প্রতিনিয়ত আমরা অপরাধ করি দোষ দিই অন্যের ঘাড়ে অথচ প্রথম অপরাধী আমি বা জনতা। ড্রাইভার বেপরয়া গাড়ী চালিয়ে, সামনে থেকে আসা গাড়ীর পথ রোধ করে, আইন ভঙ্গ করে ঘুষ সাধে আবার বাসে জনতাকে বলে সালার পুলিশ ঘুষ ছাড়া কিছুই বোঝে না। অথচ অপরাধ করে আমরা ঘুষ সাধি মাপ করেন।

বিভিন্ন জায়গায় রাস্তা রোধ থাকে।  তাড়াতাড়ি যাওয়ার জন্য পুলিশ বা তাঁদের সোর্সকে ১০/৫০ টাকা দিয়ে যাওয়ার ব্যাবস্থা করা কি অপরাধ নয়??? আমরা জনতাও বলি এই তাড়াতাড়ি ১০ টাকা দিয়ে এখানেয় ক্রস কর।

ড্রাইভার মোবাইলে কথা বলা নিষেধ হলেও বলে, আমার চাক্ষুষ দেখা জ্যামে ড্রাইভার কথা বলায় পাশে থাকা পুলিশ মোবাইল কেড়ে নিয়ে ফেলে দিল। এতে যে বা যারা দেখল কেউ ড্রাইভারের পক্ষে কেউ পুলিশের পক্ষে কথা বলবেন। যারা পড়বেন তাঁরা বুঝে নিবেন কে দোষী।

সমাজে নানা ধরনের মানুষের বাস। কিন্তু সমাজপতি বা ঐ গোজের যারা তাঁদের সামাজিক অবস্থান থেকে তাঁরা বুঝতে চায়না তাঁদের কোন কাজ বা কি করলে সমাজের মানুষ ঘৃণা করবেন।

আমরা এতো এতো নৈতিকতাহীন,উপলধ্বিহীন, অবুঝ, আবেগহীন, বিকোলাঙ্গ যে ভালোমন্দ বোঝার ইচ্ছা শক্তি রোধ করে ফেলেছি।

 

১জন ১জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ