হেনরি এইটও তাই করেছে। ছয় রানী তার আর আছে বারো মিস্ট্রেস । তবে কথিত আছে এর দ্বিগুণ ছিল মিস্ট্রেস বা কংকুবাইন ।
ছয় রানী
এই রাজা কুখ্যাত হয়ে আছে ইতিহাসে তার রানী গুলোকে ধরে ধরে বলি দেয়ার জন্য।
এই রাজা আর কেউ নয় যার নাম হেনরি ৮ ।
তার বড় ভাইয়ের সিংহাসনে বসার কথা ছিল কিন্তু সে মারা যাওয়ায় সব দায়িত্ব আসল তার উপরে। শুধু তাই নয় বড় ভাইয়ের বিধবা স্ত্রী ক্যাথরিন অব আর্যাগন কেও বিয়ে করতে হল পরিবারের নির্দেশে । যায় হোক তার ঘরে অনেক গুলো সন্তান হলেও জন্মের পরপরেই সব মারা যায় শুধু মাত্র একটি মেয়ে ছাড়া যার নাম মেরি ১ ।
পুত্র না হওয়ায় রাজা দ্বিতীয় বিয়ে করে অ্যান বলেন Anne Boleyn (১৫০১-১৫৩৬) ) কে । এই রানী কে গলা কেটে মেরে ফেলা হয় ।তার দোষ ছিল, রাজার মতে সে বিশ্বাসী নয় এবং বদ মেজাজ । তাদের একটা কন্যা হয় যে কিনা এলিজাবেথ ১ । এই বিয়ে করতে হলে নিয়ম অনুযায়ী প্রথম রানীকে ডিভোর্স দিতে হবে কিন্তু ধর্ম অনুযায়ী ডিভোর্স এর নিয়ম নাই। তখন রাজা নিজেই ধর্ম পরিবর্তন করে নেন। এবং প্রটেেস্টনট ধর্মের প্রচলন করেন।
রাজার তৃতীয় বিয়ে হয় যেইন সিমুর ( Jane-Seymour1508-1537) এর সাথে । তার এক পুত্র সন্তান হয় বটে কিন্তু বাচ্চা প্রসব জটিলতায় তার মৃত্যু হয়।
চার নাম্বার রানী অ্যান অব ক্লেভস ।
তার সাথে ডিভোর্স হয়।
পঞ্চম বিয়ে ক্যাথরিন হয়ার্ড এর সাথে। ১৫৪২ সালে তাকেও শিরশ্ছেদ করে হত্যা করা হয়। কারন সে চুপিসারে আর একজনের সাথে অ্যাফেয়ার্স এ জরিয়ে পড়েছিল ।
বি-হেডেড বা শিরশ্ছেদ গুলো টাওয়ার অব লন্ডনে হয়। আর এই কারনে তাকে “মনোস্টার ” কিং বলা হয়।
শুধু তাই নয় যেখানেই তার ছবি আছে সেখানে তাকে দেখা যায় বিরাট দেহ এবং অসম্ভব স্থূলকায় দেহের এক মানুষ। তার কারন কি?
কারন আর কিছু নয় অতিরিক্ত মেদ শরীরে কারন অতিরিক্ত খাবার খাওয়া।
সে দিনে ৫০০০ ক্যালরির খাবার খেত। মেনুতে থাকতো মাংসের রোস্ট , রেজালা, পাই ,গরু খাসি ছাড়াও খরগোস,কবুতর , হাঁস এবং ময়ূর এসব এর মাংস থাকতো । প্রচুর মিষ্টির আইটেম থাকতো । দৈনিক ৮০০ টি আইটেমের খাবার বানানো হত।
রাজার রান্না ঘর
মাস্টার সেফ ছিল তিন জন এবং ২০০ রাঁধুনি ছিল। রান্নাঘর ছিল পুরো প্যালেসের মধ্যমণি ।
আজকের মত গ্যাস বা ইলেক্ট্রিসিটি ছিলনা তাই রান্নার জন্য প্রতিদিন ১.৩ মিলিয়ন মন লাকড়ির দরকার হত ।
এত খাবার খাওয়ার ফলে রাজার ওজন হয়েছিলো ১৪৫ কেজি , কোমর ৮৬ সেমি. অতিরিক্ত ওজনে চলাফেরা সম্ভব ছিলনা । বিছানায় পড়ে থাকতো এবং কিডনি,লিভার ,হার্ট সব অকেজো হয়ে গিয়েছিল ।
ব্রিটেনে মনার্কি বা রাজাদের শাসন আমলের মোটামুটি একটি চিত্র পাওয়া যায় এই একটি ক্যারেক্টার থেকে ।সবায় যে এত বিয়ে বা শিরশ্ছেদ করেছিল তা অবশ্য না তবে তাদের হাতে ক্ষমতা ছিল অনেক ।
হুসনুন নাহার নার্গিস ,লন্ডন
তথ্য সূত্রঃ
Tournaments and Early Tudor Chivalry, History Today GunnSteven (1991)
Young Henry, The Rise of Henry eight ,Hutchinson Robert
Who was Henry ,Lipscomb Suzannah
The six Wives of Henry 8,Weir,Alison
The Routledge companion to the Tudor age
Routledge companions to history ,London o’Day Rosemary (2016)