বক্তব্যঃ আমরা ‘প্রকৃত যুদ্ধাপরাধীর’ বিচার চাই।
উপসংহারঃ অর্ধ ছুপা ছাগু। কারণ আটক গোলাম আযম, নিজামীকে তিনি প্রকৃত যুদ্ধাপরাধী মনে করেন না। তার দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর, কুখ্যাত ‘প্রকৃত যুদ্ধাপরাধীর’ তালিকা- ১) শেখ হাসিনার বেয়াই। ২) শেখ হাসিনার বেয়াই। ৩) শেখ হাসিনার বেয়াই।

বক্তব্যঃ আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই তবে……ব্লা ব্লা ব্লা।
উপসংহারঃ ছুপা ছাগু।

বক্তব্যঃ শেখ মুজিব যুদ্ধাপরাধীদের মাফ করে দিয়েছিলেন।
উপসংহারঃ অশিক্ষিত ছাগু।

বক্তব্যঃ এদেশে কোনো যুদ্ধাপরাধী নাই। যুদ্ধাপরাধীদের বিচার রাজনৈতিক।
উপসংহারঃ ১০০% ছাগু।

বক্তব্যঃ পাকিস্তান থাকতেই ভালো ছিলাম।
উপসংহারঃ ১০০% খাটি ছাগু। এই শ্রেণীকূলের প্রিয় দেশ পাকিস্তান, প্রিয় খেলোয়াড় আফ্রিদী, প্রিয় বিনোদন মুজারা নাচ, আর প্রিয় মুক্তিযোদ্ধা মেজর জিয়া, মেজর জলিল,মেজর জয়নুল, মেজর ডালিম। সবাই মেজর, মাইনর কেউ নাই।

বক্তব্যঃ This country is crazy. Khilafah is the only solution. We need revolution man, revolution. Free all the Islami leaders (মানে হইলো গিয়া গুলাম আযম গংরে মুক্তি দাও, তাগো ছাড়া এদেশে ইসলামী বিপ্লবের আর মানুষ নাই।)
উপসংহারঃ খাঁটি ইংলিশ মিডিয়াম হিযবুতী ছাগু। প্রোফাইলে ছবি অবশ্য গার্ল ফ্রেন্ডের সাথে মেক-আউটের।

বক্তব্যঃ একাত্তর অনেক আগের ঘটনা। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্ব রাজনীতিতে সকলেই আমাদের বন্ধু।
উপসংহারঃ মতিগং এর রিকোনসিলিয়েন্স ছাগু।

বক্তব্যঃ মুক্তিযুদ্ধ হয়েছে বটে, প্রকৃত স্বাধীনতা আসেনি। দেশ এখনো পুঁজিপুতি পেটি-বুর্জোয়াদের দখলে। এদেশের ইসলামী জনগোষ্ঠীকে শাসন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করে, ইসলামী কমিউনিজ্যমের মাধ্যমেই সম্ভব জনগণের প্রকৃত মুক্তি।
উপসংহারঃ বামপন্থি পঁচে বের হওয়া ছাগু।

বক্তব্যঃ বরাবরই আকারে ইঙ্গিতে প্রকাশ, “এদেশের জন্ম ভারতীয় ষড়যন্ত্রের ফসল”। কিন্তু আমি রাজাকারদের সমর্থন করি বলে কোনো প্রমাণ নাই।
উপসংহারঃ ছাগুচীফ।

উপরের সবগুলো পড়িয়া বক্তব্যঃ তুই শালা একটা ভারতের দালাল, আওয়ামীলীগ।
উপসংহারঃ ওয়েলকাম মিস্টার ‘ছাগু দা গোট’, ইন মাই স্ট্যাটাস। ইউ নো, ল্যাঞ্জা ইজ এ টাফ থিং টুই হাইড।

বক্তব্যঃ এতোগুলো বুড়া মানুষ, কয়দিন পরে এমনি মারা যাবে, বিচারের কি দরকার? আর দেশ জামাত, বি এন পি না আওয়ামীলীগ শাসন করলো সেটা আমার কাছে ইম্পোর্টেন্ট না, দেশের ভালো হলেই হলো!
উপসংহারঃ পুরা কাঠবলদ টাইপের ছাগু!

[ Credits: Sadman Sadek][Its a copy & paste post]

[বিঃদ্রঃ গালাগালি দিতে চাইলে শূন্যে ছুড়ুন। এখানে নয়।]

৫৯২জন ৫৯২জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ