ঝালমুড়ি

আরজু মুক্তা ২৩ জুন ২০১৯, রবিবার, ০৯:২৬:৪৫অপরাহ্ন গল্প ২১ মন্তব্য

লাগে ঝালমুড়ি চা–না–চু—র!!সাথে ডুগডুগির বাজনা।।

ছেলেমেয়ে আওয়াজ শুনেই দৌড়!!আগেরদিনে ছেঁড়া স্যান্ডেল ,কাচের বোতল বা একটা ছেঁড়া বই বা খাতা থাকলেই হলো।।পাওয়া যেতো মজার স্বাদের এই খাবার।লোভনীয় এই খাবার বানাতে লাগে ভেজা ছোলাবুট,চানাচুর, মুগডাল ভাজা,বাদাম ভাজা,সরিষার তেল,কাঁচা পেঁয়াজ আর মরিচ!!সাথে একটু তেঁতুলের টক!!জিভে জল এলো মনে হয় সবার!!

তাদের বেশভুষাও ছিলো আকর্ষণীয়!ঢোলা পায়জামা,বিভিন্ন জোড়া দেয়া রঙ্গিন কাপড়ের পান্জাবি।।আর বেঢপ টুপি!!

যার কথা বলছি,নাম তার কালাম! একদিন উনি না আসলেই,মনে হতো কতোদিন নাই!!

আমার বোনের বিয়ে উপলক্ষ্যে একবর পাশের উপজেলায় গিয়েছিলাম বেড়াতে। আপুর বড় ভাবি গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছিলেন। উনি হাঁটতে হাঁটতে বললেন,জানো পাশের গ্রামে;ঐ যে বাঁশঝাড় দেখা যায়! ওর পাশেই আমার বাড়ি।।কাল নিয়ে যাবো।।

আমরা পরদিন মহাখুশি।।আগে আগে রেডি।নতুন গ্রাম দেখবো বলে! ভাবীর বাড়ি গিয়ে তো আমরা অবাক! কি ছিমছাম সাজানো বাড়ি।ওনার বাবাকে দেখে কেমন জানি চেনা মনে হলো।

কোথায়জানি দেখেছি।।বারবার চোখের সামনে ভাসছে!!ওনারা তিন ভাইবোন ,সবাই শিক্ষিত। উনি বড়।।মেজো দশম শ্রেণি,ছোট ৫ম শ্রেণি!!কথা শুনে মনে হলো না, গ্রামে থাকেন।ওনার বাবা বেশিক্ষণ কথা বললোনা ।কাজে গেলেন।

কিন্তু আমার খটকা কাটলো না।।খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরছি।ভাবিকে নানা প্রশ্নও করছি।।যা জানতে চাচ্ছি ,মিলছেনা।।

আমরা শহরে চলে এলাম!!

বিকেলে আবারও সেই ডুগডুগির আওয়াজ!

চা–না–চু—র ভাজা।গরম গরম!!

কি এক অজানা আকর্ষণে ছুটে গেলাম।এবার আর চিনতে কষ্ট হলোনা ! ভাবির বাবাই এই লোক।

দিনে যারা প্রচণ্ড পরিশ্রম করে,মানুষকে মজা দিয়ে ,ঘাম ঝরিয়ে ছেলেমেয়েদের বুঝতেই দেননা ;কি কষ্ট করে উপার্জন করে পরিবারকে ভালো রাখেন। প্রতিটি ছেলেমেয়েই তার শিক্ষিত।।তিনি বড়াই করেননা!কিন্তু গর্ববোধ করেন।দিনশেষে পরিবারের হাসিমুখ দেখে ভুলে যান সবকিছু।

মুখোশের আড়ালেই থেকে যায় না বলা ইতিহাস! !

১জন ১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ