গত কিছুদিন ধরে তাঁর কোন এক্টিভিটি নেই , তাঁর ব্যাক্তিগত ফেইসবুক আইডি , তাঁর গ্রুপ , পেইজ এবং কোন ব্লগে তিনি অনুপস্থিত ।
আজ একটি উৎস থেকে জানতে পারলাম যে তিনি এবং তাঁর পরিবার পক্স এ আক্রান্ত । এতই খারাপ অবস্থা যে , নেটে আসতে পারছেন না। তাঁর বড় ছেলে এই অবস্থায় HSC পরীক্ষা দিচ্ছে।
আন্তরিক ভাবে আল্লাহ্র কাছে জিসান ভাই এবং তাঁর পরিবারের সবার আশু রোগ মুক্তি কামনা করছি । আমীন
১৭টি মন্তব্য
বনলতা সেন
জিসান ভাই এবং তার পরিবারের সবার সুস্থতা কামনা করি ।
শিশির কনা
আমীন…………।
শিশির কনা
ওনাদের সবার সুস্থতা কামনা করছি ।
লীলাবতী
জিসান ভাই পরিবার সহ সুস্থ হয়ে উঠুন , আল্লাহ্র কাছে এই প্রার্থনা করছি।
শিশির কনা
আমীন……
ছাইরাছ হেলাল
নিশ্চয়ই আল্লাহ তাকে হেফাজত করবেন ।
শিশির কনা
আমীন , আল্লাহ অবশ্যই তাঁকে হেফাজত করবেন।
জিসান শা ইকরাম
ধন্যবাদ সবাইকে । আল্লহার অশেষ কৃপায় এবং সবার দোয়ায় অনেক টাই ভালো এখন আমরা সবাই।
ভালো থাকুন আপনারাও সবাই।
শিশির কনা
রেস্ট এ থাকুন ভাই।
আহমেদ জালাল
প্রিয় জিসান ভাই’র পরিবারবর্গের দ্রুত রোগমুক্তি কামনা করছি।
শিশির কনা
পূর্ণ সুস্থ হয়ে উঠুন উনি।
আহমেদ জালাল
প্রিয় জিসান ভাই’র পরিবারবর্গ পুরোপুরি সুস্থ হওয়ার কামনা।
এই মেঘ এই রোদ্দুর
হায় হায় আর আমি জানিই না
সরি ফর দেট
আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন
শিশির কনা
আপনি জানেন না ? কিছুটা অবাক হলাম আপু। ফেইস বুকে দেখলাম – সুস্থ হয়ে উঠছেন।
যাযাবর
সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন দ্রুত।
শিশির কনা
সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন দ্রুত
প্রজন্ম ৭১
দ্রুত সুস্থ হয়ে উঠুন ।