টানেলের এই প্রান্তে দাড়িয়ে দেখি ওপাশে কেবল গভীর ঘন কালো অন্ধকার ! ট্যানেলগুলোতে সবসময় অন্ধকার ঢাকা থাকে! আর আমরা আলোর সন্ধানে উদ্দেশ্যহীন ভাবে পাগলের মতো ঘুরে বেড়াই এ প্রান্ত থেকে ও প্রান্ত! যদি আলোর দেখা কখনো পাই! সকাল আসে না, আয়না হাসে না, জানলা খোলা মেঘ, সে ভালবাসে না ! আর অন্ধকার ক্রমেই চেপে ধরে আমাদের, ট্যানেল এর এ প্রান্ত থেকে ও প্রান্তের হাহাকার এর চাপা ক্রন্দনে কেবল ভিতর থেকে আমরা ভারি হতে থাকি কেউ ক্রন্দনে তা প্রকাশ করতে পারে কেউ পারেনা!
২০টি মন্তব্য
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ভালো লেগেছে ভাইয়া
শুন্য শুন্যালয়
আপনি তো ঘুমন্ত। অন্ধকার তো লাগবেই :p
সুন্দর লেখা।
ঘুমন্ত আমি
হা হা হা!মন্তব্যের জন্য ধন্যবাদ!
মরুভূমির জলদস্যু
টানেল শেষে কি আলো দেখা যাবে না?
ঘুমন্ত আমি
বেশিরভাগ মানুষ এর দেখা পায় না! শুধু আলোর সন্ধানে ঘুরেই বেড়ায়!
মোঃ মজিবর রহমান
অল্পতে অনেক
ধন্যবাদ।
ঘুমন্ত আমি
অসংখ্য ধন্যবাদ! ভালো থাকবেন সব সময়!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনুভূতি নিককে ধন্য করল।
ঘুমন্ত আমি
আপনার এই মুল্যায়ন সত্যিই আমাকে অনেক আনন্দিত করেছে
ঘুমন্ত আমি
মেঘকুমারী আপু জেনে খুবই ভালো লাগলো যে আপনার এই লেখাটা ভালো লেগেছে! ভালো থাকুন সবসময়!
জিসান শা ইকরাম
আশা একদিন আলো আসবে
আসলেই কি আসবে ?
ঘুমন্ত আমি
টানেল থেকে নিজেকে মুক্ত করতে পারলে সেটা সম্ভব কিন্তু সেটা সম্ভব কিনা সেটা একটা বিরাট প্রশ্ন বোধক ব্যাপার!
নুসরাত মৌরিন
টানেলের অন্যপ্রান্তে আলোর দেখা ঠিক পেয়ে যাবেন। 🙂
ঘুমন্ত আমি
আমি জানি আলোর দেখা পাওয়া মিরাকল ছাড়া সম্ভব নয়! তবুও খড়কুটা ধরে বাচার চেষ্টা করতে কি আর ক্ষতি! ভালো থাকবেন সব সময়
সোনিয়া হক
অল্প কথায় ভালোই লিখেছেন।
ঘুমন্ত আমি
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য সোনিয়া আফা
ছাইরাছ হেলাল
এবারে আলো আসবেই, না এসে যাবে কোন চুলোয়।
ঘুমন্ত আমি
ভাই জীবনে আলো আসুক না আসুক। চুলায় তবু আলো জলুক নাইলে মার চিৎকার আর বিবাহিতদের বউয়ের চিৎকারে! বাড়িতে থাকাই দায় হয়ে যাবে!:P:D
লীলাবতী
ভালো লিখেছেন ভাইয়া।
ঘুমন্ত আমি
অসংখ্য ধন্যবাদ লীলাবতী ।