজে ফিরি জয় বাংলা স্লোগান
খুজে ফিরি জাতির বিবেক।
খুজে ফিরি স্বাধীনতা।
৫টি মন্তব্য
খসড়া
করোটিতে উত্তরসূরির হাত।
''জিয়া চৌধুরী''
৭১ থেকে ১৩ অপরিবর্তিত সব কিছুই, শুধু একটি নাম ছাড়া।
জিসান শা ইকরাম
” খুজে ফিরি রক্তমাখা শাট
খুজে ফিরি জয় বাংলা স্লোগান
খুজে ফিরি জাতির বিবেক।
খুজে ফিরি স্বাধীনতা। ” —– অসাধারণ লেগেছে কথাগুলো । একজন খাটি দেশ প্রেমিকের কথা ।
নীলকন্ঠ জয়
জয় বাংলা।
কবিতা অসাধারণ। শুভেচ্ছা ভাইয়াকে।
প্রিন্স মাহমুদ
darun bhaia .