মসজিদে নামাজ পড়ে বাসায় আসার পথে দোকানে দাঁড়ালাম টুকটাক কিছু খরচ নিব। দোকানদার ছেলেটি মোবাইলে কথা বলছে। সে আমাকে দেখে একটু লজ্জা পেলো মনে হয় কিন্তু ফোনটা রাখতে পারছে না ওপাশের জনের জন্য।
ছেলেটি বলছে- কি আর করা, তুমিতো আর আমার সামনে আসবা না তাই মোবাইলেই কথা বলতে হচ্ছে; বলেই দীর্ঘশ্বাস ছাড়লো!!
আমি তাকিয়ে আছি অন্যদিকে,কিন্তু কান তাদের কথোপকথনে।
মেয়েটি কি বললো জানিনা কিন্তু ছেলেটি বলছে আমার এম বি নাই, তোমার কাছে এম বি কার্ড থাকলে আমাকে কার্ডের নাম্বার পাঠাও।
মেয়েটির কথা শুনিনাই…
ছেলেটি বলছে- তোমাকে ফেসবুকে রিকু দিছি।
মেয়েটি হয়তো বললো- কি নামে আছে?
ছেলেটি বলছে- স্বপ্নের রাজকুমার অহিদুল!
মেয়ে এইবার নিশ্চিত বলেছে আমার এম বি কেনার টাকা নাই, ফেবুতে ঢুকতে পারছি না। আমাকে ব্যালান্স পাঠাও।
ছেলে বলছে- আমি ব্যবসা প্রতিষ্ঠানে, এখন বের হইতে পারবোনা।
মেয়ে কিছু বললো মনে হয়, দেখলাম ছেলেটি মন খারাপ করে ফোন রেখে দিল।
তবে আমি জানি মেয়েটি বলেছিল – আচ্ছা যখন ব্যালান্স দিবা তখন তোমার রিকু দেখবো!!
এসব কথাবার্তায় আমি কি খরচ নিব সেটাই ভুলে গেছি। আমি বাড়ির পথে হাটা দিলাম।
হায়রে মোবাইল!! পিচ্চি পাচ্চাদেরকেও ফেসবুকে ডিজুস প্রেমে মাতাইলা!!
১০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হুম! ডিজুস মজাইছে এক্সময় তুখোড়। তবে ফেবু জ্বালায়ছে খুব।
তৌহিদ ইসলাম
জিপি যখন ডিজুস সিম ফ্রীতেই ছেড়েছিল তখন দেখেছিলাম ছেলেমেয়েদের সেই সিম কেনার হিড়িক আর এখন সবার হাতে স্মার্টফোন হয়ে দেখছি ফেসবুকীয় কীর্তিকলাপ।
মোঃ মজিবর রহমান
সিম কিনার হিড়িক শুধু নয় রাইতে ফ্রী কথায় ছিলো। মুই ও একটা কিনছিলাম। আমার কলিক তখন রাইতে আমার সিমে রাতে কথা বলত।
তৌহিদ ইসলাম
আমার আজও মনে পড়ে সাত টাকা মিনিটে যখন কথা বলতাম!! উহ্ এক সেকেন্ড করে যায় আর ভাবি এই বুঝি ব্যালান্স শেষ হয়ে গেলো।
ছাইরাছ হেলাল
এখন আর পিচ্চি-পাচ্চা বলে দুনিয়ায় কিছু নেই।
তৌহিদ ইসলাম
হুম ভাই আমাদের গ্রামে ক্লাস ফোরের এক মেয়ে ক্লাস সেভেন এর এক ছেলের সাথে প্রেম করে পালিয়েছে ক’দিন আগে। পিচ্চিপাচ্চা বলে আর কিছু নেই।
মৌনতা রিতু
হা হা হা। এখনকার পোলাপান ভাই। আপনার আমার মাথায় আসবে না এসব। ওরাই ভালো বলতে পারবে। আমার তো দিশেহারা মনে হয়। জামার মতো ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাল্টায়। এবং এটাতে ওদের কোনো অনুভূতিই হয়না। এদের সবকিছুই এখন বিনিময়।
তৌহিদ ইসলাম
আসলেই এরা অনেক ফাস্ট আপু, আর এখন সবার হাতে মোবাইল হয়ে এসব যেন ডালভাত হয়ে গেছে। আমার বাবু হলে যে কি হবে!!
জিসান শা ইকরাম
হায়রে প্রেম, এমবি কেনার উপর প্রেম নির্ভর করে 🙂
তৌহিদ ইসলাম
প্রেম এখন ডিজিটাল হয়ে গেছে ভাই, এখনতো আরো মোবাইলের কল রেট বেড়ে গেছে। জুটিগুলো আর রাত জেগে বেশিক্ষণ কথা বলতে পারছেনা। 🙂