আমি মেডিকেল বাবা। জন্ম মেডিকেলে, পরছি মেডিকেলে, হয়তো মৃত্যুও হবে এই মেডিকেলেই। তাই, মেডিকেল বা ডাক্তারদের নামে কোন মিথ্যা অপপ্রচার কোনদিন সহ্য করবো না। একজন ছাত্রকে ডাক্তার হতে গেলে মেডিকেলে চান্স পাওয়া থেকে শুরু করে, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত কতটা ত্যাগ শিকার করতে হয় তা কয়জনই বা জানে!
অসুস্থ হলে আমাদের কাছে আসবেন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আমাদেরই কসাই বলে গালি দেবেন এটা মেনে নেব না।
আজ আর কথা বাড়াবো না। মেডিকেলীয় যাবতীয় সত্য তথ্যাবলী পাবেন আমার লেখায়। সত্যের সাথে কোন আপোষ কখনো করিনি, ভবিষ্যতে করবোও না। ভাল থাকবেন, সবাইকে ভাল রাখবেন।
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
যাক আপনাকে পেয়ে ভালই হল ।
রোগ-শোকে কাছে পাওয়া যাবে ।
আমাদের জন্য দিনে সর্বমোট আধা ঘণ্টা বরাদ্দ রাখলেই হবে ।
ব্লগার মেডিকেল বাবা
ধন্যবাদ আপনাকে। আমি যতটুকু সময় দেওয়া যায় চেষ্টা করে যাবো।
ব্লগার সজীব
ডাক্তাররা আমাদেরই ভাই এবং বোন । দেশের সেরা মেধাবীগণ মেডিকেলে পড়েন । অপপ্রাচার অবশ্যই বন্ধ করতে হবে। সামান্য কয়েকজন ডাক্তারের জন্য সমস্ত ডাক্তারের উপর বিরূপ ধারনা করা ঠিক না । সব পেশাতেই কিছু খারাপ মানুষ আছে । এই নিয়েই আমাদের সমাজ দেশ ।
আপনার লেখার অপেক্ষায় থাকবো ।
সিনথিয়া খোন্দকার
অনেক শুভকামনা। আশা করছি অপপ্রচারের সমুচিত জবাব দিবেন আপনার লেখনির মাধ্যমে। (y)
মা মাটি দেশ
আমরাও চাই না দেব তুল্য ডাক্তারদের অপপ্রচার যা সত্য তাই বলি এবং বলব।ধন্যবাদ আপনাকে এবং মাঝে মাঝে সুস্বস্হ্যের টিপস দিয়ে বাধিত করবেন। (y)
লীলাবতী
ডাক্তার বাবা 🙂 টুকটাক চিকিৎসা সেবা কিন্তু এখানেও দিতে হপে :p
ব্লগার মেডিকেল বাবা
ধন্যবাদ সবাইকে। লেখনি শক্তি দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
আমি একজন বাচ্চা ডাক্তার। পূর্ণাঙ্গ ডাক্তার হয়ে শুধু টুকটাক না, পুরোপুরি মাগনা সেবা চালু করবো আপনাদের জন্য। ততদিন, সাথেই থাকুন :p @মাটির মানুষ, লীলাবতী।
লীলাবতী
তাহলে আপনি ডাক্তার বেবি :p
ব্লগার মেডিকেল বাবা
একটু ঘুরিয়ে বলুন- বেবি ডাক্তার :p
জিসান শা ইকরাম
পোষ্টের সাথে একমত (y)
সমস্ত অপপ্রচার বন্ধ হোক ।
শুন্য শুন্যালয়
মিথ্যে অপপ্রচার সহ্য করবোনা, একদম না..দল কিন্তু এখন বেশ ভারি হয়েছে, প্রতিবাদ মিছিল, মিটিং এখান থেকেই শুরু করতে পারবো ইনশাল্লাহ 🙂
স্বাগতম বেবি ডাক্তার -{@
মশাই
স্বাগতম জানাচ্ছি আপনাকে এই সোনেলায়। -{@
প্রথম পোষ্ট ভাল লাগলো যদিও আরও বিস্তারিত হতে পারত তবে সমস্যা নেই পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষায় রইলাম। আপনার লিখনিতেই উঠে আসুক যত ষড়যন্ত্র মুলুক অপপ্রচার। সাথে থাকবো আর আপনিও পাশে থাকবেন। দলতো অনেক ভারিই হয়েছেই, হুমকি ধামকি আসা শুরু হয়েছে ইতিমধ্যে। লিখতে থাকুন নির্ভাবনায়।
মোঃ মজিবর রহমান
আপনাকে স্বাগতম। সব অভিযোগ মিথ্যা তাও বলতে পারবেন না।
আপনিও বলেছেন মিথ্যা অভিযোগ হ্যা মিথ্যা অভিযোগ জনতার পক্ষ থেকেই আমার টুকু আমি তুল্লাম আর সেবক বা পেশা হিসেবে আপনাদের যা কর্তব্য সাধারন মানুষ যেন তা পায় ডাক্তার সাহেব।
সুভেচ্ছা অবিরত। -{@
খসড়া
যে যা খুশি বলুক। সৃষ্টিকর্তার পর ডাক্তারই ভরসা।