আমি মেডিকেল বাবা। জন্ম মেডিকেলে, পরছি মেডিকেলে, হয়তো মৃত্যুও হবে এই মেডিকেলেই। তাই, মেডিকেল বা ডাক্তারদের নামে কোন মিথ্যা অপপ্রচার কোনদিন সহ্য করবো না। একজন ছাত্রকে ডাক্তার হতে গেলে মেডিকেলে চান্স পাওয়া থেকে শুরু করে, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত কতটা ত্যাগ শিকার করতে হয় তা কয়জনই বা জানে!
অসুস্থ হলে আমাদের কাছে আসবেন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আমাদেরই কসাই বলে গালি দেবেন এটা মেনে নেব না।
আজ আর কথা বাড়াবো না। মেডিকেলীয় যাবতীয় সত্য তথ্যাবলী পাবেন আমার লেখায়। সত্যের সাথে কোন আপোষ কখনো করিনি, ভবিষ্যতে করবোও না। ভাল থাকবেন, সবাইকে ভাল রাখবেন।

৪৩৩জন ৪৩৩জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ