(ডায়রীর পাতা থেকে)
পেয়ারা খাওয়া হলো না সেবার
১৯৮১ সালের কোন একদিন। সেসময় আমি ৬ষ্ট শ্রেণিতে পড়াকালিন সময় বাড়ি থেকে রাগ করে একবার পালিয়ে গিয়েছিলাম (কেন পালিয়ে গিয়েছিলাম সে বিষয়ে আমার আরেকটি লেখা আছে)। চট্টগ্রাম শহরে থাকলে পরিবারের লোকেরা ধরে নিয়ে আবার স্কুলে পাঠাবে এই ভয়ে চলে গিয়েছিলাম সকলের গন্ডির বাইরে একেবারে রাজধানী ঢাকায়।
যাবার সময় বড় বড় বাসগুলো কিভাবে জাহাজে (ফেরী) করে বিশালাকার নদী পাড় হয়েছিলো সে অভিজ্ঞতার কথাও পরে লিখবো।
ঢাকায় গুলিস্তানের ‘বরিশাল বোডিং’ এ ১০ টাকা দিয়ে রাত কাটিয়েছিলাম। সেখানে বোডিং এ একটি ঘটনা হয়েছিলো। কাউন্টার থেকে ম্যানেজার আমায় বলেছিলো টাকাসহ দামী কিছু থাকলে যাতে ক্যাশে জমা দিই। আমার তেমন কিছু ছিলো না বলে জমা দিইনি। তাছাড়া ভয় ছিলো যদি সকালে না দেয়। ঘুমাবার সময় অল্প যা ছিল বেডের নীচে লুকিয়ে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে বেডের নীচে হাত দিয়ে দেখি কিছুই নেই। ভালো করে খুঁজে দেখি সেখানে তক্তা-ই নেই। আছে ফাক ফাক করে গাছের বাটাম। পরাণটা ছোৎ করে উঠলেও পরক্ষণে দেখি খাটের নীচে ফ্লোরে পড়ে আছে।
পরদিন হেটে হেটে ঢাকা শহর ঘুরে দেখেছিলাম। হাটতে হাটতে ফুটপাতে খুব সুন্দর এবং বেশ বড় সাইজের পেয়ারা দেখে খেতে ইচ্ছে হলো। তাই পেয়ারা ওয়ালাকে জিঙ্গেস করলাম ভাই পেয়ারা জোড়া কত?
সে বলল, হালি তিন টাকা।
আমি বুঝতে না পেরে আবার জিঙ্গেস করলাম ভাই পেয়ারার জোড়া কত?
সে আবার বলল, হালি তিন টাকা।
এবারও আমি কিছুই বুঝতে পারলাম না । সে ঠিক কতটি পেয়ারার দাম তিন টাকা চাইছে সেটা বুঝতে না পারার কারণ হচ্ছে তখনও পর্যন্ত আমি হালি’র সাথে পরিচিত ছিলাম না। শুধু হালা’র সাথে পরিচিত ছিলাম, মানে জোড়া’র সাথে।
আমি এবারও বুঝতে না পেরে তাকে বললাম ভাই আমি জিঙ্গেস করছি জোড়া কত? আর আপনি এসব কি বলছেন! আমাকে বলুন এক জোড়া গয়ামের দাম কত?
সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, কোত্থেকে নামছেন?
আমি ভেবাচ্যাকা খেয়ে বললাম, জঙ্গল থেকে। এটা বলে সোজা হাটা দিলাম ।
সেবার আর আমার পেয়ারা খাওয়া হয়নি।
(ডাপা= ডায়রীর পাতা)
২৭টি মন্তব্য
নাজমুল হুদা
হা হা হা
পেয়ারা যে এতো বড় হয় এবং চারটা তিন টাকা হয় সেটা আপনি বিশ্বাস করতে পারেন নাই বলে পেয়ারা আর ধরা দিলো না।
চাটিগাঁ থেকে বাহার
না, সেটা নেয়।
৩৮ বছর আগে ৪টি বড়ো পেয়ারা ৩ টাকা হবে সেটা স্বাভাবিক ছিলো। ৪টিতে যে ১ হালি এটা আমি তখন পর্যন্ত জানতাম না।
সেখানেই ছিলো বিড়ম্বনা!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
দুটো জায়গায় মজা পেলাম খুব।
বালিশের নীচে তক্তাই নেই 🙂
হালা চেনেন হালি চেনেন না 🙂
পরের বার নিশ্চয়ই খাওয়া হয়েছে,
ডাপা কি?
শুভ কামনা।
চাটিগাঁ থেকে বাহার
ডাপা= ডায়রীর পাতা
জিসান শা ইকরাম
বাহ!
এত্ত সংক্ষেপ, জানলাম আজ 🙂
হালিম নজরুল
মজা পেলাম।
চাটিগাঁ থেকে বাহার
খুশি হলাম ভাই।
অনেক ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
হা হা হা মজাই হইছে। হালা মানে তো হালি।
ডাপা খান বেশি কইরা।
চাটিগাঁ থেকে বাহার
হালি মানে ৪টা
হামলা মানে ২টা মানে এক জোড়া!
ডাপা= ডায়রীর পাতা
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
চাটিগাঁ থেকে বাহার
লিখেছি হালা হয়ে গেছে হামলা!!
সঞ্জয় মালাকার
বেশ ভালো লাগলো দাদা, শুভেচ্ছা অফুরন্ত।
চাটিগাঁ থেকে বাহার
আপনাকেও শুভেচ্ছা।
সাখিয়ারা আক্তার তন্নী
আপনার ছোট বেলা তো বাধিয়ে রা্খার মতো,
চাটিগাঁ থেকে বাহার
কাকে বললেন আপু! @সাখীয়াা আক্তার তান্নী
মন্তব্যটি সঞ্জয় মালাকার ভাইয়ের বক্সে পড়েছে তো!
ছাইরাছ হেলাল
এখন একটু মন দিয়ে সেই কথা মনে করে বস্তাখানেক বরিশালের
পেয়ারা ট্রাই করে দেখতে পারেন।
চাটিগাঁ থেকে বাহার
সে অনেক খাওয়া হৈছে। তই বরিশালের কিনা জানিনা। বরিশালের পেয়ারার বিশেষত্ব কী?
ছাইরাছ হেলাল ভাই?
ছাইরাছ হেলাল
বিশেষত্ব আছে, সিজনে হাজার মানুষ আসে ভাসমান পেয়ারা বাজার দেখতে আর
কিনে নিয়ে যেতে।
চাটিগাঁ থেকে বাহার
তাহলে সিজনে একবার দেখতে যাবার ইচ্ছে আছে।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, আপনি তার হালি বুঝেননি, সে বোঝেনি আপনার গয়াম!! 😀😀
চাটিগাঁ থেকে বাহার
সে আমার গয়াম বুঝে ছিলো কিনা জানিনা তবে আমি যে তার হালি বুঝিনি এটা পাক্কা!
তৌহিদ
হা হা হা, জংগল থেকে কথাটি শোনার পরে বিক্রেতার মুখের অবস্থা চিন্তা করে হাসি পাচ্ছে। বোর্ডিংগুলোতে সত্যি এমন বিছানা?
চাটিগাঁ থেকে বাহার
বেশির ভাগ বোর্ডিং এর খাটে বেডের নিচে সলিড তক্তা না থেকে হানিকর বাটাম থাকে।
চাটিগাঁ থেকে বাহার
হানিকম মানে ফাকা।
আরজু মুক্তা
এইজন্যই অনেকেই চাঁটগাইয়া ভুত বলে। হা হা। প্রথম প্রথম আস্টোশো কথাটা আমি বুঝতামনা।
চাটিগাঁ থেকে বাহার
যাক, এতো দিনে আস্টশো বুঝেছেন তাহলে।
আমি চাটগাঁইয়া ভাষা বলতে পারলেও লিখতে পারি না!
চাটিগাঁ থেকে বাহার
কাকে বললেন আপু! @সাখীয়াা আক্তার তান্নী
মন্তব্যটি সঞ্জয় মালাকার ভাইয়ের বক্সে পড়েছে তো!
সুরাইয়া পারভিন
সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, কোত্থেকে নামছেন?
আমি ভেবাচ্যাকা খেয়ে বললাম, জঙ্গল থেকে। এটা বলে সোজা হাটা দিলাম,,,,,হা হা হা দারুণ লেগেছে