সময়ের নিষ্ঠুরতার ব্যবচ্ছেদ করতে আসিনি –

কঠোরে কোমলে সন্তর্পণ করতে আসিনি কোন সমবেদনা

সহমর্মিতা- সে তোমার জন্যে নয়, বরং তুমি ছিলে –

আপন অক্ষে স্বকীয়তায় বলিষ্ঠ নিদারুণ নির্ভীক কন্ঠস্বর।।

 

তুমি ছিলে রিপ্রোডাক্টিভ প্রাণশক্তিতে পরিপূর্ণ নক্ষত্রের মতো –

চিরভাস্বর, আপনার রঙে রাঙিয়ে গেলে এই জলসা-

এই আত্মভোলা পাখিদের কলরবে তুমি দিয়েছ যে সুর

আজ সেই আমরাই পড়ে আছি, তোমার রেখে যাওয়া স্মৃতি বুকে আগলে –

আর তুমি চলে গেলে শত সহস্র আলোকবর্ষ দূর ।।

১জন ১জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ