ফেবুতে না থাকলে তারা একজন আরেকজনকে মিস করে ।
মনে মনে প্রায় ভাবে, থাকলে কত না গল্প করতাম ……

কিন্তু যখন তারা দু’জনেই ফেবুতে থাকে, স্ট্যাটাস দেয়, কোথাও কোথাও কমেন্টও করে,
টুক করে আসে আবার টুক করে যায়…….
তখন তাদের আর একজনের আরেকজনের কথা মনে থাকে না ।

এটা ঠিক এমন যে ” না থাকলে ব্যাঙকেও রাজকুমার ভাবতে ভাল্লাগে ”
আর ” থাকলে রাজকুমারকে ব্যাঙ ভাবতেও ভাল্লাগে না ”   :D)

**অফ টপিকঃ উদাহরণ দিতে গিয়ে ঐ “ব্যাঙ” শব্দটাই মাথায় আসলো কেন কে জানে  ^:^
জীবনটা ব্যাঙময় হয়ে যাচ্ছে  :p

 

অবশ্য আপনারা দুজন যখন ফেবুতে থাকেন,তখন অন্য কারো ইনবক্স,মন্তব্য,লাইক আপনাদের ভালো লাগেনা,
একথাটি যে মিথ্যে এটি বলে আমি আপনাদের শত্রু হতে চাইনা -{@

৫৪৩জন ৫৪০জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ