ঠিক চলে যাব

সীমা সারমিন ২৫ নভেম্বর ২০১৩, সোমবার, ১১:১৩:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য


বেশী দূরে নয় ——-
ঠিক একদিন মরে যাব
চলে যাব পৃথিবী ছেড়ে ।

তখন তোমরা সবাই
হয়তো একটু কষ্ট পাবে
আবার কিছু সময় চলে গেলে
আমাকে ভুলেও যাবে ।

অনুভূতি শুধু একটাই নিয়ে যাব
পৃথিবী আমাকে সুখের অনুভূতি,
আঁকড়ে ধরে বাঁচতে দেয়নি
শুধু দিয়েছে কষ্ট আর অসহ্য যন্ত্রণা।
……………… সীমা সারমিন

১৪১৪জন ১৪১৬জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ