প্রতিনিয়ত আমরা অপরাধ করি দোষ দিই অন্যের ঘাড়ে অথচ প্রথম অপরাধী আমি বা জনতা। ড্রাইভার বেপরয়া গাড়ী চালিয়ে, সামনে থেকে আসা গাড়ীর পথ রোধ করে, আইন ভঙ্গ করে ঘুষ সাধে আবার বাসে জনতাকে বলে সালার পুলিশ ঘুষ ছাড়া কিছুই বোঝে না। অথচ অপরাধ করে আমরা ঘুষ সাধি মাপ করেন।
বিভিন্ন জায়গায় রাস্তা রোধ থাকে। তাড়াতাড়ি যাওয়ার জন্য পুলিশ বা তাঁদের সোর্সকে ১০/৫০ টাকা দিয়ে যাওয়ার ব্যাবস্থা করা কি অপরাধ নয়??? আমরা জনতাও বলি এই তাড়াতাড়ি ১০ টাকা দিয়ে এখানেয় ক্রস কর।
ড্রাইভার মোবাইলে কথা বলা নিষেধ হলেও বলে, আমার চাক্ষুষ দেখা জ্যামে ড্রাইভার কথা বলায় পাশে থাকা পুলিশ মোবাইল কেড়ে নিয়ে ফেলে দিল। এতে যে বা যারা দেখল কেউ ড্রাইভারের পক্ষে কেউ পুলিশের পক্ষে কথা বলবেন। যারা পড়বেন তাঁরা বুঝে নিবেন কে দোষী।
সমাজে নানা ধরনের মানুষের বাস। কিন্তু সমাজপতি বা ঐ গোজের যারা তাঁদের সামাজিক অবস্থান থেকে তাঁরা বুঝতে চায়না তাঁদের কোন কাজ বা কি করলে সমাজের মানুষ ঘৃণা করবেন।
আমরা এতো এতো নৈতিকতাহীন,উপলধ্বিহীন, অবুঝ, আবেগহীন, বিকোলাঙ্গ যে ভালোমন্দ বোঝার ইচ্ছা শক্তি রোধ করে ফেলেছি।
১৯টি মন্তব্য
রেজওয়ান
যত নিয়ম ভাঙার কারিগর এই ভারতবর্ষেই বেশি (-3
মোঃ মজিবর রহমান
আইনের প্রয়োগ না হওয়া বড় সমস্যা মনে হয়।
নীরা সাদীয়া
সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। সত্যিই আমরা দিনকে দিন নৈতিকতা বর্জিত প্রানিতে পরিণত হচ্ছি।
সকলকে সচেতন হতে হবে। 🙁
মোঃ মজিবর রহমান
আমি বদলানোর চিন্তা ও চেস্টা করি সেটা ছোট হোক আর বড় হোক। বিশেষ করে মানুষের সাথে দুরব্যাব হার ও আইন ভঙ্গ করা।
নীলাঞ্জনা নীলা
এজন্যই তো আমাদের মানসিকতা আর উন্নত হতে পারলো না।
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন দিদি।
আমরা সবসময় আইন ভঙ্গ করার চেস্টা করি।
মৌনতা রিতু
দারুন বললেন মজিবর ভাই। সবার মানসিকতা পাল্টাতে হবে।
মোঃ মজিবর রহমান
আমরা নিজ নিজ জায়গা থেকে বদলারেই হবে আপু।
জিসান শা ইকরাম
আমরা নিজেরা আগে ভালো হই, এরপরে অন্যকে ভাল হবার উপদেশ দেই।
আমরা নিজেরাই ভাল না আসলে।
মোঃ মজিবর রহমান
আমি কাউকে অপদেশ দিই না কারন আমি নিজেই মানিনা। তবে আইন ভঙ্গ করিনা। আমার ছোট্ট গন্ডি থেকে যতটূকু পারি আইনের মাঝে থাকতে চেস্টা করি। আর হ্যাঁ আমরা নিজেরা ভাল না সঠিক বলেছেন। ভালো থাকুন ভাইয়া।
মায়াবতী
আমাদের মধ্যে যে একে বারে ই কিছু নেই আসলে তা নয় , অনেক কিছু ই আছে কিন্ত ঘুমের ভান ধরে আছে ভাই , ভান ধরা এই ভাব টা কে টেনে হিচঁড়ে বের করে আনতে হবে ।
মোঃ মজিবর রহমান
আমাদের এই ভাব থেকে বের হয়ার এক মাত্র পথ আইনের কঠোর প্রয়োগ।
তৌহিদ ইসলাম
নিজের মানসিকতার পরিবর্তন আনতে হবে আগে।সুন্দর লিখেছেন ভাই।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ ভাই, আমরা যদি না জাগি কে জাগবে! আমাদের জাগতে হবে জাগাতে হবে। ধন্যবাদ ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনার কথগুলোর সাথে একমত।কথায় আছে নিজের দোষটি ধরতে জানলে পরের দোষটি আর থাকে না।সুন্দর লেখা। -{@
মোঃ মজিবর রহমান
পড়ার জন্য ধন্যবাদ মনির ভাই।
ছাইরাছ হেলাল
অনিয়মই এখন নিয়মে পরিণত হচ্ছে।
মোঃ মজিবর রহমান
ঠিক তাই বস।
আপনি কেমন আছেন??
ছাইরাছ হেলাল
আল্লাহ ভাল রেখেছেন।