এই পৃথিবী সবার,কেউ সুখী কেউ সুখী নয় তবে একশ পারসেন্স কেউ সুখী হতে পারে না।কারন আমরা মানুষ আমাদের চাহিদা ক্রমাগত আসতেই থাকে।তাই যা আছে যেভাবে থাকি তাতেই সন্তুষ্ট থাকা চাই নতুবা মিধ্যে ব্যাগ্র বাহু বাড়ালে কেবল দুঃখকেই আহবান করা হয়।মনে রাখা জরুরী প্রেম শুধু মানুষের সাথে নয় অন্যকিছুতেও করা যায়।আর পৃথিবীর প্রবেশ মানুষের অনুমতি একবারই।সুন্দরের যেমন শেষ নেই ভাল লাগারও শেষ নেই।তাই বলে বড়শি ফেলে অপেক্ষা নয় অনত্র খুজতে নতুন বাচার উৎসহ।আর এটাই জীবন। (y) হতাশা নয় চাই সাহস-জীবন যুদ্ধে পরাজয় নয় চাই জয়। (y)
১০টি মন্তব্য
লীলাবতী
কষ্টকে আনন্দে পরিনত করুন ।
হলুদ পরী সাদা নাকফুল
চেষ্টায় আছি কিন্তু মনে হয় সম্ভব হবে না কখনই 🙁
তন্দ্রা
সুন্দর অনুভুতির মাধ্যমে বঝালেন।
এই পৃথিবী আমার না।
ব্যাদনার, শুধুই হারাবার।
মর্তুজা হাসান সৈকত
ভালো লিখেছেন।
জিসান শা ইকরাম
আনন্দ এসে ভরে উঠুক জীবন -{@
মা মাটি দেশ
এই পৃথিবী সবার,কেউ সুখী কেউ সুখী নয় তবে একশ পারসেন্স কেউ সুখী হতে পারে না।কারন আমরা মানুষ আমাদের চাহিদা ক্রমাগত আসতেই থাকে।তাই যা আছে যেভাবে থাকি তাতেই সন্তুষ্ট থাকা চাই নতুবা মিধ্যে ব্যাগ্র বাহু বাড়ালে কেবল দুঃখকেই আহবান করা হয়।মনে রাখা জরুরী প্রেম শুধু মানুষের সাথে নয় অন্যকিছুতেও করা যায়।আর পৃথিবীর প্রবেশ মানুষের অনুমতি একবারই।সুন্দরের যেমন শেষ নেই ভাল লাগারও শেষ নেই।তাই বলে বড়শি ফেলে অপেক্ষা নয় অনত্র খুজতে নতুন বাচার উৎসহ।আর এটাই জীবন। (y) হতাশা নয় চাই সাহস-জীবন যুদ্ধে পরাজয় নয় চাই জয়। (y)
ছাইরাছ হেলাল
কষ্টের কষ্ট কাটে যাক তাড়াতাড়ি তা চাই ।
স্বপ্ন নীলা
ভাললাগা রেখে গেলাম,,,,,,,,,কষ্টের সমাপ্তি কামনা করছি
খসড়া
সুখ খুব ক্ষন স্থায়ী। সুখ সব সময় অল্প সময় আনন্দ দেয় কিন্তু বেদনা দীর্ঘ স্থায়ী। কোন কোন বেদনা সারা জীবনেই দগদগে ঘায়ের যন্ত্রণা দেয়।
নীলকন্ঠ জয়
কষ্টকে কিক মারা যায় না???? ;?