নদীর এমন নিঃশব্দে বয়ে যাওয়া দেখে ভেব না সে খুব সুখে আছে
কথা বলতে পারে না বলেই সে বোবা কান্নায় ভেসে যায় আজীবন
যদিও ক্ষোভের কারণে মাঝে মাঝে উম্মত্ত আচরণে মেতে ওঠে
দু’কুল ছাপিয়ে নোনা জলে ভাসিয়ে নিতে চায় তার সমস্ত জৈবিক চেতনা।
আমার কবিতার খাতায় দেখ কি নিদারুণ কষ্টের বলিরেখার ভাঁজ
অল্প বয়সেরও বুড়োদের মতো কুঁজো হয়ে যাওয়া কবিতার জীবনে আজ তুমি যেন অভিশাপ
তুমি কি শুনতে পাচ্ছো আমার কবিতার বুক ছিঁড়ে বের হওয়া দীর্ঘশ্বাস
প্রতিটি পাতায় পাতায় দুঃখ নদীর কষ্টের ঢেউ কি চোখে পড়ে তোমার?
আমার যৌক্তিক ভালোবাসাকে তুমি জ্যামিতিক জটিল জালে আবদ্ধ করে রেখেছো বলেই
সরলরেখায় চলতে গিয়েও শেষ পর্যন্ত বিন্দু ছুঁতে পারি না আমি
ফিরে আসি তোমার সমকোণী ত্রিভূজি প্রেমের চতুর্ভজ মোহনীয় জালে
পিথাগোরাসের সূত্রও যখন তোমার কাছে আজ নস্যি।
১৬টি মন্তব্য
মা মাটি দেশ
বিশাল লম্বা লাইনের কবিতা বেশ ভাল লাগল। (y)
বৈশাখী ঝড়
ধৈর্য্য সহকারে এমন লম্বা কবিতা পাঠ করার জন্য ধন্যবাদ
জিসান শা ইকরাম
বাহ ! কথার মালায় আবেগকে গেথেছেন ভালোই ।
বৈশাখী ঝড়
ধন্যবাদ
নীহারিকা
:Approve:
বৈশাখী ঝড়
অশেষ ধন্যবাদ
প্রহেলিকা
:Pleasure:
বৈশাখী ঝড়
ধন্যবাদ অফুরান
লীলাবতী
সরলরেখায়ই চলুন ভাইয়া (y)
বৈশাখী ঝড়
দেখি চলা যায় কিনা?
শুন্য শুন্যালয়
জ্যামিতি বড়ই কঠিন বিষয় … গণিতের ছাত্রী থেকে দূরে থাকুন … :Wink:
বৈশাখী ঝড়
তাই!! হা হা হা হা
প্রজন্ম ৭১
ভালো লেখা (y)
বৈশাখী ঝড়
খুশি হলাম
বেলাল হোসাইন রনি
আবেগ ময় এক কাব্য কথন? লিখুন নিয়মিত, শুভকামনা ও ভালবাস কবিকে
(3
বৈশাখী ঝড়
অসংখ্য ধন্যবাদ