সকালের শুরুটা হলো একদম অন্যরকম ভাবে। আবারো তেঁনাদের খপ্পরে….
উপরের সিটে ঘুমিয়ে আছি। কয়েকটা এসেই আমার যায়গামত চিমটি…..
চিৎকার করে উঠে দেখি তেঁনারা। থপাস থপাস করে তালি বাজাচ্ছে।।
♦oye raju beta, hero, Sallu.. De na!!!!
একে তো যায়গামত চিমটি দিয়ে ঘুম ভাংগিয়েছে উপর থেকে সাল্লু’র সাথে তুলনা!!!! শাহরুখ বললে তাও ভেবে দেখতাম।
♥kya doon???
♦Le bhai. hum kya woh manga hai?? agar mangta to tu train mei de sakta tha??
chal paise nikal..
♥Pehle tu paise de mereko.
♦kyun??
♥tune touch kyun kya???
♦accha!! tere woh sone ka hai kya jo touch karne se paisa dena padega??
♥haan mera yeh সোনা hai… 😀
♦oye jyada nakhre mat dikha. paise nikal..
♥nahin dunga..
♦dekh beta paise nikal warna aisa Shaap dungi kabhi nokri nahi milega.. Chameli naam hai meri..
♥Tujhe Shaap dene ki jarurat nahi main pehle se Shaapit hoon. pichle bar kisi julee ne shaap diya ke mai pass nahin kar paunga. aur us sal mujhe sabse accha number mila. is sal tune diya nokri to conferm hai…
♦are bap re ye to kamina number 1 hai.. fut chutiye..
♥oye Chammelli.. nam yaad rakhiyo.. Sonnet.. India ko lut ke jaunga…
এই হলো আজকের সকালের অবস্থা…
😀 😀 😀
১৬টি মন্তব্য
আদিব আদ্নান
এ ভাবেই শুরু ?
তারপর কী হবে ?
সনেট
তাই তো ভাবছি।।।
প্রহেলিকা
আপনার পর পর দু’টি লিখাতে আপনি খুব ভালোভাবে হিন্দি ভাষার পারদর্শিতা দেখিয়েছেন। আপনার হিন্দি ভাষার পারদর্শিতা দেখে আমিও আপনাকে শাহরুখ খান হিসেবে নম করলাম। খুব ভালো লাগে এবং খুব খুশি হই আমি যখন দেখি আপনাদের এই পারদর্শিতা এবং ক্ষিপ্ত হয়ে নিজের দিকে তাকিয়ে বলি কিরে আমি কেন পারি না। কারণ আমার মা ছিল বাঙালি এমনকি আমার বাবাও ছিল বাঙালি আর আমিও তাদের ঘরে জন্ম নিয়ে বাঙালি হয়েছি। আমার ঘরেও কিন্তু ডিস সংযোগ আছে কিন্তু আজ কেন জানি আপনার মত করে আয়ত্ব করতে পারলাম না এই হিন্দি মাতৃভাষাটাকে। আপনি আমাকে কি একটু শিখাবেন কিভাবে এটাতে এত পারদর্শী হলেন ???? আমিও হিন্দি ভাষা শিখতে চাই ঠিক আপনার মত করেই হিন্দিতে লিখতে চাই শুধু দরকার আপনার একটু অনুপ্রেরণা। মনে আছে একবার উন্মত্ত হয়ে তাজা রক্ত দিয়েছিল কিছু যুবক ঠিক তেমনি আমিও আপনার লিখার ভক্ত হয়ে উন্মাদ হয়ে গেছি হিন্দি ভাষা শিখার জন্য। যদি পারেন হিন্দি ভাষার বাল্যশিক্ষা বইটি দিয়ে দিবেন এই অধমকে কেমন মি. শাহরুখ খান??? সত্যি সকাল বেলায় আপনার লিখার প্রশংসা না করে পারলাম না।
প্রহেলিকা
কিছু মনে করবেন না আমি হিন্দি জানি না বলে হিন্দিতে টাইপ করতে পারলাম না। দয়া করে একটু কষ্ট করে বাংলাতেই মন্তব্যটা পড়ে নিবেন। ভালো থাকুন মি. শাহরুখ খান।
সনেট
ইন্ডিয়াতে এসেছি।।। এরকম একটা ঘটনা শেয়ার না করে থাকতে পারলাম না।। ভেবেছিলাম বিনোদিত হবেন। হয়েছে উল্টো।।।। ঠিক আছে নেক্সট টাইম এরকম বাঁশ দেওয়ার সুযোগ দেব না।।
প্রহেলিকা
banglate type korte parchina bole dokkhito.kichu mone korben na vaiya bokdharmik to ami ty ekto bollam. Tobe ha apnar montobbyer protiuttore ami jotheshto kushi hoyechi. Apnake onek dhonnobad ebong moner govir theke shuveccha janacchi. Thik ache beriye asen india. Chobi tule niye asben jate dekhte pari. Dinti shuv katuk. Valo thakun r niyomito likhun ekhane porar opekkhay thaklam.
সনেট
🙂 🙂
জিসান শা ইকরাম
মজা পেলাম খুব 🙂 (y)
সনেট
মজা দেওয়ার উদ্দেশ্যেই লিখা
শুন্য শুন্যালয়
ভালোই তো সকাল শুরু, তা শেষ পর্যন্ত অভিশাপ দিয়েছিলো কি?
চাকরী পেলে মিস্টি খাওয়াতে হবে কিন্তু…:)
সনেট
না দেয় নি।।।। অবশ্যই খাওয়াব।।।। 🙂
স্বপ্ন নীলা
হিন্দি ভাষা আমি বুঝি না —-
তবে লিখেছেন ভাল — শুধু বাংলাটুকুই বুঝতে পারলাম
সনেট
আপনাকে অনেক ধন্যবাদ
ব্লগার রাজু
খুব ভালো লিখেছেন। মজাই মজা 😀
খসড়া
হিন্দি বোঝা খুবই দূসাধ্য।
সনেট
তাই নাকি!!!!!!!!!!!!!