নাহ!তুমি শাহ্ জাহানের তাজঁ মহল,
তাও না তুমি এর চেয়েও বেশী কিছু
তোমার তুলনায় তুমিই কেবল।
গভীর অন্ধকারে তুমিই আলো
হতাশার জীবনে
তুমিই আশার আলো
তুমি জীবনে তুমিই মরনে
এ জীবনের প্রথম ভালবাসা।
ভোরের আলোতে তুমি শিশির কণা
ঝলমলে উজ্জ্বল বিদুৎতের ঝিলিক
তুমি সুর তুমিই তাল
ঢুলির বাজনায় নৃত্যে মাতাল।
কথা দিলে,কথা নিলে
রবে চিরকাল,
মনের কুটিরে শুধুই আমার
তুমি হলে না যখন আমার
তবে হবে কার?।
যেখানে যাও যে ভাবে থাকো
প্রয়োজনে-অপ্রয়োজনে ডেকো
মনে রেখো আমি আছি, তোমার
হৃদয়ের কাছাকাছি
তোমারি
মমি..
২৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
এত্ত কিছু সে? 🙂
ভালো লাগলো তুলনাগুলো।
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া -{@ (y)
বৈশাখী ঝড়
ভাল লাগা রইল
মা মাটি দেশ
অনেক ধন্যবাদ বৈশাখী ঝড় -{@ (y)
বনলতা সেন
আপনাকে ফেলে গেল , তা ও আপনি তার ই থাকলেন !
বাদ দিন এ সব ।
ভালোবাসা ভাল নয় ।
মা মাটি দেশ
ঠিক বলেছেন,ভালবাসা ভাল নয় তবুও ভালবাসতে হয় জীবনের তাগিদে। -{@ ধন্যবাদ।আপু
নীহারিকা
(y)
মা মাটি দেশ
ধন্যবাদ বন্ধু -{@ (y)
খসড়া
বাপরে, ব্যাপক ভালু বাসা 🙂
মা মাটি দেশ
ধন্যবাদ -{@ (y) -{@
লীলাবতী
ইশ , কবিতার শেষ লাইনগুলো কেউ যদি আমাকে বলতো !!! :p
মা মাটি দেশ
মনের মত ডাকতে জানলে খোদা মিলে আপনার একজন হবে না এটা মানা যায় না ।কর্মসূচী দিন আমরা রেডি আছি দা কুড়াল নিয়া। -{@ (y)
আমীন পরবাসী
ভাল লাগা রইল
মা মাটি দেশ
ধন্যবাদ -{@ (y)
আদিব আদ্নান
লাইলি মজনুদের টাইম শেষ ।
চালু থাকুক ভালোবাসা ।
মা মাটি দেশ
ঠিক কইছেন ভালবাসা অনন্তকাল চলুক -{@ (y)
মোঃ মজিবর রহমান
সুন্দর তুলনা সুন্দর ভাললাগা
ভালো বাসা রইল।
মা মাটি দেশ
শুভেচ্ছা রইল -{@ (y)
ছাইরাছ হেলাল
নিখাদ প্রেম ঝড়ে পরছে দেখছি ।
ঘটনা কি?
মা মাটি দেশ
প্রেমের মরন নেই ভাইয়া -{@ (y)
শুন্য শুন্যালয়
বাহ বাহ বেশ বেশ…
মা মাটি দেশ
ধন্যবাদ আপু (y) -{@
তৌহিদ
লেখায় কবি ভাইয়াকে পেলাম।