আপনি যখন জেনেভা ক্যাম্পের বিহারীদের মানবেতর জীবন দেখেন, তাদের ঘিঞ্চি ঘর দেখেন, তাদের শিশুদের বাপের সাথে লুচি ভাজতে দেখেন, তাদের দেশহীন মানুষ হিসেবে দেখে আপনার দরদ উথলে ওঠে … আমি তখন দেখি লাশের মিছিল। গলায় লাল রুমাল বাধা বিহারী কসাইয়ের হাতে জবাই হওয়া লাশের মিছিল। যাদের কবর হয়নি, ময়লার ডিপোতে পুতে দেওয়া হয়েছিল, গনকবর হয়েছিল যাদের সেইসব লাশের মিছিল।


বিহারী শিশুদের নিয়ে আপনার আবেগ দেখলে আমার মনে পরে বুটের তলায় থেতলে যাওয়া শিশুদের কথা, বেয়নেটের আগায় গাথা শিশুদের কথা, যাদের একমাত্র অপরাধ ছিলো তারা বাংগালী।
বিহারী নারীদের দুর্দশা নিয়ে আপনার আবেগী লেখা পড়ে আমার চোখের সামনে আসে ধর্ষিতাদের আহাজারি। যাদের একমাত্র অপরাধ ছিলো তারা বাংগালী।

 

দেশহীন মানুষের কষ্টে আপনার বুক ভেংগে যায়, আমার তখন মনে হয় লাখ লাখ শরনার্থীর মানবেতর জীবনযাপনের কথা। যাদের একমাত্র অপরাধ ছিলো তারা বাঙ্গালী।

আপনার বিহারী ক্যাম্পের ঘিঞ্চি চোখে পরে, শিশুদের চোখে পরে, নারীদের চোখে পরে, কিন্ত স্যার আপনার চোখে পরে না জেনেভা ক্যাম্পে ঢোকার মুখে আটকে পরা “পাকিস্তানি “লেখা সাইনবোর্ড, আপনার কান এড়িয়ে যায় তাদের উর্দু, আপনার চোখে পরেনা ক্যাম্পে ওড়া পাকিস্তানি পতাকা। শেম অন ইউ

এই সব নারী শিশুদের কথা বলে আপনি আমার ঘৃণার দেয়াল অতিক্রম করতে পারবেন না স্যার। কারণ তারা পাকিস্তানি। হ্যাঁ আপনি আমাকে ঘৃণাবাদী বলতেই পারেন, দ্যাটস মি। পাকিস্তান প্রশ্নে আমার ঘৃণা সিমাহীন। বঙ্গবন্ধুর বাংলা কোন পাকিস্তানির জন্য নয়। এই মাটি শহীদের রক্তের দামে কেনা

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

৪৭০জন ৪৭০জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ