ফেবুতে না থাকলে তারা একজন আরেকজনকে মিস করে ।
মনে মনে প্রায় ভাবে, থাকলে কত না গল্প করতাম ……
কিন্তু যখন তারা দু’জনেই ফেবুতে থাকে, স্ট্যাটাস দেয়, কোথাও কোথাও কমেন্টও করে,
টুক করে আসে আবার টুক করে যায়…….
তখন তাদের আর একজনের আরেকজনের কথা মনে থাকে না ।
এটা ঠিক এমন যে ” না থাকলে ব্যাঙকেও রাজকুমার ভাবতে ভাল্লাগে ”
আর ” থাকলে রাজকুমারকে ব্যাঙ ভাবতেও ভাল্লাগে না ” :D)
**অফ টপিকঃ উদাহরণ দিতে গিয়ে ঐ “ব্যাঙ” শব্দটাই মাথায় আসলো কেন কে জানে ^:^
জীবনটা ব্যাঙময় হয়ে যাচ্ছে :p
অবশ্য আপনারা দুজন যখন ফেবুতে থাকেন,তখন অন্য কারো ইনবক্স,মন্তব্য,লাইক আপনাদের ভালো লাগেনা,
একথাটি যে মিথ্যে এটি বলে আমি আপনাদের শত্রু হতে চাইনা -{@
২৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
* এটা ঠিক এমন যে ” না থাকলে ব্যাঙকেও রাজকুমার ভাবতে ভাল্লাগে ”
আর ” থাকলে রাজকুমারকে ব্যাঙ ভাবতেও ভাল্লাগে না ” ** — কঠিন একটা সত্যকে খুব সহজ করে বুঝানোর জন্য ধন্যবাদ ।
জীবনটা ব্যাঙময় হয়ে যাচ্ছে 🙂
পোষ্টের শেষ লাইন পড়তে পারছিনা, চশমার পাঊয়ার কম 😀
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
কঠিন সত্যকে ফানের মাধ্যমে লিখে ফেলতে হয়। চশমা পাল্টান ভাইয়া :p
নীলাঞ্জনা নীলা
আপনি তো বেশ দুষ্ট আছেন 🙂 হাসি দিয়ে সত্যি কথা লিখে ফেললেন ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আমি এমনই আপু 🙂
খসড়া
বাহ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
😀 :p
ছাইরাছ হেলাল
ফেবুময় জীবনের অনুভুতি তুলে ধরেছেন ।
হায় রাজকুমার !
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
জি ভাইয়া 🙂
মিসু
মজা পেলাম খুব। দুরের জিনিস ভালোই লাগে সবার কাছে। মানব ধর্ম এটি।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আসলেই আপু 🙂
লীলাবতী
ফেইসবুকের মজা আসলে এখনো বুঝে উঠতে পারিনি। শত্রু না হওয়াই ভালো। যে যেভাবে শান্তি পায় পাক 🙂
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
যে যেভাবে শান্তি পায় পাক (y) 🙂
স্বপ্ন
**অফ টিপকঃ উদাহরণ িদেত িগেয় ঐ “বাঙ” শটাই মাথায় আসলা কন ক জােন জীবনটা বাঙময় হয় যাে
:D) হাসতেই আছি আপু।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
কেন যে ব্যাঙ শব্দটা মাথায় আসলো বুঝলামনা :p
শিশির কনা
এমন পোষ্ট রেগুলার দিয়েন মেঘকুমারী আপু। সংখেপে এত ফানি সত্য উপস্থাপনা আমি আর দেখিনি। জীবনটা ব্যাঙময় হয়ে যাচ্ছে :D) যেমন ভাই তেমনি তাঁর বোন -{@
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
বুঝতে হবে কার বোন আমি 🙂
শুন্য শুন্যালয়
ফেসবুকময় জীবন আসলেই ব্যাঙ ময় হয়ে গেছে। আপনি কিন্তু অনেক দুস্টু আছেন 🙂
নতুন এক নেশায় সবাই জর্জরিত। এর নাম লাইক কমেন্ট নেশা।
আপনাকে আপনার মিত্র মিত্র লাগছে।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আসলেই আপু, লাইক কমেন্টের নেশায় কাছের মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। ‘ আপনাকে আপনার মিত্র মিত্র লাগছে। ‘ এটুকু বুঝিনি আপু 🙂
শুন্য শুন্যালয়
আপনি শত্রু হতে চাননা বলেছেন, আমি লিখতে চেয়েছি আপনাকে আমার মিত্র মিত্র লাগছে, টাইপিং মিস্টেক 🙂
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আপনাকেও আমার মিত্র মিত্র লাগছে আপু 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
হায় হায় আপনি দেখি ধরা খাইয়ে দিলেন সবাইকে। আমি কিন্তু এমন না :p
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আপনি তো আমার ভালো আপু 🙂
ব্লগার সজীব
:D) লেখা পড়ে হাহাপগে ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
জীবনটা ব্যাঙময় হয়ে যাচ্ছে সজীব ভাইয়া :p