ছেড়ে দে এবার
অচীন গহবরে,
যেথা ক্লান্ত প্রহর
রিক্ত সরোবরে।
নির্জীব মন করে
নিশ্চুপ ক্রন্দন,
অজানা ভালবাসায় খোজে
প্রানের স্পন্দন।
মনের গহীন কোনে
সুপ্ত আশা,
যেথা উদগিরন সদা
নির্মল ভালবাসা।
আবার স্বপ্ন ছুঁয়ে
সুখ আসে তন্দ্রায়,
ছুঁটি দিয়ে স্বপ্ন
তন্দ্রা ফিরে চেতনায়।
১৯টি মন্তব্য
আমার মন
পালগা ভাই ভাল লাগচে কবিতা :v :v
মানিক পাগলা
ভাই আমি পালগা না পাগলা।
।
আপনাদের ভাললাগায় আমার স্বার্থকতা। আপনার জন্য এক কাপ :T
জিসান শা ইকরাম
স্বপ্নরা সুখ হয়ে বাস্তব হয়ে যাক ।
সুন্দর ।
মানিক পাগলা
সুখ কখনো বাস্তব হয় না। আমরা যে সুখ দেখতে পাই তা হল সুখের ছায়া। শুধু দেখা যায় কখনো স্পর্শ করা যায় না। আর আমরা Speed Energy Drink খেয়ে ছায়া ধরার অসম্ভব প্রতিযোগীতায় নেমে যাই।
লীলাবতী
সুখ কি এমন ?
মানিক পাগলা
সুখ অনেক রকম।
।
কারো ঘরে সুখ আসে
দু’বেলা দু’মুঠো ভাতে,
কারো সুখ পরে থাকে
চাইনিজ রেস্টুরেন্টে।
কবির সুখ ভেসে বেড়ায়
লিলুয়া বাতাসে,
লীলাবতী’র সুখ
কে জানে আছে কোন আকাশে। 😀
প্রিন্স মাহমুদ
দারুন
মানিক পাগলা
ধন্য – বাদ মাহমুদ ভাই
ছাইরাছ হেলাল
আপনি দেখছি ছন্দে ছন্দে ভলোবাসার উৎস খুঁজে পেয়েছেন ।
লিখুন আর ও ।
মানিক পাগলা
জীবনের প্রতিটি ভাজে ভাজে ভালবাসা লুকিয়ে থাকে। আমাদের কাজ হল ভাজ খুলে ভালবাসা বের করে আনা। ভালবাসা থেকেই আমাদের জন্ম আবার ভালসাবা থেকেই হবে মৃত্যু। কিন্তু আমরা নির্বোধ জন্ম এবং মৃত্যু এর মাঝামাঝি সময়ের ভালবাসা গুলোকে সঠিক সময় সঠিক ভাবে বের করে আনতে পারি না। যদি পারতাম তাহলে হয়তো আমাদের জীবনও হয়ে উঠত কবিতার মত সুন্দর ও ছন্দময়।
ধন্য – বাদ ছাইরাছ হেলাল ভাই । আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলোই হবে আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।
স্বপ্ন নীলা
আবার স্বপ্ন ছুঁয়ে
সুখ আসে তন্দ্রায়,
ছুঁটি দিয়ে স্বপ্ন
তন্দ্রা ফিরে চেতনায়।,,,,,,,,,,,,,,,,ভাল লাগলো
মানিক পাগলা
ধন্য – বাদ স্বপ্ন নীলা। আপনার জন্য এক কাপ :T
বনলতা সেন
সুন্দর লেখার সাথে আবার সুন্দর মন্তব্য করতে পারেন দেখছি ।
আমরা এখানে এমনও কাউকে পেলাম ।
মানিক পাগলা
মানুষ জন্মগত ভাবেই প্রশংসা লোভী। আমিও এর ব্যতিক্রম নই।
এত বেশি প্রশংসা পেলে সয়ংক্রিয় ভাবেই ভেতর থেকে অনেক কথা বের হয় আসে।
ধন্য – বাদ বনলতা সেন। আপনার জন্য এক কাপ :T
খসড়া
ভাল লাগ্লো কবিতা।
খসড়া
ইন সার্চ অফ ভাল লাগা এন্ড পাইলাম।:)
মানিক পাগলা
\|/
রকিব লিখন
মানিক পালগার কবিতায় এত ভালবাসা।। আমার অফুরান ভালবাসা ।। (3
মানিক পাগলা
:T
\|/