জীবন-মৃত্যু

রিমি রুম্মান ৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার, ০৯:২৫:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

প্রতিদিন কত কিছুর মুখোমুখি হতে হয় !

গুমোট অন্ধকারাচ্ছন্ন, বিচ্ছিন্ন সকাল আজ নিউইয়র্ক শহরে। এমন বৃষ্টি বাদলের দিনে মানুষের হাজারো ব্যস্ততা আর কোলাহলের মাঝেও চারিপাশ কেমন শুন্য শুন্য নীরব মনে হয়। এলমার্স্ট হাসপাতালের সামনে রেড সিগন্যালে বসে আছি। একজন গর্ভবতী নারী বেরিয়ে এলেন। স্নিগ্ধ, লাবণ্যময়ী। আরেকজন নীল চোখের শ্বেতাঙ্গ নারীকে হুইল চেয়ারে ঠেলে নিয়ে এলো ইউনিফর্ম পরিহিতা নার্স। কোলে তাঁর নতুন জন্মানো কন্যা শিশু। শিশুটি কন্যা কিনা আমার জানবার কথা নয়। গোলাপি পোশাকে মোড়ানো বলে নিশ্চিত হই। ব্রডওয়ের কিনার ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে নেমে এলেন বেলুন আর ফুলের তোরা হাতে সুদর্শন এক যুবক। সম্ভবত শিশুটির পিতা। ইউনিফর্ম পরিহিত দু’জন বিশালদেহী মানুষ একটি লাশ নিয়ে যাচ্ছে অদূরে পার্ক করা এ্যাম্বুলেন্স এর দিকে। সাথে বিষণ্ণ, অশ্রুসজল দু’জন বৃদ্ধ।

একই হাসপাতালের ভেতর থেকে কেউ দু’চোখ ভরা স্বপ্ন আর নতুন জীবন নিয়ে বেরিয়ে আসে। আর কেউ কেউ একটু অক্সিজেনের জন্যে যুদ্ধ করে করে হেরে গিয়ে লাশ হয়ে ফিরে। ” জীবন-মৃত্যু “। এখানে জীবন আর মৃত্যুর ব্যবধান ছোট্ট একটি হাইফেনের দাগ কেবল।

প্রতিদিন গড়ে কত মানুষ জন্মায় ? কত মানুষ মরে যায় ?  তবে আমি এবং আমরা অনেকেই এখনো দিব্যি শ্বাস নিচ্ছি। মেঘের চৌকাঠ পেড়িয়ে নেমে আসা বৃষ্টি দেখছি। সবুজ পাতার লতিয়ে উঠা মায়ায় গড়া দেয়াল দেখছি। নিরন্তর ছুটে চলা মানুষ দেখছি। বেঁচে থাকাটা সুন্দর। সৃষ্টিকর্তাকে অনিঃশেষ ধন্যবাদ।

রিমি রুম্মান

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

৮০৮জন ৮০৮জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ