ব্রিটেন তখন ছিল ছোটো ছোটো বসতি নিয়ে করা কতগুলো গ্রামের সমন্বয়। প্রত্যেক গ্রামে একটি করে দল নেতা থাকতো । একেক গ্রামে কেল্টেক ট্রাইব অর্থাৎ কেল্টেক গোত্র বসবাস করতো ।
তাদের বিশেষ এক ধরনের ধর্ম ছিল। আর সেটা ছিল প্রকৃতি পূজা । নদি,জঙ্গল,পাহাড়, সুর্জ, তারা এবং চাঁদ এই প্রাকিতিক বিষয় গুলোকে তারা ধর্মের বিষয় বলে মনে করতো । জীবন যাত্রা ছিল অতি সাদামাটা বা সাধারণ ।
সময় টা ছিল AD ৪৩, প্রায় ২০০০ হাজার বছর আগে , রোমান সম্রাট জুলিয়াস সিজার তার বিরাট বাহিনী নিয়ে ব্রিটেনে আসে। পরে সম্রাট ক্লাউডীয়া ব্রিটেন শাষনের দায়িত্ব নায় ।
সেই আমলে দেশ দখল করে রাজ্য বিস্তার করাকে গৌরবের বিষয় বলে মনে করা হত । তা ছাড়া ব্রিটেনের লোহা , কপার আর সোনার দিকে তাদের নজর ছিল আর ছিল গবাদিপশুর প্রতি নজর।
রোম তখন ছিল ব্রিটেন দের চেয়ে সব বিষয়ে অনেক উন্নত । ব্রিটেনে কোন পাকা রাস্তা ঘাট বা শক্ত পোক্ত বাড়ি ঘর ছিলনা। রোমানরা এসে পাকা রাস্তা ভিলা, দুর্গ এবং টাউন স্থাপন করেন ।অবশ্য তা ছিল শুধু মাত্র তাদের ঘোড়া এবং সোলজার দের চলাচলের জন্য।
রোমান দের অবদানঃ
কেল্ট ট্রাইব আর রোমান মিলে মিশেই থাকতো । ব্রিটিশরা সে সময় লেখাপড়া জানতো না। মুখের একটা ভাষা থাকলেও লেখ্য ভাষা ছিলনা। কেননা তাদের কোন বর্ণ মালাই ছিলনা। রোমান দের লেখ্য ভাষা ল্যাটিন ছিল এবং তা দিয়ে তাদের আইন,সাহিত্য আর নাম্বার লেখা হত । রোমান তাদের ল্যাটিন ভাষা তাদেরকে শেখাতে আরম্ভ করে। তাই অনেক ল্যাটিন শব্দ এখনো ইংলিশ ভাষায় মিশে আছে। chester, caster এই শব্দ গুলো রোমান থেকে আসে । যেমন ম্যানচেস্টার, গ্লাওকেস্টার, কলচেস্টার, অরকেস্টার এগুলো রোমান । এখনো ঘড়ির নাম্বার রোমান নাম্বার দিয়ে লেখা হয়। লন্ডন আর ব্রিটেন এই দুটোই রোমান দের দেয়া।
রাণী বউদিকা (Boudicca)
মাঝে মাঝে তাদের ট্যাক্সর বোঝা খুব বেশি হয়ে যাওয়াতে কেউ কেউ প্রতিবাদ করতো । রাণী বাউদিকা ছিলেন তাদের একজন। তিনি দুইলাখ লোক সংগ্রহ করে তারাকে ট্রেনিং দিয়ে একবার তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন কিন্তু রোমান দের হারাতে পারেন নাই ।
রোমের বিদায়ঃ
প্রায় চারশত বছর থাকার পর AD ৪১০ সালে রোমান দের মূল ভূখণ্ড বাইরের শক্তি দ্বারা আক্রমনিত হয়। ফলস্বরূপ নিজ দেশকে বাঁচাতে তারা চলে যায় । যাওয়ার আগে বিদায় জানানো একটা চিঠিতে লিখে যায় “Fight bravely and defend your lives, you are on your own now” ” সাহসের সাথে যুদ্ধ করো ,নিজ জীবনকে বাঁচাও , এখন নিজেরাইকে নিজের জীবন বাঁচাতে হবে। ” ।
হুসনুন নাহার নার্গিস , লন্ডন
তথ্য সূত্রঃ
Cambridge Ancient History .Bowman,Alan K
An Overview of Roman Britain BBC
Patrick Welsh , George
Britannia: The Roman Conquest and Occupation of Britain
Julius caesar ,Commentaries on the Gallic War 20-38 ,Historia Romana