বইঃ জাহান্নম হইতে বিদায়
লেখকঃ শওকত ওসমান
প্রকাশনাঃ মুক্তধারা
প্রচ্ছদশিল্পীঃ দেবদাস চক্রবর্তী
মোট পৃষ্ঠাঃ ১১৫
মূল্য:১০০
পাঠ্য প্রতিক্রিয়া :
শওকত ওসমান বাংলাদেশের একজন চিন্তক, লেখক ও কথাসাহিত্যিক। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তিনি ছিলেন এক উচ্চকিত কণ্ঠের অধিকারী।
“জাহান্নম হইতে বিদায়” উপন্যাস হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত রচনা করা প্রথম উপন্যাস । মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এদেশে যে একটা গুমোট পরিস্থিতি বিরাজ করছিল তা লেখক এই উপন্যাসে বর্ণনা করেছেন । এক প্রবীণ শিক্ষক মনে হাজার দুঃখ -বেদনা- অশ্রু নিয়ে ভেসে চলছে এখান থেকে সেখানে ; না সে পাকিস্তানীদের সামনে মাথা উচু করে দাড়াতে পারছে , না সে সব কিছু স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছে কারণ বিবেক আর বয়স । কতো জনই তো চেয়েছিল এদেশ পাকিস্তানের হোক, পরে যখন নিজের চোখে দেখেছে পাকিস্তানী সৈন্যদের আসল রূপ তখন তারা নিজেরাই অনুশোচনায় আল্লাহ’র কাছে কতো হাজার বার চেয়েছে আর যারা নিজের ভুল বুঝেনি তারা তো রাজাকার – আলবদর হয়েছে । তাদের ছিল অত্যাধুনিক যুদ্ধাস্ত্র আর জানোয়ারের মতো হিংস্র মন , অপরদিকে আমাদের ছিল মনোবল আর দেশ মায়ের প্রতি গভীর ভালোবাসা তবুও আমরা স্বাধীন হয়েছি । “জাহান্নম হইতে বিদায়” উপন্যাসের নাম যা উপন্যাসটাও তা , বাকী সব কিছু তো বইটা পড়লে আপনারা বুঝতেই পারবেন । বই সংগ্রহ করে পড়ুন, যুদ্ধ চলাকালীন সময়ের অস্থিরতা অতি সামান্য অর্থাৎ চুল পরিমাণ হলেও অনুভব করতে পারবেন ।
শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
তাদের ছিল অত্যাধুনিক যুদ্ধাস্ত্র আর জানোয়ারের মতো হিংস্র মন , অপরদিকে আমাদের ছিল মনোবল আর দেশ মায়ের প্রতি গভীর ভালোবাসা তবুও আমরা স্বাধীন হয়েছি ।
দারুন বলেছেন।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ , সত্য কথা গুলোই দারুণ হয় 🙂
মোঃ মজিবর রহমান
সংগ্রহ করে পড়তে হবেই।
জিসান শা ইকরাম
মুক্তিযুদ্ধের সময়ের বই আমার অত্যন্ত আগ্রহের বই। সংগ্রহ করব অবশ্যই।
ধন্যবাদ আপনাকে এটি শেয়ার করার জন্য।
গালিবা ইয়াসমিন
ভাইয়া ,এটা সেউ উপন্যাস যেটা প্রথমবার মুক্তিযুদ্ধ নিয়ে লিখা হয়েছে,পড়বেন ভালো লাগবে 🙂 ।
মায়াবতী
বই টা পড়তে হবে ।