জ্যোৎস্না আছে বলেই আজ
ঘুটঘুটে অন্ধকারের বিদ্ঘুটে অভ্যাসটা নেই,
জ্যোৎস্না আছে বলেই আজ
ভীতু পথিকের নির্ভয়ে পথ চলায় কোন বাধা নেই।
জ্যোৎস্না আছে বলেই আজ
রুগ্ন রাস্তার হাড়্গুলো ভৌতিক সুন্দর লাগে।
জ্যোৎস্না আছে বলেই আজ
কচুরীপানাময় নালায় সবুজ কিছুর অস্তীত্ব টের পাওয়া যায়,
জ্যোৎস্না আছে বলেই আজ
সেই পরিচিত মাঠ খানি কেন যেন আমায় কাছে ডাকে।
জ্যোৎস্না আছে বলেই আজ
চিরচেনা হাঁটুজলে হঠাৎ মুক্তার উপস্থিতি।
জ্যোৎস্না আছে বলেই আজ
মায়ের কোলে বসে শুনতে ইচ্ছে করে
“আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা !”
জ্যোৎস্না আছে বলেই আজ
অনেক অন্ধকার কারবারের অনুপস্থিতি।
জ্যোৎস্না আছে বলেই আজ
সঙ্গির সঙ্গ পেতে খুব ইচ্ছে করে
চাঁদনি আলোয় মাখামাখি হয়ে বলতে ইচ্ছে করে
“আমি তোমায় ভালবাসি “
জ্যোৎস্না আছে বলেই আজ
অসুন্দর জিনিসের ক্ষুদ্রতর সৌন্দর্য্য কোথা থেকে যেন উঁকি দেয় !
এসব কি আগেই ছিল
নাকি জ্যোৎস্নার আলোতে এসবের পূর্ণ যৌবন চোখকে ঝলসায়?
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
জ্যোৎসাকে নিয়ে সুন্দর কবিতা
জ্যোৎসারা থাকুক আমাদের সাথে সারাক্ষন ……
শুভকামনা ।
সিহাব
অনেক ধন্যবাদ, জিসান ভাই… 😀
প্রজন্ম ৭১
এসব অনেক আগে থেকেই ছিল 🙂 আপনি কিন্ত ভালো লিখেছেন সিহাব (y)
সিহাব
ধন্যবাদ… 😀
(দেরীতে জবাব দেয়ার জন্যে দুঃখীত)
ছাইরাছ হেলাল
এখন বাইরের প্রবল জোৎস্নায় আপনার লেখাটি পড়তে ভালই লাগল ।
সব কিছুই ছিল আছে , শুধু আমাদের দেখার অপেক্ষা মাত্র ।
সিহাব
ধন্যবাদ…ভাল বলেছেন..”আমাদের দেখার অপেক্ষা” (y)
(দেরীতে জবাব দেয়ার জন্যে দুঃখীত)
সিহাব
ধন্যবাদ…ভাল বলেছেন..”আমাদের দেখার অপেক্ষা” (y) (y)
তওসীফ সাদাত
এই জোছনায় আপনার কবিতাটি বেশ ভাল লেগেছে পড়তে। ধন্যবাদ কবিতাটির জন্য !!
সিহাব
ধন্যবাদ, পড়ার জন্য !
খসড়া
হাইওয়ে ধরে জোতস্না দেখব বলে গাড়ি নিয়ে ছুটলাম। কি অপূর্ব। মাঝে মাঝে জীবনটা অন্য রকম হয়। ভাল লাগে বেচে থাকা।
সিহাব
আসলেই ভাল লাগে !
লীলাবতী
হায় জ্যোৎস্না , কেউ দিলোনা আমাকে 🙁
সিহাব
জ্যোৎসা দেয়ার নহ… নেয়ার… উপভোগ করা…
ফাহিমা কানিজ লাভা
আপনি কবিতা বেশ ভাল লিখেন, আশা করি এই প্রতিভা দিন দিন বিকশিত করবেন, ছেড়ে দেবেন না। 🙂
সিহাব
ধন্যবাদ, আপনাকে !
চেষ্টা করব…
আদিব আদ্নান
জোৎস্নায় এমন জোৎস্না বিলাস ভালোই লাগে ।
সিহাব
বিলাস…
রকিব লিখন
জোৎস্নায় নিবন্ধ লিলুয়া বাতাস আমাকে করেছে ছন্নছাড়া।।