খুব ছোট বেলায় একদিন বাসে মামাবাড়ি (বরিশাল) যাচ্ছি ।
ঝিনাইদহ থেকে বরিশাল বেশ লম্বা পথ ।
মাঝ পথে টিফিন ব্রেকে বাস থেমেছে । সবাই হালকা নাস্তা করছে, কেউ বাসা থেকে নিয়ে আসা খাবার দিয়ে নাস্তা করছে ।
বাবা আমাকে জিজ্ঞাসা করলেন , মামা বাড়ি পৌছাতে এখনও অনেক সময় লাগবে তুমি কিছু খেয়ে নাও । আমি বল্লাম থাক কিছু খাব না ।
পাশের সিটে আমার মত ছোট একটা বাচ্চা তার মা কে বলছে আম্মু পানি খাব । ওর বারবার বলা শুনে আমি মনে করলাম পানি জিনিসটা মনেহয় বেশ মজার কিছু একটা হবে । আমিও বাবাকে বললাম বাবা আমি পানি খাব ।
শুধুই পানি !
হু
এরপর বাবা দোকান থেকে এক গ্লাস পানি নিয়ে আসলেন
আমি এক চুমুক খেয়ে বললাম
ওমা পানি কই এটা তো জল !!!!!!!????
বিঃদ্র
ছবির পিচ্চি টাই কিন্তু এসব বলেছে আমি নই । :D)
১২টি মন্তব্য
স্বপ্ন নীলা
হা হা হা খুবই মজা পেলাম —- হুমম পানি আর জলতো একই — স্মৃতিচারণ শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ
সঞ্জয় কুমার
তখন কি আর বুঝতাম । ঐ দিনই পানি শব্দটির সাথে আমার প্রথম পরিচয় । ধন্যবাদ দিদি
ব্লগার সজীব
হা হা হা হা , মজাই পেলাম বেশ/
সঞ্জয় কুমার
মজার ঘটনাই বটে । ধন্যবাদ
কৃন্তনিকা
মজা পেলাম…
সঞ্জয় কুমার
ধন্যবাদ । ভালো থাকবেন
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হা হা হা জল আর পানি….দারুন স্মৃতি।
সঞ্জয় কুমার
হুম । মনির ভাই
খেয়ালী মেয়ে
ছোটবেলার স্মৃতিগুলো আসলেই অনেক মজার হয়…
ছবির পিচ্চিটাতো দেখি অনেক কিউট…
সঞ্জয় কুমার
হুম পিচ্চি টা আমার চেয়েও কিউট । ধন্যবাদ । শুভ কামনা
লীলাবতী
এই পুচকে টা কি সঞ্জয় ভাইয়া?খুব কিউট তো 🙂
সঞ্জয় কুমার
হ্যাঁ দিদি । ওটাই আপনার পিচ্চি ভাইয়াটা ।