জীবাণুযুক্ত রচনা
–মন্মথ মাসঊদ্
কিছু চোখের কিছু ঘুম য্যামোন জারজ,
ত্যামোনই কিছু লোকের মিছে প্রেম ফরজ।
আরজ করি, তাই বলে কি তুমি আমার স্বামী!!??
মাঝে মাঝে তোমার চেয়ে হাড়ের ব্যাথা দামী।
আমি কি বধির?? ভাঙা মন্দির!! তবুও গা ঘ্যাষাবো??
মানবতার সাপ-লুডু খ্যালা দেখিয়ে ডজনখানেক লোক হাসাবো!!??
অবশের আবেশে বুদ্ধিজীবীর মাথাগুলো কি কাজের জন্য হায়!!!
মনে হয় ঐ মূর্তিগুলো ভীষোণ ব্যস্ত চটি লিখায়।
এই বাস্তবে মোর জন্ম বলে বইতে হবে কি পাপের ভার??
শুয়োরের বাচ্চাদের শুক্রাণু রয়েছে প্রতিখানে, যেখানেই করি পরিষ্কার।
(১৮ আশ্বিন, ১৪২১)
১৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
নীতিমালা পড়ুন > https://sonelablog.com/tac
মাসঊদ্
হুম, পড়েছি…
ব্লগার সজীব
ভাল লেগেছে। অন্যর লেখা পড়ে আপনার লেখা পড়তে সহায়তা করুন।
শুন্য শুন্যালয়
মানবতা শব্দটা বুদ্ধিজীবিদের মাথা থেকে ক্ষেত্রবিশেষে বের হয়।
ভালো লেগেছে কবিতা।
মাসঊদ্
ধন্যবাদ
🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রথম লেখাতে স্বাগতম।পাপ দ্রুত ছড়ায় সবার মাঝেই তার প্রতিক্রিয়া দেখা দেয় -{@
কৃন্তনিকা
বেশ ভাবগম্ভীর কবিতা… (y)
মাসঊদ্
তাই নাকি??
কেউ যদি এর অর্থ না বুঝে তাহলে আমার কবিতার স্বার্থকতা কই!!!??
আবু জাকারিয়া
ভালই ছন্দমিল আছে। ভাল লাগল। শুভ কামনা।।
মাসঊদ্
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
🙂
লীলাবতী
সুন্দর ছন্দ মিলানো কবিতায় ভাললাগা।
মাসঊদ্
ধন্যবাদ…..
🙂
লীলাবতী
আপনার লেখা অন্যদের পড়াতে হলে,অন্যের লেখা কিন্তু আপনার পড়তে হবে 🙂
মাসঊদ্
হুম, তাতো অবশ্যই…
🙂
শিশির কনা
ভাল হয়েছে,আরো লিখুন।
প্রহেলিকা
যতি চিহ্ন ব্যবহারের অধিক্যতার কারণে ভাবগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক জায়গায়।
তবে কবিতার ভাব ভালো লেগেছে, সুন্দর বোধের কবিতা।
লিখুন আরো। শুভকামনা।
মাসঊদ্
যতি চিহ্ন ব্যবহারই করেছি ভাবগুলো যাতে সঠিক ভাবটাই প্রকাশ করে..
🙂