sanjoy

খুব ছোট বেলায় একদিন বাসে মামাবাড়ি (বরিশাল) যাচ্ছি ।
ঝিনাইদহ থেকে বরিশাল বেশ লম্বা পথ ।

মাঝ পথে টিফিন ব্রেকে বাস থেমেছে । সবাই হালকা নাস্তা করছে, কেউ বাসা থেকে নিয়ে আসা খাবার দিয়ে নাস্তা করছে ।
বাবা আমাকে জিজ্ঞাসা করলেন , মামা বাড়ি পৌছাতে এখনও অনেক সময় লাগবে তুমি কিছু খেয়ে নাও । আমি বল্লাম থাক কিছু খাব না ।
পাশের সিটে আমার মত ছোট একটা বাচ্চা তার মা কে বলছে আম্মু পানি খাব । ওর বারবার বলা শুনে আমি মনে করলাম পানি জিনিসটা মনেহয় বেশ মজার কিছু একটা হবে । আমিও বাবাকে বললাম বাবা আমি পানি খাব ।

শুধুই পানি !
হু

এরপর বাবা দোকান থেকে এক গ্লাস পানি নিয়ে আসলেন

আমি এক চুমুক খেয়ে বললাম
ওমা পানি কই এটা তো জল !!!!!!!????

বিঃদ্র
ছবির পিচ্চি টাই কিন্তু এসব বলেছে আমি নই । :D)

১জন ১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ